‘নবজাগরণ ফাউন্ডেশন’র নেতৃত্বে রাসেল-নূরজাহান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কে. এম. আবু হোরায়রা প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘নবজাগরণ ফাউন্ডেশন’। ২০১২ সালের ১২ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। এখন বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ সংগঠন হিসেবে সুপরিচিত।
তারা নিয়মিত মোট ৫৬ জন। কাজ করেন বস্তি ও দলিত, অতি গরিব এবং বঞ্চিত শিশুদের শিক্ষা-স্বাস্থ্য, সামাজিক, আর্থিক এবং বিশেষ অনুষ্ঠানের জন্য। তাদের জীবনমান উন্নয়নের জন্য পড়ালেখার পাশাপাশি তাদের অনেক নিয়মিত উদ্যোগ আছে। সাহায্য সংগ্রহের জন্য বইমেলাও করেছেন।
ফাউন্ডেশন শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসিসি)তে 'একদিন স্বপ্নের দিন' অনুষ্ঠান করেছে তাদের শিশু-কিশোর বন্ধুদের জন্য নিয়মিত কার্যক্রমের সঙ্গে মিল রেখে।
প্রধান অতিথি ছিলেন নবজাগরণের উপদেষ্টা-পরিসংখ্যানের অধ্যাপক ড. মনিমুল হক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আরেক উপদেষ্টা অর্থনীতির অধ্যাপক ড. ইলিয়াস হোসেন, রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. এম. সুলতান মাহমুদ ও আইনের সহকারী অধ্যাপক মো. সাদিকুল ইসলাম। আরো ছিলেন সহ-প্রতিষ্ঠাতা আহমেদ সজীব।
ফাউন্ডেশনের কর্মীরা সর্বসম্মতিক্রমে উপদেষ্টা পদে যুক্ত করেছেন-মো. খালিদ হাসান, মো. রিফাত হোসেন, রাশেদুল ইসলাম, শামীমা আফরোজ, মো. সোহাগ আলী, মো. আলী আশরাফ ও নয়ন আলীকে।
নতুন কমিটিও ঘোষণা করা হয়েছে। তাতে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও উদ্যমী স্বেচ্ছাসেবক রাসেল সরকার সভাপতি এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ও উদ্যমী স্বেচ্ছাসেবিকা নূরজাহান দোলন সাধারণ সম্পাদক।
তাদের কমিটিতে আছেন-সহ-সভাপতি রওশন আলী ও হেমা আক্তার ইভা, সাংগঠনিক সম্পাদক মো. বায়েজিদ হোসেন, যুগ্ম- সাংগঠনিক সম্পাদক মালিহা মিম ও সফল চাকমা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফাহিম রহমান ও গোলাম রাব্বি লিমন, অর্থ সম্পাদক সেলিম রহমান।
ফাউন্ডেশনের কর্মীদের অধ্যাপক ড. মনিমুল হক বলেছেন, ‘আমাদের নবজাগরণ ফাউন্ডেশন বরাবর সমাজের সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের পাশে থেকেছে। তাদের সুন্দর জীবনে ফিরে আনতে সর্বদা কাজ করে যাচ্ছে। স্বেচ্ছায় দক্ষতার সাথে কাজ করে যাওয়ায় সংগঠনের সকলকে আন্তরিক ধন্যবাদ ও নবাগত কমিটিকে অভিনন্দন।’
এরপর অন্য অতিথি এবং সংগঠনের প্রধান কর্মীরা বক্তব্য রেখেছেন।
সমাপনী বক্তব্যে বিদায়ী সভাপতি রাশেদুল ইসলাম বলেন, ‘কষ্টের হলেও নতুনদের জায়গা করে দিতে বিদায়ের কোনো বিকল্প নেই। আমাদের ফাউন্ডেশনের নতুন কমিটিকে অভিনন্দন। তাদের কাজ ধারাবাহিকভাবে করে শিশুদের বিশ্বের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে।’
লেখা : আসাদুল্লাহ গালিব।
ছবি : পরম মমতায় নবজাগরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু হোরায়রা একটি ছিন্নমূল শিশুকে তার নতুন পোশাক পরিয়ে দিচ্ছেন। এই শিশুদের নিয়েই কাজ করেন তারা। তাদের খাওয়ানো, পড়ানো ও উন্নত জীবনের সপ্ন দেখানোই তাদের কাজ।
ওএফএস।