অশনির শঙ্কায় আগেভাগেই ধান কাটছে বাকেরগঞ্জের কৃষকরা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মাঠজুড়ে লক্ষ্যমাত্রার চেয়ে ভালো ফলনে খুশি কৃষকরা। মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় মাঠে কোনো রোগ বালাইয়ের আক্রমণ দেখা যায়নি। বিস্তীর্ণ ফসলের মাঠের সোনালী স্বপ্ন ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। তবে বর্তমানে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বৃষ্টি শুরু হওয়ায় চিন্তায় পড়েছে কৃষকরা। তাই দ্রুত সময়ে ধান ঘরে তুলতে মাঠে নেমেছে কিষাণীরাও।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে উপজেলার ১৪টি ইউনিয়নে হাইব্রিড বোরো ৪৫০ হেক্টর, উফশী বোরো ৪ হাজার ৫৭০ হেক্টর ও স্থানীয় বোরো ৮০ হেক্টরসহ মোট ৫ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফল ভালো হয়েছে। বার্তমানে ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
এদিকে সোমবার (৯ মে) সকাল ১০টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের নন্দপাড়া গ্রামে ‘পতিত জমিতে বোরো ধান আবাদের ফসল কর্তন উৎসব ও মাঠ দিবসের’ উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ও কৃষিবিদ ড. মো. আব্দুর রাজ্জাক।
এই উপজেলার নন্দপাড়া গ্রামের কৃষক মো. সেলিম বলেন, ‘খ্যাতে ধান ভালো হইছে। আগামী তিন-চাইর দিনের মধ্যই ঘরে উডাউতে পারমু’।
উপজেলার ভরপাশা ইউনিয়নের সুমন শিকদার বলেন, ‘এ বছর আগাম জাতের ধান লাগাইছি। এর মধ্যে ধান পাকা প্রায় শেষ। ফলন ভালো হইছে। এবার কোনো পোকায় ধরে নাই।’
নন্দপাড়া গ্রামের কৃষক মো. কাদের বলেন, ‘এই এলাকার জমি ভালো। তয় চাষের প্রথম দিকে কিছু কিছু জায়গায় কিটনাশক দেওয়া লাগজে।’ তবে ২-৩ দিনের মধ্যে ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়লে এই অঞ্চলের কৃষকদের ব্যাপক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন এই কৃষক।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মুসা ইবনে সাঈদ জানান, চলতি মৌসুমে অনেক বেশি বোরো ধানের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানের ফলনও ভালো হয়েছে। কৃষকদের নির্দেশনা দেওয়া হয়েছে যাদের ধান পেকেছে তারা যেন দ্রুত ধান ঘরে তোলেন।
টিটি/
