বুধবার, ২০ নভেম্বর ২০২৪ | ৫ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

জাবি ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় আফসানা করিম রাচি নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১ম বর্ষের (৫৩ ব্যাচ) শিক্ষার্থী বলে জানা গেছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে ক্যাম্পাসের শহীদ মিনার সংলগ্ন নতুন কলাভবনের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটেছে।

আফসানা করিম বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। তার নিজ বাড়ি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় অবস্থিত। তার পিতার নাম মো. রেজাউল করিম।

একাধিক প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যার দিকে কলা ভবনের সামনের রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আফসানা করিম। এসময়, হঠাৎ দ্রুতগামী একটি ব্যাটারি চালিত রিকশা তাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে মাথায় ও মুখে গুরুতর আঘাত পান আফসানা। পরবর্তীতে তাকে উদ্ধার করে জাবির কেন্দ্রীয় মেডিকেল সেন্টারে নিলে কর্তব্যরত চিকিৎসক এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল অফিসার ডা. শামসুর রহমান বলেন, আফসানাকে গুরুতর আহত অবস্থায় আমাদের মেডিকেলে আনা হয়। তার অবস্থার অবনতি দেখে আমরা এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, আমি এ মুহূর্তে সাভারের এনাম মেডিকেলে এসেছি। ডাক্তারের কাছ থেকে বিস্তারিত জেনে তারপর মৃত্যুর বিষয়টি বলতে পারবো।

তবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মার্কেটিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আরিফুল হক বলেন, আমরা তার মৃত্যুর বিষয়টি হাসপাতালে এসে নিশ্চিত হয়েছি। তার মৃত্যুর সময়সহ বিস্তারিত ব্যাপারে মেডিকেল রিপোর্ট হাতে পেলে জানাতে পারবো।

এদিকে, আফসানার মৃত্যুর ঘটনা তদন্ত সাপেক্ষে জড়িত রিকশা চালকের শাস্তির পাশাপাশি ক্যাম্পাসের যান চলাচল নিয়ন্ত্রণ, সড়ক উন্নয়ন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ওইদিন রাত ৯ টার দিকে বিক্ষোভ মিছিল বের করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Header Ad

ঢাকার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

রাজধানীর ইসলামবাগ, রহমতগঞ্জ, লালবাগ, লাকশাম বাজার এবং চান্দিরঘাটসহ আশপাশের এলাকাগুলোতে বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লালবাগ ডিপিডিসি সাব-স্টেশনসংলগ্ন এলাকাসহ আশপাশের অঞ্চলের সব ধরনের গ্রাহক এই সময়ে গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত হবেন। পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে।

গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে, এই সময়ের মধ্যে যেন বিকল্প ব্যবস্থা গ্রহণ করে নিজেদের দৈনন্দিন কাজ চালিয়ে নেন। গ্যাস সংক্রান্ত এই কাজ শেষ হলে পুনরায় স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Header Ad

বিয়ের ২৯ বছর পড় সংসার ভাঙল এ আর রহমানের

ছবি: সংগৃহীত

চলতি বছরের একেবারে শেষ প্রান্তে এসে মন খারাপ করা খবর শোনালেন কিংবদন্তি সংগীতশিল্পী এ আর রহমান। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ হলো উপমহাদেশের বিখ্যাত সুরকার ও সংগীতশিল্পী এ আর রহমানের। স্ত্রী সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বলিউডের এ গায়ক। আর তার দাম্পত্য জীবনের এই দুঃসংবাদে উদ্বিগ্ন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

এদিকে মা-বাবার বিচ্ছেদের খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন গায়কের ছেলে এ আর আমীন। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও টিভির প্রতিবেদনে অনুযায়ী সবার প্রতি একটি আহ্বান জানিয়েছেন তারকপুত্র।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক স্টোরিতে অস্কারজয়ী গায়কের ছেলে লিখেছেন, ‘আমাদের এই সময় পরিবারের যাবতীয় গোপনীয়তাকে সম্মান করার জন্য আপনাদের সবার প্রতি অনুরোধ করছি। বিষয়টি বুঝতে পারার জন্য সবাইকে ধন্যবাদ।’

এর আগে এ আর রহমানের স্ত্রী সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ মঙ্গলবার তাদের এই বিচ্ছেদের ঘোষণা দেন। তিনি জানান, বিয়ের দীর্ঘদিন পর সায়রা বানু তার স্বামী এ আর রহমানের কাছ থেকে আলাদা হওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। নানা মানসিক চাপের কারণেই এই সিদ্ধান্তে এসেছেন তারা।

আইনজীবী বন্দনা শাহ আরও জানান, তাদের একে অপরের প্রতি গভীর ভালোবাসা থাকার পরও তারা দাম্পত্যজীবনে উত্তেজনা ও জটিলতা খুঁজে পেয়েছেন। যা একটি অপ্রতিরোধ্য ব্যবধান তৈরি করেছে। আর এ সময় কোনো পক্ষই সম্পর্ক টিকিয়ে রাখতে মেল বন্ধন করতে সক্ষম নয়। এ অবস্থায় সায়রা বানু জনসাধারণের কাছ থেকে গোপনীয়তা এবং বিষয়টি বুঝতে পারার জন্য আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ১৯৯৫ সালে গাঁটছড়া বাঁধেন সায়রা বানু ও সংগীতশিল্পী এ আর রহমান। প্রায় তিন দশকের দাম্পত্যজীবনে তাদের সংসারে এসেছে এক ছেলে ও দুই মেয়ে।

Header Ad

জেরল্ড কুটসিয়াকে আইসিসির তিরস্কার

ছবি: সংগৃহীত

আইসিসির আচরণবিধি ভাঙার দায়ে শাস্তি পেয়েছেন সাউথ আফ্রিকার তরুণ ক্রিকেটার জেরাল্ড কুটসিয়া। আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করায় দক্ষিণ আফ্রিকান পেসারকে তিরস্কার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।

কুটসিয়ার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। তার সঙ্গে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস ও ওমানের পেসার সুফিয়ান মেহমুদকেও শাস্তি দেওয়ার কথা মঙ্গলবার জানায় আইসিসি।

আচরণবিধি ভাঙার দায়ে এডওয়ার্ডস ও সুফিয়ানকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। এডওয়ার্ডসের নামের পাশে দুটি ও সুফিয়ানের নামে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

ভারতের বিপক্ষে গত শুক্রবার চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কুটসিয়া। ওয়াইড দেওয়ায় আম্পায়ারকে উদ্দেশ্য করে অনুপযুক্ত মন্তব্য করে বসেন তিনি।

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে নিজের ভুল স্বীকার করে নেন কুটসিয়া। তাতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

এডওয়ার্ড ও সুফিয়ানকে শাস্তি দেওয়া হয়েছে ওমান ও নেদারল্যান্ডসের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টিতে আচরণবিধি ভাঙার কারণে। গত শনিবারের ওই ম্যাচে দুই দফায় শৃঙ্খলা ভাঙেন এডওয়ার্ডস। তাকে এলবিডব্লিউ দিলে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করেন তিনি। ব্যাট দেখিয়ে বোঝানোর চেষ্টা করেন, বল ব্যাটে লেগেছে। পরে মাঠ ছাড়ার সময় নিজের ব্যাট ও গ্লাভস ছুঁড়ে মারেন তিনি।

আর তেজা নিদামানুরুকে আউট করে ব্যাটসম্যানের সামনে গিয়ে ড্রেসিং রুমে চলে যাওয়ার ইশারা দেন সুফিয়ান। যা আইসিসির আচরণবিধি লঙ্ঘন।

Header Ad

সর্বশেষ সংবাদ

ঢাকার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার
বিয়ের ২৯ বছর পড় সংসার ভাঙল এ আর রহমানের
জেরল্ড কুটসিয়াকে আইসিসির তিরস্কার
জাবি ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
মুক্তিযুদ্ধে জামায়াতের ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবো : ডা. শফিকুর রহমান
৭৪ দেশকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ
রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে এখনই নির্বাচন দেয়া হবে: ড. ইউনূস
মেসির রেকর্ডে আর্জেন্টিনার জয়, হতাশায় বছর শেষ ব্রাজিলের
সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে ইসি অনুসন্ধান কমিটির সাক্ষাৎ
বছরের শেষ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা: ভোরে জমজমাট লড়াই
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত: সাত দিনের মধ্যে কমিটি গঠনের আশ্বাস
যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা
দুই লাখ কর্মী নেবে জার্মানি: নতুন সুযোগ অভিবাসনপ্রত্যাশীদের জন্য
সশস্ত্র বাহিনী দিবসে আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান
এবার বাংলাদেশ ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকে তলব
প্রকাশ্যে এল নুসরাতের প্রাক্তনের প্রেম ও প্রেমিকা
নামের আগে উপাধি ব্যবহার না করার অনুরোধ তারেক রহমানের
হাসান মুরাদের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের দাপট
টাকার সংকটে বেক্সিমকোর ২৪ কারখানা বন্ধ: শ্রমিকদের বেতন পরিশোধ অনিশ্চিত
হাতে হাত রাখা সেই যুবককে প্রকাশ্যে আনলেন পরীমণি