গুচ্ছ ভর্তির জন্য সাজছে আলপনায়
লেখা ও ছবি : শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে ‘সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা’কে সামনে রেখে ভর্তিচ্ছুদের বরণ করতে রাজধানীর একমাত্র ‘শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)’তে চলছে দু’দিনব্যাপী আলপনা উৎসব।
আজ সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের এখানে, সেখানে আঁকাআঁকি শুরু হয়েছে।
সকাল থেকে সন্ধ্যার আয়োজন পরদিন থামবে।
অপরূপ সাজে সেজে চলেছে কৃষি সংশ্লিষ্ট বিভাগগুলোর এই মহাবিদ্যালয়টি।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ঢাকাপ্রকাশ ২৪.কম প্রতিনিধি জানিয়েছেন, ‘আমাদের প্রশাসনিক ভবনের সামনে থেকে মেয়েদের এই ছবি আঁকা শুরু হয়েছে। ধীরে, ধীরে তারা ছড়িয়ে পড়েছেন কৃষি অনুষদ ভবন, শেখ কামাল ভবন, টিএসসিসহ গুরুত্বপূর্ণ সবগুলো জায়গায়।’
তাদের ছবির ভুবনে আলপনা, নকশা রয়েছে। তৈরি হচ্ছে ফুল, গাছপালা, মাছ, পাখি, প্রজাপতি, কৃষক, কৃষাণী, গরু, ছাগল, ধান, ফসল, নানাকিছু।
নিজেদের টাকা, বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় তারা রং, তুলি নিয়ে কাজ করছেন।
তাদের সাহায্য করছেন ছাত্র, শিক্ষকরা। তারাও কাজ করছেন।
বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের সবাই এখন খুব খুশি। তারা তাদের বাহবা ও নানা উপহার দিচ্ছেন।
এর মধ্যে আশপাশ থেকে অনেকে তাদের আঁকা দেখার জন্য আসছেন।
কৃষি অনুষদের ছাত্র ফাহিম আহমেদ বন্ধুদের হয়ে জানিয়েছেন, ‘১০ সেপ্টেম্বর কৃষি অনুষদের গুচ্ছ পরীক্ষার আসর বসবে। আমাদের অতিথি, জুনিয়রদের বরণ করতে বর্ণিল ক্যাম্পাস তৈরি করছি আমরা।’
এবারের ভর্তি পরীক্ষায় প্রায় ৭ হাজার পরীক্ষা দেবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
ওএফএস।