চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের গল্প করি...
লেখা ও ছবি : জুনায়েদ খান, প্রতিনিধি
৫২ বছরের পুরোনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ। এই বিভাগের সাবেক ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যা অ্যালামনাই অ্যাসোসিয়েশন।’
১৫ এপ্রিল শহরের একটি অভিজাত রেস্তোরাতে বাংলাদেশ ও সারা বিশ্বের নানা জায়গাতে কর্মরত কৃতি এই পদার্থবিদদের মিলনমেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। বিভাগের সাবেক ছাত্র, ছাত্রীরা তাদের বিভাগ, বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের নাম উজ্জ্বল করা কৃতি, বড় ভাই, বোন ও বন্ধুদের সম্মানিত করেছেন।
তারা হলেন প্রিমিয়ার ইউনিভাসিটি, চট্টগ্রামের উপ-উপাচার্য এবং বিভাগের অধ্যাপক ড. কাজী শামীম সুলতানা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান ও বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের উপ-সচিব ও বিভাগের সাবেক ছাত্র, বিসিএস ক্যাডার খোরশেদ আলম খান। তারাসহ সবাই অনেক বছর পর একে, অন্যকে দূর-দূরান্ত থেকে পেয়ে খুশিতে আটখানা হয়েছেন। সবার খোঁজ নিয়েছেন সবাই, কে কোথায় কী করছেন জেনেছেন। কারো কোনো সমস্যা আছে কী না আলাপ করেছেন। এর বাদেও বিশ্ববিদ্যালয়ের খবর নিয়েছেন। তাদের বিভাগের নানা সাফল্য ও সমস্যা এবং সংকট এবং উত্তোরণের পথ নিয়ে আলোচনা হয়েছে। এই অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদাথবিদ্যা বিভাগের সাবেক ছাত্র, ছাত্রীদের সংগঠনটি প্রিয় বিভাগকে দুটি এসি উপহার দিয়েছেন।
এই ‘গুণীজন সংবধনা ও ইফতার মাহফিল’র শুরুটি হয়েছে বিকেল পাঁচটায়। চট্টগ্রাম শহরের একটি রেঁস্তোরাতে আয়োজন করা হয়েছে মিলনমেলাটির। সেজন্য দেশ-বিদেশ থেকে আগের ছাত্র, ছাত্রীরা স্ত্রী, ছেলেমেয়েদের নিয়ে এসেছেন। কেউ এসেছেন একা। তাদের অনেকদিনের শখ পূরণ করতে পেরে অ্যালামনাই অ্যাসোসিয়েশের সদস্যরা খুব খুশি হয়েছেন বলেছেন সাধারণ সম্পাদক এ.এইচ.এম. হাবিবুল্লাহ। তারা আরো খুশি হয়েছেন নিজের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পেয়ে। ইতিহাসে প্রথম নারী উপাচার্য ও বাংলার কৃতি অধ্যাপক ড. শিরীণ আখতার প্রধান অতিথি হয়েছেন। এসেছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক উপ-উপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে। আরো ছিলেন তাদের বিভাগের সভাপতি বা চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোয়াজ্জেম হোসেন মিয়া। রজতজয়ন্তী পার করা এই বিভাগের অসাধারণ আয়োজনের সভাপতি ছিলেন বতমান সভাপতি ও বিভাগের অন্যতম অধ্যাপক অধ্যাপক ড. দিল আফরোজ বেগম। সাবেক ছাত্রদের অন্যতম, বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম. মাঈনুল হক মিয়াজি ও চট্টগ্রামের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি)’র অধ্যক্ষ আহসানুল হাবিব উপস্থাপনা করেছেন।
প্রধান অতিথি হিসেবে উপাচায অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, ‘আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগটিই বাংলাদেশে সবচেয়ে বড় বিভাগ। মোট ৮৫ জনের মধ্যে ৬৩ জন গবেষণা ও প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী। আপনাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনটি অত্যন্ত মানসম্পন্ন ও শক্তিশালী। দেশে-বিদেশে সবাই কাজ করছেন। আপনাদের মতো গুণীজনরা যখন বিভাগের গুণীদের সম্মান জানান, তখন একটি মহৎ কাজ হয়। আপনারা সবাই নিজের ক্ষেত্রে সফলদের সম্মান জানালেন। যাদের আদর্শ অনুসরণ করে আজকের ও আগামী দিনের মানুষরা আলোকিত ও জ্ঞানী এবং বিজ্ঞানী হয়ে উঠতে পারবে।’
গুণীজন সংবধনা ও প্রীতি সাক্ষাতের এই অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদাথবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র, ছাত্রীদের অনেকে উপস্থিত ছিলেন।
ওএস।