দরজা ভেঙে ছাত্রলীগকর্মীকে ছিনিয়ে নিয়ে আনন্দ মিছিল
দরজা ভেঙে ছাত্রলীগকর্মীকে ছিনিয়ে নিয়ে আনন্দ মিছিল। ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের হাতে আটক বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শাহরিয়ার সান নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে দরজা ভেঙে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল করেছেন তার সহপাঠীরা। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলার অভিযোগ রয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। শাহারিয়ার সান আইন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, আটক হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীকে মারধরের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নিরাপত্তা কক্ষে দেড়ঘণ্টা ধরে আটকিয়ে রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে দরজা ভেঙে সেই ছাত্রলীগ কর্মীকে ছাড়িয়ে নিয়ে বিজয় মিছিল করে তার সহপাঠী পরিচয়ধারীরা।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, ‘গত ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ওপর হামলা এবং ১ আগস্ট পুলিশের কাছে শিক্ষার্থীদের ধরিয়ে দেয়ার ঘটনায় করা মামলার আসামি শাহারিয়ার সান। তাকে বিকেল সাড়ে ৫টার দিকে ক্যাম্পাসে পেয়ে সাধারণ শিক্ষার্থীরা ধরে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের নিরাপত্তারক্ষীর কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে তার সহপাঠীরা এসে ওই কক্ষের দরজা ভেঙে তাকে নিয়ে যায়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এটিএম রফিকুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে ফোন করলেও তিনি রিসিভ করেননি।
বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটু ঝামেলা হয়েছে বলে খবর দেয়া হয়। পুলিশ সদস্যরা গেলে তাদের ক্যাম্পাসে ঢুকতে দেয়া হয়নি। পরে আর তাদের কিছু জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।