কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন পরিকল্পনা মাইক্রোসফট প্রেসিডেন্টের
ছবি সংগৃহিত
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন টেক জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, আগামী এক বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে সুপার কৃত্রিম বুদ্ধিমত্তায় নিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। খবর রয়টার্সের
মাইক্রোসফটের প্রধান ব্রাড স্মিথ এক বছর আগে ওপেনএআই কর্তৃক এআই চ্যাটবট চ্যাটজিপিটি উন্মোচন করার পর এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। বলা হচ্ছে- নতুন এই প্রযুক্তি মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এমন সমালোচনার মধ্যে তিনি এই মন্তব্য করলেন।
সাম্প্রতিক এক প্রতিবেদন বলা হয়েছে, ওপেন এইআই এর অন্যতম প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান আরও অধিক ক্ষমতাসম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবনের ফলে অভ্যন্তরীণ দ্বন্দ্বে চাকরিচ্যুত হতে পারেন এমন ধারণা করা হচ্ছে। কিন্তু স্যাম এমন অভিযোগ অস্বীকার করেছেন।
বৃহস্পতিবার ব্রিটেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্যাম বলেন, আমি এমনটি মনে করি না। তবে আমি ধারণা করছি বোর্ড এবং অন্যদের মধ্যে সম্পর্কের ঘাটতি ছিল।
চলতি মাসে স্যাম অল্টম্যানকে চাকরিচ্যুত করে ওপেনএআই কর্তৃপক্ষ। পরে প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মীরা চাকরি ছেড়ে দেওয়ার ঘোষণা দিলে পরবর্তীতে স্যামকে আবার তার পদে ফিরিয়ে আনা হয়।