কনকনে শীতে কুয়াকাটায় পর্যটকদের ভিড়
ছবি: সংগৃহীত
দেশব্যাপী কনকনে শীতের প্রকোপের মধ্যেও পটুয়াখালীর পর্যটন শহর সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের ভিড় জমেছে। সাপ্তাহিক ছুটির দিনে শুক্রবার (৩ জানুয়ারি) পর্যটকদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
কুয়াকাটার সৈকতে সারাদিন সূর্যের দেখা না মিললেও সন্ধ্যার আগে পশ্চিম আকাশে সামান্য আলো ফুটে ওঠে। শীতের তীব্রতা উপেক্ষা করে পর্যটকরা সৈকতে সময় কাটাতে ব্যস্ত।
পর্যটক হাফিজুর রহমান জানান, "কুয়াকাটার পরিচ্ছন্ন পরিবেশ ভালো লেগেছে। তবে শীতের কারণে বাচ্চাদের সাগরে নামতে দেওয়া যায়নি। তারপরও তারা আনন্দ-উল্লাসে মেতে উঠেছে।"
হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাসেল খান জানান, হোটেলগুলোতে বর্তমানে ৫০-৬০ শতাংশ বুকিং রয়েছে। তবে প্রথম সারির কিছু হোটেল পুরোপুরি বুকড। তিনি মনে করছেন, শীত কিছুটা কমলে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে।
ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা রিজিওনের পরিদর্শক সাখাওয়াত হোসেন তপু বলেন, "শীতের তীব্রতা থাকা সত্ত্বেও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশের একাধিক টিম কাজ করছে। কুয়াকাটার সব দর্শনীয় স্থানে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।"
শীতের এই সময়ে পর্যটকদের আগমন কুয়াকাটার পর্যটন শিল্পে নতুন উদ্দীপনা যোগ করেছে। শীত কমলে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।