ঢাকাপ্রকাশ-এর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকাপ্রকাশ আয়োজিত ‘মনের ক্যানভাসে আঁকো তোমার স্বাধীনতা’ থিমকে সামনে রেখে ‘স্বাধীনতা আমার অহংকার’ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার (০৯ এপ্রিল) ঢাকাপ্রকাশ-এর কার্যালয়ে প্রতিযোগিতার বিচারক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম এর হাত থেকে বিজয়ীরা পুরস্কার গ্রহণ করে। এসময় উপস্থিত ছিলেন ঢাকাপ্রকাশ-এর প্রধান সম্পাদক মোস্তফা কামাল, ঢাকাপ্রকাশ-এর সহকারী সম্পাদক ড. সারিয়া সুলতানা, হেড অব রিপোটিং আজিজুল পারভেজ এবং ঢাকাপ্রকাশ-এর যুগ্ম বার্তা সম্পাদক জাকির হোসেন।
গত বৃহস্পতিবার (৩১ মার্চ) বিচারক হিসেবে বাছাই করা ছবি থেকে বিজয়ীদের নাম ঘোষণা করেন অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম।
তিনটি গ্রুপে ঘোষিত ফলাফলে, ক গ্রুপে (প্লে থেকে দ্বিতীয় শ্রেণী) প্রথম হয়েছে- ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আফশীন হাসনাইন, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী তাসফিয়া মহিব এবং তৃতীয় হয়েছে হলি চাইল্ড একাডেমির দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রাধিকা মজুমদার।
খ গ্রুপে (তৃতীয় থেকে সপ্তম শ্রেণী) প্রথম হয়েছে, উদয়ন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মির্জা আযান, দ্বিতীয় হয়েছেন ইনস্টিটিউট প্রাইমারি স্কুল, যশোর এর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী লাবিবা জামান লিবা এবং তৃতীয় উদয়ন উচ্চ বিদ্যালয়, ঢাকা এর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মুহাম্মদ তাওসিফ আলম।
গ গ্রুপে (অষ্টম থেকে দশম) প্রথম হয়েছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী মির্জা আদরিতা, দ্বিতীয় হয়েছে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আনিকা আজহার এবং তৃতীয় শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল।
বিজয়ীরা যারা পুরস্কার নিতে আসতে পারেনি তাদের ঠিকানায় কুরিয়ারে পুরস্কার পাঠিয়ে দেওয়া হয়েছে।
স্বাধীনতা দিবস উপলক্ষে গত ১৯ মার্চ ঢাকাপ্রকাশ-এর ফেসবুক পেজে ‘মনের ক্যানভাসে আঁকো তোমার স্বাধীনতা’ থিমকে সামনে রেখে ‘স্বাধীনতা আমার অহংকার’ বিষয়ে স্কুল শিক্ষার্থীদের কাছ থেকে ছবি আহ্বান করা হয়। এরপর অসংখ্যা ছবি আসে ঢাকাপ্রকাশ-এর কাছে। সবগুলো ছবি থেকে বিচারক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম বিজয়ীদের নাম ঘোষণা করেন।
বিচারক প্যানেলে অন্যদের মধ্যে ছিলেন, ঢাকাপ্রকাশ-এর প্রধান সম্পাদক মোস্তফা কামাল, ঢাকাপ্রকাশ-এর সহকারী সম্পাদক ড. সারিয়া সুলতানা এবং ঢাকাপ্রকাশ-এর যুগ্ম বার্তা সম্পাদক জাকির হোসেন।
বিজয়ীদের ছবিগুলো ঢাকাপ্রকাশ-এর শিল্প সংস্কৃতি বিভাগে প্রকাশ করা হবে।