শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

নদী ভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণ জরুরি

নদী ভাঙন খুবই স্বাভাবিক ও প্রাকৃতিক একটি ব্যাপার। আগের দিনে নদী থেকে অনেক দূরে ঘরবাড়ি তৈরি হতো। ছোটবেলায় দেখেছি ট্রেন অথবা বাসে করে কোথাও যাচ্ছি। সেখান থেকে অনেক দূরে গ্রাম দেখা যেত। সড়ক অথবা ট্রেন লাইনের ধারে কাছে বসতবাড়ি ছিল না। পথেরপাঁচালী ছবিতে একটি খুব মনোমুগ্ধকর দৃশ্য আছে। অপু ও দুর্গা কাশবনের ভেতর দিয়ে দৌড়ে যাচ্ছে। ট্রেন চলছে। আশেপাশে কোনো গ্রাম নেই। এখন থেকে ২০০ বছর আগে পূর্ব ও পশ্চিম বাংলা মিলে লোকসংখ্যা ছিল ২ কোটি।

১০০ বছর আগেও ছিল ৩ থেকে সাড়ে ৩ কোটির মতো। ব্রিটিশরা যখন বিদায় হলো তখন ছিল ৪ কোটির মতো। পাকিস্তানিদের বিদায়ের সময় ছিল ৭ কোটি। বর্তমানে প্রায় ১৮ কোটি। এখন নদী নদীর জায়গায় আছে। কিন্তু মানুষ বেড়ে গিয়ে উঠেছে নদীর ধারে। বসতবাড়ি গড়ে তুলেছে। নদী মুখভার করেছে ও নদী ভেঙেছে। তাহলে আপত্তি কেন? নদীর ভাঙন ঠেকাতে চেষ্টা করা দরকার এবং সেটি করতে হবে।

আমেরিকার মিসিসিপির নদীর পাড়ে শহর আছে। শিল্পকারখানা আছে। ইউরোপে আছে। ইংল্যান্ডে আছে। ফ্রান্স ও জার্মানিতে আছে। এসব জায়গায় নদী কখনো ভাঙে না। কারণ নদী যেন না ভাঙে সেজন্য পাড়গুলি বাঁধানো আছে। কিন্তু আমাদের এখানে তথাকথিত পরিবেশবাদী বুঝে না বুঝে হই চই করে। নদী ভাঙন ঠেকাতে তাদের মাথা গরম হয়ে যায়। তারা কিন্তু আদৌ জানে না নদী কেন ভাঙে এবং তার রোধ করা সম্ভব। প্রথমত কারণ ও প্রতিকার জানতে হবে।

আমি মনে করি, সরকারকে এ বিষয়ে ভাবতে হবে। নদী রক্ষায় অধিক বিনিয়োগ করতে হবে। সরকার বিভিন্ন খাতে বরাদ্দ করছে। ৫০০ কোটি টাকা বাঁধ নির্মাণে বরাদ্দ করুক। এটি তো খুব বড় অংক নয়। উপকূলে যে বেড়িবাঁধ আছে সেগুলি সংস্কার করে দিলেই হয়ে যায়। এক্ষেত্রে শুধুমাত্র সরকারকে দোষারোপ করেও লাভ নেই। কারণ এসব ক্ষেত্রে বরাদ্দ যে হয় না তা কিন্তু নয়। কিন্তু সেই বরাদ্দ আসলে কোথায় যায় সেটি কারও জানা নেই।

নদীমাতৃক দেশ আমাদের। নদী হচ্ছে প্রাণ। নদী হচ্ছে মা। আজকাল দেখা যায়, বাবা মায়ের প্রতি সন্তানেরা উদাসীন। মা-বাবা সন্তানের কাছে অবহেলিত। সম্প্রতি দেশে একটি আইন হয়েছে যে, সন্তান বাবা-মা কে না দেখলে পুলিশ অথবা ম্যাজিস্ট্রেট ধরে নিয়ে যেতে পারে। ছেলের ঘরে খাবার। কিন্তু কোনো ছেলেই খেতে দেয় না মা-কে। এইকথাগুলো বলার কারণ হলো, জ্যান্ত মায়ের প্রতিই আমাদের সম্মান নেই, যত্ন নেই। যে মা অন্তত কাঁদতে পারে, অভিশাপ দিতে পারে। নদী নামক মায়ের অভিশাপ দেওয়ার ক্ষমতা নেই। কাজেই তখন ভাঙে কিংবা সে আস্তে আস্তে মরে যায়।

আমাকে যখন কেউ বলে, নদীগুলো শুকিয়ে যাচ্ছে। আমি বলি, আপনি শুকিয়ে ফেলছেন বলেই নদী শুকিয়ে যাচ্ছে। এখন নভেম্বর চলছে। এখন থেকে অথবা সামনের মাসে কিংবা জানুয়ারিতে বাংলাদেশের যেখানেই যান না কেন! দেখা যাবে নদীতে পাম্প বসিয়ে পানি তুলে ধান ক্ষেতে দেওয়া হচ্ছে এবং নদীতে ধান চাষ হচ্ছে। নদীকে চাষাবাদের কাজে ব্যবহার করা হচ্ছে। এভাবেই নদীগুলো আস্তে আস্তে শুকিয়ে গিয়ে একসময় মরে যাচ্ছে।

লেখক: পানিসম্পদ ও পরিবেশ বিশেষজ্ঞ; ইমেরিটাস অধ্যাপক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়

এসএন

 

Header Ad
Header Ad

কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে বিয়ের খবর জানিয়েছেন তিনি। স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি দিয়ে প্রোফাইল পিকচার পরিবর্তন করে ক্যাপশনে লিখেছেন— "আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।"

এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তোলা ছবি কাভার ফটো হিসেবে পোস্ট করেছেন এই অভিনেতা। ছবিতে অন্তর্বর্তী সরকারের রেল উপদেষ্টা ফাওজুল কবির খানকেও দেখা গেছে।

 

তবে স্ত্রীর পরিচয় সম্পর্কে ফেসবুক পোস্টে কিছু উল্লেখ করেননি শামীম।

Header Ad
Header Ad

ঢাকার পথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস

প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগদান শেষে ঢাকার পথে রওনা দিয়েছেন।

শুক্রবার (৪ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে ঢাকা ত্যাগ করেন তিনি।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যুক্ত মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই ব্যাংকক সুবর্ণভূমি বিমানবন্দরে তাকে বিদায় জানান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

এর আগে, প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার ব্যাংককে পৌঁছান এবং প্রতিবেশী কয়েকটি দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ একাধিক অনুষ্ঠানে অংশ নেন।

Header Ad
Header Ad

মানিকগঞ্জে বাঁশঝাড়ে কার্টনে মিললো তরুণীর লাশ

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের এগারোশ্রী এলাকায় বাঁশঝাড়ের পাশে পরিত্যক্ত এসির কার্টন থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে এসে দুপুর আড়াইটার দিকে কার্টন খুলে ২০-২৫ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার করে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে।

এলাকাবাসীর দাবি, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। হত্যাকারীরা লাশ গোপন করতে কার্টন ব্যবহার করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ আশ্বস্ত করেছে, দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?
ঢাকার পথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস
মানিকগঞ্জে বাঁশঝাড়ে কার্টনে মিললো তরুণীর লাশ
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ
দেশে তীব্র তাপপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ
হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা হয়েছে তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয় : বিক্রম মিশ্রি
মার্কিন গাড়ি আমদানিতে ২৫% শুল্ক আরোপের ঘোষণা কানাডার
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব নিল বাংলাদেশ
চিকেনস নেকে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করল ভারত
চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীর জিডি
পেঙ্গুইন ও পাখিদের উপরেও ট্রাম্পের শুল্ক আরোপ!
নেতাকর্মীদের মাঠে নামার নির্দেশ, আবারও শেখ হাসিনার উসকানি!
টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত
লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনা: না ফেরার দেশে প্রেমা, নিহত বেড়ে ১১
নিষেধাজ্ঞায় পড়লেন মেসির দেহরক্ষী, ঢুকতে পারবেন না মাঠে
শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ
ঈদ আনন্দে মুখরিত রংপুরের বিনোদন কেন্দ্রগুলো
লুটপাটের পর পুড়িয়ে দেওয়া হলো বিএনপি সমর্থকের বসতবাড়ি, গ্রেপ্তার ৯
ব্যাংককে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির দ্বিপক্ষীয় বৈঠক শুরু