বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ | ১১ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

রবীন্দ্রনাথ বুঝি না

রবীন্দ্রনাথের কিছুই বুঝি না। এটা আমি মোটেও বিনয় করে, কিংবা কাব্য করে বলছি না। প্রথম কথা, রবীন্দ্রনাথ পড়ি নাই বললেই চলে। এত বেশি লিখেছেন যে তার চিঠিপত্রগুলো পড়েই তো শেষ করা যাবে না। কিন্তু যা লিখেছেন, তার শতকরা একভাগও পড়িনি। গান বেজে চলে। যতক্ষণ শুনি, রবীন্দ্রসংগীতই তো শুনি। শুনি, কথাই শুনি। কিন্তু প্রায়ই প্রথম লাইনটা আর সুরটাই কানে যায়, আর কিছু না। অন্তত আজকের দিনে তার যে গানটা প্রথম বাজবে, সেটার কথা বের করে পড়ব। আমাদের আলতাফ শাহনেওয়াজ দেখলাম, তার ফেসবুক স্টাটাসে লিখেছেন, সেলিম আল দীন তাঁকে বলেছিলেন গীতবিতান পড়তে।
তবে তা-ই করি। যে-গানটা বাজছে, সেটা বের করে পড়ে ফেলি। ইন্টারনেট থাকায় সুবিধা, গীতবিতান পড়তে হয় না।
আমার আপন গান আমার অগোচরে আমার মন হরণ করে,

নিয়ে সে যায় ভাসায়ে সকল সীমারই পারে॥
          ওই-যে দূরে কূলে কূলে ফাল্গুন উচ্ছ্বসিত ফুলে ফুলে--
              সেথা হতে আসে দুরন্ত হাওয়া, লাগে আমার পালে॥
কোথায় তুমি মম অজানা সাথি,
     কাটাও বিজনে বিরহরাতি,
          এসো এসো উধাও পথের যাত্রী--
                   তরী আমার টলোমলো ভরা জোয়ারে॥

এই গানটা বাজল। গানের কথার পেছনে কান ছুটছে,আর বাংলা টাইপ করে গুগল করছি। গানটাকে ধরা গেল ইন্টারনেটে।
বলছিলাম, রবীন্দ্রনাথ বুঝি না।এই গানটারও কিছুই বুঝলাম না। নিজের গান নিজের অগোচরে নিজের মন হরণ করে সকল সীমার পারে ভাসায়ে নিয়ে যাচ্ছে! ঘটনা কী ! আবার কূলের বসন্তের হাওয়া এসে আবার আমার পালেই লাগে। এ কী তিনি তার মঙ্গলময় ঈশ্বরকে বলছেন? নাকি প্রেমিকাকে বলছেন? এদিকে তার তরী ভরা জোয়ারে টলমল। যে জন বিরহের রাত কাটাচ্ছে বিজনে, তাকেই বলছেন উদ্ধার করতে। এই জোয়ার কি বিপদের জোয়ার, নাকি যৌবনের জোয়ার? আর মিলের রাজা রবীন্দ্রনাথ কেন 'পালে' আর 'যাত্রী' দুটো চরণের শেষ শব্দ কোনো মিল ছাড়া ছেড়ে দিলেন, সেও এক প্রশ্ন বটে।

বলছিলাম,রবীন্দ্রনাথ পড়া হয়নি। তারওপরেও যা পড়েছি, যা শুনেছি, তার কিছুই বুঝিনি। ধরা যাক, সবচেয়ে বেশিবার শুনেছি এবং গেয়েছি, গাইতে গাইতে অনেকবার চোখ ভিজে গেছে, নিজের কাছে নিজেই তা গোপন করেছি, সেই গানটার প্রথম লাইনটা:
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি!

এই লাইনটার মানেই কি বুঝি? 'আমার' কী? 'সোনার' কী? 'বাংলা' কী? 'সোনার বাংলা' কী? 'আমার সোনার বাংলা' কী? আমি কী? আমি কে? আমি কারা? তোমায় কী? তুমিটা কে? কোন তুমি? ভালোবাসি কী? সখি, ভালোবাসা কারে কয়?
টাইফয়েডে ভুগছিলাম। ২১ দিন পেরিয়ে গেছে। এবার সেরে না ওঠা অযৌক্তিক। সেরে উঠেছি কিনা, এটার একটাই প্রমাণ আমার কাছে আছে, আমি লিখতে পারছি কিনা। আজ শুক্রবার। প্রথম আলোয় আমার লেখা নেই। বুঝতেই পারছেন, মনের মধ্যে এখনো জোর পাই না। কমজোরি আছি। বাম চোখটা কী কারণে জানি না, বোধ হয়, মাস্কের খোচা খেয়েছিলাম, দিন পাঁচেক ধরে আধেকটা লাল হয়ে আছে। চোখ পীড়িত, লিখতে বসে তাকে আর পীড়া দিতে চাই না।কিন্তু পড়তে শুরু করেছি। কাল সারা দিনে মুরাকামির একটা গল্প পড়লাম 'আফটার দি  আর্থকোয়েক' বই থেকে, দ্য হানিপাই গল্পটার নাম। এমনিতেই কোরোনায় বাঁচি না। তারওপর ভূমিকম্পের পরের মনখারাপ করা সময়ের গল্প। এর চেয়ে শিবরাম পড়া যেতে পারে। হাসান আজিজুল হকের ভূমিকা আছে, হায়াৎ মামুদের সম্পাদিত। কয়েকটা পড়ি। নিজের অসুখ উপলক্ষে কন্যার ঘরে আছি, ওর বইয়ের তাক থেকে নামাই 'রিডিং লাইক আ রাইটার।' এটা পড়তে থাকি। কে উপন্যাস কীভাবে শুরু করেছেন, প্রথম অনুচ্ছেদ থেকে তুলে ধরে তার বাক্য, শব্দ, কর্তা, বিশেষণ, ক্রিয়াবিশেষণগুলোকে নিরীক্ষা করা। ভালো লাগে। ইংরেজিতে এই ধরনের বই দিয়ে বাজার ভরা। আমার নিজের কাছেই,মেরিনার আর পদ্যর থেকে পাওয়া, অন্তত বিশটা এ-ধরনের বই আছে। কিন্তু বাংলায় এ ধরনের বই নাই বললেই চলে। সাকল্যে ঘুরে ফিরে কেবল সৈয়দ শামসুল হক। 'রিডিং লাইক আ রাইটার-এর লেখক (লেখিকা) ফ্রান্সিস প্রোজ। নিজে উপন্যাস লেখেন, আর বিশ্ববিদ্যালয়ে ক্রিয়েটিভ রাইটিং পড়ান। নিজের জীবনের গল্প বলতে বলতেই উপন্যাসের গঠনশৈলী নিয়ে আলোচনা করছেন। করতে গিয়ে বলছেন, একটা সময়ে, শিক্ষার্থী হিসেবে তিনি দেখতে লাগলেন, তাদের শিক্ষকেরা মার্কসবাদী, ডিকনস্ট্রাকশনবাদী, নারীবাদী, এই রকমভাবে কোনো না কোনো বাদে নিজেরা দীক্ষিত, শিক্ষার্থীদেরও যার যার বাদে দীক্ষা দেবার চেষ্টা করছেন, এবং পৃথিবীর সব সাহিত্যকে এই বাদের কাচের ভেতর দিয়ে দেখছেন। লেখক নিজে ছোটবেলা থেকেই বই পড়েন, কোথায় গেল তার সেই বই পড়ে আনন্দ পাওয়ার নিষ্পাপ দিনগুলো, এ আমি কোন পৃথিবীতে এসে পড়লাম, ভেবে তিনি বিশ্ববিদ্যালয় ছাড়লেন।

আজকাল, বিশেষ করে, জ্বরগ্রস্ত দিনগুলোয় খুব মন খারাপ করে থাকি। বোধ হয়, ফেসবুক কিংবা ইন্টারনেট না থাকলে এত দমিত থাকতাম না। মন খারাপ করে মনে হয়, সমাজসংসার ছেড়ে কোনো নির্জনদ্বীপে গিয়ে একা একা থাকতে পারব কিনা। ঈশ্বরচন্দ্র শর্মা শেষ জীবনে বাঙালিদের ত্যাগ করে সাঁওতালপাড়ায় গিয়ে থাকতেন। ফেসবুক সূত্রে নানা লেখা পড়ে, নানা মত পড়ে একদম দমে যাই। আমাদের লেখকবন্ধু মশিউল আলম ফেসবুকে লিখেছিলেন, 'বিদ্যা ও আনন্দ-কোনো শব্দেই কোনো সাম্প্রদায়িকতা নাই। সাম্প্রদায়িকতার ভেদবুদ্ধি কাজ করে দুষ্ট লোকদের মগজে। ওখানেই সমস্যা।' কিন্তু যাদের লেখা পড়ে মন খারাপ করছি, এরা দুষ্টু লোক, তা আমার মনে হয় না। আমি এঁদের লেখা বিলক্ষণ পছন্দ করি। তাঁরা আমার বিপদের বন্ধু, সম্পদেরও বন্ধু। কিন্তু বন্ধুর মনের মধ্যে কোথায়ও লুকোনো একটা ভেদবুদ্ধি যেন ঝরা পাতার আড়ালে লুকিয়ে থাকা একটা গেছোব্যাঙের মতো হঠাৎ নড়ে উঠল।
ফিরিয়ে দাও আমাদের সেই নিষ্পাপতার কাল। যখন আমরা রবীন্দ্রনাথ, কিংবা রুমি নিষ্পাপ আনন্দে পড়তে পারব!

ওই রিডিং লাইক আ রাইটার পড়তে পড়তে গিয়ে মনে হলো, আমার জ্বর আসবার আগে আমি মিলান কুন্ডেরার আরেকটা উপন্যাস অনুবাদ করতে শুরু করেছিলাম। সেটার নাম কী? সেই লেখাগুলো কোথায়? নিজের লাইব্রেরিতে গিয়ে বইটা খুঁজে আনি, ইগনোর‌্যান্স। সার্থক একটা নাম--আমার সম্পর্কে লিখেছে। দুটো চ্যাপ্টার অনুবাদ করেছিলাম। আছে তো? খুঁজে বের করি।

কয়েক পৃষ্ঠা পড়ি। কুন্ডেরার কায়দা মুখস্থ হয়ে গেছে। মার্কেসের পর হয়তো কুন্ডেরাই সবচেয়ে বেশি পড়েছি। কী করা যায়? পদ্যর বইয়ের তাকে ঢুঁ মারি। ঈশ্বরচন্দ্রের 'বেতাল পঞ্চবিংশতি' পাই। তার ভূমিকাগুলো পড়তে থাকি। ঈশ্বরচন্দ্র ভূমিকায় ঝগড়া করছেন। মদনমোহন তর্কালংকারের জামাতার  সঙ্গে, কারণ মদনমোহনের জীবনীতে জামাতা দাবি করেছেন, এই বেতাল পঞ্চবিংশতি  বইটা মনদমোহন এতটাই ঘষামাঁজা করে দিয়েছেন সেটা দুজনের রচনা হয়ে দাঁড়িয়েছে এবং সংস্কৃতি কলেজের অধ্যক্ষ পদে মদনমোহনই বসিয়েছেন ঈশ্বরচন্দ্রকে। এরপর খুঁজে পেলাম সেই বইটা, যেটা নিয়ে শুতে গেলে রাতে ভালো ঘুম হবে। তপনরায় চৌধুরীর রোমন্থন অথবা ভীমরতিপ্রাপ্তর পরচরিতর্চা। আল্লাহ বাঁচালেন। তপনরায় চৌধুরী লিখেছেন, গম্ভীর প্রকৃতির সদ্ব্যক্তির জন্য অনেক ভাল বই আছে।Nicomachean Ethics, Principia Mathematica, Das Capital, মোহমুদগর, আরও কত। সাম্প্রতিকদের মধ্যে Foucault, Lacan, Derrida ( যে দাদা কলকাতা শহরে একটু দেরিতে পৌঁছেছেন।)

জানালা দিয়ে বাইরে তাকাই। কত ধরনের গাছ। একই প্রজাতির দুটো গাছ, কিন্তু মিলের সঙ্গে অমিলও কত। পৃথিবীর কোনো দুজন মানুষের আঙুলের ছাপ কোনোদিনও মিলবে না। মানুষ তো প্রত্যেকেই আলাদা। হবেই। কেউ দেরিদা পছন্দ করবেন। কেউ করবেন না।
আমার প্রিয় লেখক মার্কেস তাত্ত্বিকদের সম্পর্কে বলেছেন, চারকোনা গর্তে তারা গোল পেরেক ঢোকাতে চায়।
GARCÍA MÁRQUEZ
Exactly. Chiefly because I cannot really understand them. That’s mainly why I have to explain most things through anecdotes, because I don’t have any capacity for abstractions. That’s why many critics say that I’m not a cultured person. I don’t quote enough.
INTERVIEWER
Do you think that critics type you or categorize you too neatly?
GARCÍA MÁRQUEZ
Critics for me are the biggest example of what intellectualism is. First of all, they have a theory of what a writer should be. They try to get the writer to fit their model, and if he doesn’t fit, they still try to get him in by force. I’m only answering this because you’ve asked. I really have no interest in what critics think of me; nor have I read critics in many years. They have claimed for themselves the task of being intermediaries between the author and the reader. I’ve always tried to be a very clear and precise writer, trying to reach the reader directly without having to go through the critic.

কিন্তু আমার তাত্ত্বিকদের ভালো লাগে। আমি তাঁদের খুব শ্রদ্ধা করি। বিদ্বান লোককে শ্রদ্ধা করি। বিদ্বান এবং বুদ্ধিমানদের খুবই সমীহ করি। তারপরেও বলি, যারা সৌন্দর্য সৃষ্টি করেন, আনন্দ দেন, তাদেরকে আমার ভালো লাগে সবচেয়ে বেশি। মানে শিল্পীদের। যখন গরমের ছুটিতে গ্রামের বাড়ি যেতাম, খাঁ খাঁ রোদ, দুপুর ঝিম ধরে আছে, দূরে আমগাছের ছায়ায় বসে কেউ একজন বাঁশি বাজাচ্ছে। শুনে মন কেমন করত! ওই বাঁশির তো কানো মানে হয় না। সুরের। কিন্তু যারা পারেন, তারা তো জাদুকরের চেয়েও ঐন্দ্রজালিক ক্ষমতা রাখেন বেশি।
রবীন্দ্রনাথে এসে সাহস পেলাম।
তিনি বলেছেন:'কিছু-একটা বুঝাইবার জন্য কেহ তো কবিতা লেখে না। হৃদয়ের অনুভূতি কবিতার ভিতর দিয়া আকার ধারণ করিতে চেষ্টা করে। এইজন্য কবিতা শুনিয়া কেহ যখন বলে “বুঝিলাম না’ তখন বিষম মুশকিলে পড়িতে হয়। কেহ যদি ফুলের গন্ধ শুঁকিয়া বলে “কিছু বুঝিলাম না’ তাহাকে এই কথা বলিতে হয়, ইহাতে বুঝিবার কিছু নাই, এ যে কেবল গন্ধ।'

বলছিলাম রবীন্দ্রনাথ পড়িনি। এবং বুঝিও না। যাও হয়তো দূরাগত বাঁশির সুরের মতো কিছু বুঝি না বুঝি একটা ব্যথা পাই, ভালো লাগে, পণ্ডিতদের লেখা পড়তে গেলে, আজকালকার ফেসবুকের গুণে সহজপ্রাপ্য, সব ভালো লাগা পালানোর জন্য জানালা খোঁজে।
কিন্তু সৌন্দর্য সৃষ্টি করার, আনন্দ সৃষ্টি করার পেছনে মানুষ তো কাজ করেই। আমার ছোটভাই দেখি ক্যামেরা নিয়ে সুন্দর সুন্দর ছবি তোলে। ফেসবুকে পোস্ট করে। মেরিনাও মোবাইল ফোনে ছবি তোলেন। আমাদেরই বারান্দায় আমাদেরই নারকেলগাছের মতো পাতাওয়ালা টবের গাছের ছায়া আমাদের বারান্দার ছাদে কোন আলো থেকে যে গিয়ে পড়ে। মেরিনা তার ছবি তোলেন।
আমি আজকের দিনটায় কী করব? পদ্যর বইয়ের তাকের ওপরের তাক থেকে কষ্ট করে নামিয়েছি খাপড়ছাড়া। খাপছাড়া পড়ব।
সহজ কথায় লিখতে আমায় কহ যে,
সহজ কথা যায় না লেখা সহজে।
পরের পৃষ্ঠায়:
লেখার কথা মাথায় যদি জোটে
তখন আমি লিখতে পারি হয়তো।
কঠিন লেখা নয়কো কঠিন মোটে,
যা-তা লেখা তেমন সহজ নয় তো।

মজার ওপরে ডাবল মজা হলো, পাতায় পাতায় আঁকা রবীন্দ্রনাথের ছবিগুলো। আজ আমি এই খাপছাড়া পড়ব। আর এর ছবিগুলো দেখব। এই হলো আমার পঁচিশে বৈশাখ উদযাপন।
ডাকঘরটাও আলাদা বই পেলাম। অনেকবার পড়েছি। আরেকবার পড়ব। আমার তো এখন অমলের মতো অবস্থা।

লেখক: কথাসাহিত্যিক

Header Ad
Header Ad

সংবাদমাধ্যমের গাড়িতে বোমা হামলায় ৫ সাংবাদিক নিহত

ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজায় পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। ভূখণ্ডটির একটি হাসপাতালের পাশে ইসরায়েল হামলা চালালে প্রাণ হারান তারা। নিহত হওয়ার সময়ও ওই সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

এদিন আলজাজিরার সাংবাদিক আনাস আল-শরিফ জানান, আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা নুসাইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে ঘটনাবলী কভার করার সময় তাদের সম্প্রচার ভ্যানটি ইসরায়েলি বিমান হামলার শিকার হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনাস্থলের ফুটেজে একটি গাড়িকে আগুনে জ্বলতে দেখা গেছে।

নিহত সাংবাদিকদের নাম ফাদি হাসুনা, ইব্রাহিম আল-শেখ আলি, মোহাম্মদ আল-লাদাহ, ফায়সাল আবু আল-কুমসান এবং আইমান আল-জাদি বলে জানানো হয়েছে।

কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ঘটনাস্থল থেকে বেসামরিক প্রতিরক্ষা দলগুলো ভুক্তভোগীদের মরদেহ উদ্ধার করেছে এবং আগুন নেভানোর কাজ করেছে। তবে এ বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

চলতি মাসের শুরুতে সাংবাদিকদের সুরক্ষা কমিটি (সিপিজে) এক সপ্তাহের ব্যবধানে ইসরায়েলের হামলায় চার ফিলিস্তিনি সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশটিকে সংবাদমাধ্যমের কর্মীদের ওপর হামলার জন্য জবাবদিহির আওতায় আনার আহ্বানও জানিয়েছে।

সিপিজে অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ১৪১ সাংবাদিক নিহত হয়েছেন।

Header Ad
Header Ad

সচিবালয়ে আগুনের ঘটনায় যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস কর্মীদের অক্লান্ত প্রচেষ্টায় আজ সকালে তা নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ প্রতিক্রিয়া জানান।

আসিফ মাহমুদ লিখেছেন, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি।’

তিনি আরও লিখেছেন, ‘আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে, তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।’

সবশেষে উপদেষ্টা লিখেছেন, ‘এই মুহূর্তে আছি নীলফামারিতে, যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি।’

এর আগে বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এর মিনিট দুয়েক পরই সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে একে একে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়। এরপর ছয় ঘণ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন। তার নাম সোহানুজ্জামান নয়ন। জানা গেছে, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহানুজ্জামান নয়ন আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Header Ad
Header Ad

সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্তের পর জানা যাবে এটা নাশকতা কি না।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় তিনি সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে এসব কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগুন লাগে ষষ্ঠতলায়। আমাদের ফায়ার সার্ভিসে রাত ১টা ৫২ মিনিটে খবর দেওয়া হয়, তারা ১টা ৫৪ মিনিটে কাজ শুরু করে। সকাল আটটা পাঁচ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় আমাদের ফায়ার ফাইটারের একজন শাহাদাত বরণ করেছেন। তিনি দুর্ঘটনায় মারা গেছেন। তিনি একটি পাইপ নিয়ে সচিবালয় থেকে বের হয়েছিলেন। এ সময় একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে তাকে আহত করেন। পরে তিনি মারা যান। তার সঙ্গে আরো দুই থেকে তিনজন আহত হয়েছেন। তারা সবাই সুস্থ আছেন।

আগুনটা ছয়তলায় লেগেছে। সেটা উপরের দিকে গেছে, নিচে আসেনি বলে জানান উপদেষ্টা।

তিনি বলেন, আগুনের ঘটনা তদন্তে আমরা একটি কমিটি গঠন করে দিচ্ছি। কেবিনেট সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে। হাই পাওয়ারের একটি তদন্ত কমিটি করার জন্য বলে দেওয়া হয়েছে।

কোনো ষড়যন্ত্র বা নাশকতা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত করার আগে আমরা এটা বলতে পারব না। ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারব।

তদন্ত কমিটি কত সদস্যের হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত কমিটি যেটা সেটা পাঁচ সদস্য হতে পারে, সাতজন হতে পারে, ৯ জন হতে পারে, ১১ জন হতে পারে। এটা এই মুহূর্তে বলা যাবে না। পরে জানানো হবে।

আগুনের উৎস সম্পর্কে তিনি বলেন, তদন্তের পরে এটা বলা যাবে।

বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৬ ঘণ্টার বেশি সময় পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

সংবাদমাধ্যমের গাড়িতে বোমা হামলায় ৫ সাংবাদিক নিহত
সচিবালয়ে আগুনের ঘটনায় যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ
সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সচিবালয়ে আগুনের সূত্রপাত নিয়ে যা জানালেন ফায়ারের ডিজি
শেখ হাসিনাকে ভারত কি ফেরত পাঠাবে? আল–জাজিরার প্রতিবেদন
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিস কর্মী নিহত
৬ ঘণ্টা পর সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে
সচিবালয়ের আগুন লাগা ভবনে রয়েছে যেসব মন্ত্রণালয়
মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন, বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা
চুয়াডাঙ্গায় দুই কোটি টাকার স্বর্ণসহ ৩ পাচারকারী আটক
দাঁড়িয়ে থাকা ট্রাকে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, চালক-হেলপার নিহত
কুবির আরেক ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো শিক্ষার্থীরা
টাকার বিনিময়ে ভোট দিলে জুলুমের শিকার হবেন: সারজিস আলম
চাঁদপুরে জাহাজে সাত খুন: গ্রেপ্তার ইরফান ৭ দিনের রিমান্ডে
টাঙ্গাইলে শিক্ষিকাকে কু-প্রস্তাবের অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত
ভারত থেকে ২৪ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার
৩০০ ফুট গভীর খাদে সেনাবাহিনীর ট্রাক, ভারতের ৫ সেনা নিহত
জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ দাবি কর্মকর্তাদের
কাজাখস্তানে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত অন্তত ৪০ (ভিডিও)
গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে জার্সি তৈরি করল চিটাগং কিংস