বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গল্প লেখা প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকাপ্রকাশ শিশু-কিশোরদের কাছ থেকে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ নিয়ে গল্প লেখা আহ্বান করে। আমরা অতি আনন্দের সাথে জানাচ্ছি যে ঢাকাপ্রকাশ এ বিষয়ে বিপুল সংখ্যক গল্প এসেছে । এর মধ্য থেকে বিচারকমন্ডলি ১০টি গল্প নির্বাচন করেন।
প্রথম হয়েছেন, আনিকা রাইশা হৃদি, দ্বাদশ শ্রেণি, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। দ্বিতীয় হয়েছেন সুমাইয়া আক্তার আফসানা, দশম শ্রেণি, মনিপুর স্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় হয়েছেন রিহান উর রহমান, ষষ্ঠ শ্রেণি, বিয়াম মডেল স্কুল।
এছাড়া, চতুর্থ তাওহিদা রহমান, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, পঞ্চম পারভেজ মোশাররফ, ষষ্ঠ মো. খায়রুল, সপ্তম তায়েবা ইসলাম মম, অষ্টম নির্ণয় নন্দী, নবম মো. শফিকুল ইসলাম এবং দশম হয়েছেন মো, সিহাব।
পুরস্কার প্রাপ্তদের ঢাকাপ্রকাশ-এর পক্ষ থেকে অভিনন্দন জানানো হচ্ছে। পুরস্কার প্রাপ্তদের ঢাকাপ্রকাশ-এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
গত ৯ মার্চ ঢাকাপ্রকাশ-এর ফেসবুক পেজে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্ম’ বিষয়ে গল্প আহ্বান করা হয়।
এরপর থেকে বিপুল সংখ্যক গল্প আসে ঢাকাপ্রকাশ-র কাছে। সেসব গল্প থেকে ১০টি গল্প বাছাই করে প্রতিযোগিতার মনোনয়ন কমিটি।
মনোনয়ন কমিটির প্রধান ঢাকাপ্রকাশ-এর সহকারী সম্পাদক ড. সারিয়া সুলতানা বলেন, শিশু-কিশোরদের কাছ থেকে বেশ ভালো কিছু গল্প পেয়েছি। অধিকাংশ গল্পই ভালো লেগেছে। অনেক সমৃদ্ধ লেখা পেয়েছি।
বাছাই করা গল্প থেকে লটারির মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত গল্পগুলোর মধ্যে প্রথম তিনটি ঢাকাপ্রকাশ-এর সাহিত্য বিভাগে প্রকাশিত হবে।