চবি উপাচার্যের বাসভবনের মূল ফটকে শিক্ষার্থীদের অবরোধ
সিএনজিচালকের হাতে মারধরের শিকার ও শাটল ট্রেনে ছাত্রীর যৌন হয়রানি বন্ধে চক্রাকার শাটল বাস চালুর দাবিতে উপাচার্যের বাসভবনের মূল ফটক অবরোধ করে রেখেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ দাবিতে মূল ফটকের সামনের রাস্তায় বসে স্লোগান দিতে দেখা যায় চবির অর্ধশতাধিক শিক্ষার্থীকে।
এর আগে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকাল ৫টার দিকে এক ছাত্রকে মারধর করার প্রতিবাদে জিরো পয়েন্টের ফটকে তালা দেন ছাত্রলীগের উপ-গ্রুপ সিএফসির কর্মীরা। এ সময় রেলক্রসিং এলাকা থেকে একটি সিএনজি জব্দ করে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন ছাত্রলীগ কর্মীরা। পরে রেলক্রসিংয়ে প্রায় ৩০ শিক্ষার্থীকে রড ও বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করে সিএনজি চালকরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সিএনজি চলাচল বন্ধ করে দেন তারা। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে চক্রাকার বাস চালুর দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে চক্রাকার বাস থাকলে শিক্ষার্থী হয়রানি বন্ধ হবে। বাস চালু হলে কর্তৃপক্ষকে ভর্তুকি দিতে হবে না। আমরা নিজেদের টাকায় বাস ব্যবহার করব। আমরা চাই না সিএনজিচালক কর্তৃক আমাদের সহপাঠী কেউ মারধরের শিকার হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ইয়াসিন মাহমুদ চয়ন বলেন, আমাদের একটাই দাবি ক্যাম্পাসে একটা চক্রাকারে শাটল বাস চাই, যাতে কোনও শিক্ষার্থীর হয়রানি ও মারধরের শিকার হতে না হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গোলাম কুদ্দুস লাভলু বলেন, আমরা শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আশা করছি অতি সত্ত্বর বাস দেওয়া হবে ক্যাম্পাস থেকে নিউমার্কেট পর্যন্ত। আর নিরাপত্তার জন্য হয়তো ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ও চক্রাকারে বাস চালু করতে পারব। পরবর্তী আপডেট তথ্য আমরা আগামীকাল সিএনজি সমিতি ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে ঘোষণা করব।
এসআইএইচ