সংস্কারের আগে ডাকসুর নির্বাচন নয়: ঢাবি ছাত্রদল
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্রে ১৮টি এবং হল সংসদে ২২টি সংস্কার প্রস্তাবসহ মোট ৩৭৭টি সংস্কার প্রস্তাবনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে এসব সংস্কার প্রস্তাব জমা দেওয়ার পর ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
তিনি বলেন, "ডাকসুর বিদ্যমান গঠনতন্ত্র রেখে ছাত্রদের রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়।"
এ বিষয়ে তিনি আরও জানান, চব্বিশ পরবর্তী ডাকসু নির্বাচনে ছাত্রদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটার তালিকা, কার্যাবলি, উপদেষ্টা পরিষদ এবং নির্বাহী পরিষদের সংস্কারের পাশাপাশি নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রস্তাবনা দিয়েছে সংগঠনটি।
তাছাড়া, ডাকসুর গঠনতন্ত্রে নারী সহ-সভাপতি এবং সহ-সাধারণ সম্পাদক পদ সৃষ্টি ছাড়াও পাঁচটি নতুন সম্পাদক পদের সংযোজনের সুপারিশ করেছে ছাত্রদল।
সংবাদ সম্মেলনে নাহিদুজ্জামান শিপন বলেন, "আমরা চাই ডাকসুর নির্বাচনী প্রক্রিয়া হবে সবার জন্য সমান সুযোগদানের ক্ষেত্র। তাই এসব সংস্কার ছাড়া নির্বাচনের পরিবেশ তৈরি সম্ভব নয়।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এসব প্রস্তাবনার বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।