রংপুর রাইডার্সের শক্তিশালী বোলিংয়ের সামনে সম্পূর্ণ ব্যর্থ হলো ফরচুন বরিশালের ব্যাটাররা। ১২৪ রানের অল্প পুঁজিতে বরিশালের বোলাররাও প্রতিরোধ গড়তে পারেনি। অপরাজিত ফিফটির মাধ্যমে সাইফ হাসানের দুর্দান্ত ইনিংস রংপুরকে সহজ জয় এনে দিয়েছে। এ জয়ের ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স।
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে বরিশাল ১৮.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন অধিনায়ক তামিম ইকবাল। জবাবে ব্যাট করতে নেমে রংপুর ১৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। অভিষিক্ত ওপেনার আজিজুল হাকিম তামিম শূন্য রানে আউট হন। এরপর তিনে নামা তৌফিক খান তুষারও কোনো রান করতে পারেননি। দ্রুত ১৫ রানে দুই উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে রংপুর।
তবে চাপ সামলে অ্যালেক্স হেলস ও সাইফ হাসান মিলে অবিচ্ছিন্ন ১১৩ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। সাইফ ৪৬ বলে অপরাজিত ৬২ রান করেন, আর হেলস অপরাজিত থাকেন ৪৯ রানে।
বরিশালের ব্যাটিং লাইনআপে শুরুর থেকেই ছিল বিশৃঙ্খলা। ওপেনার নাজমুল হোসেন শান্ত ১০ বলে ৯ রানের বেশি করতে পারেননি। তার বিদায়ের পর তাওহিদ হৃদয়ও ব্যর্থ হন, মাত্র ৬ বলে করেন ৪ রান।
অধিনায়ক তামিম ইকবাল শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন। ১৮ বলে ২৮ রান করে নাহিদ রানার দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন। মিডল অর্ডারে কাইল মেয়ার্স, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদও ব্যর্থ হন।
শেষদিকে মোহাম্মদ নবি লড়াইয়ের চেষ্টা করলেও রান আউট হয়ে তার ইনিংস থেমে যায়। বরিশালের ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতার ফলে সহজ জয় তুলে নেয় রংপুর।