গ্যালাক্সি এস টুয়েন্টি থ্রি সিরিজের বুকিং নিচ্ছে স্যামসাং
আসছে ২ ফেব্রুয়ারি এস টুয়েন্টি থ্রি সিরিজের নতুন তিন ফ্ল্যাগশিপ ফোন বাজারে ছাড়তে যাচ্ছে স্যামসাং। ফোন তিনটি হচ্ছে গ্যালাক্সি এস টুয়েন্টি থ্রি, এস টুয়েন্টি থ্রি প্লাস ও এস টুয়েন্টি থ্রি আল্ট্রা।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ভারতের গ্রাহকদের জন্য বুকিং সুবিধাও চালু করেছে কোম্পানিটি। যারা ফোনটি কিনতে ব্যাপক আগ্রহী তারা এখন থেকেই ৫০ ডলার ও ১ হাজার ৯৯৯ রুপি দিয়ে ফোনটি বুকিং করতে পারবেন। বুকিং সুবিধা চালু থাকবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশের বাজারেও ফোনটি পাওয়া যাবে তবে স্যামসাং বাংলাদেশ এখনো বুকিং সুবিধা চালু করেনি।
ফোনগুলো সম্পর্কে বিস্তারিত তেমন কিছু জানা না গেলেও ধারণা করা হচ্ছে নতুন এস টুয়েন্টি থ্রি আল্ট্রায় ২০০ মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া হবে। তবে বরাবরের মতো এবারের সিরিজগুলোর ফোনেও পিছনের ক্যামেরা প্যানেলে থাকবে তিনটি ক্যামেরা। তবে আগের বারের মত কোনো ক্যামেরা আইল্যান্ড থাকছেনা। ফ্রন্ট প্যানেলে থাকবে ৪০ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা।
পাশাপাশি আরও শোনা যাচ্ছে এস টুয়েন্টি থ্রি আল্ট্রায় প্রসেসর হিসেবে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগনের অন্যতম সেরা ও সর্বাধুনিক প্রসেসর এইট জেন টু চিপসেট।
ইতোমধ্যে নেট দুনিয়ায় নতুন এই সিরিজের তিনটি ফোনের ডামি মডেলের ছবি ভাইরাল হয়েছে। যেখানে আগের এস টুয়েন্টু টু সিরিজের সঙ্গে নতুন টুয়েন্টি থ্রি সিরিজের বাহ্যিক রূপে তেমন কোনো পার্থক্য দেখা যায়নি।
কেবল স্মার্টফোনই নয়, একইদিনে নতুন গ্যালাক্সি বুক বা ল্যাপটপ বাজারে আনবে স্যামসাং। এবং সেগুলোর জন্যও বুকিং সুবিধা চালু থাকছে। ধারণা করা হচ্ছে নতুন এস টুয়েন্টি থ্রি আল্ট্রার দাম হবে ১ হাজার ২০০ ডলারের আশেপাশে।
অফিশিয়ালি লঞ্চ হলেও বাংলাদেশের বাজারে কবে থেকে স্মার্টফোনগুলো কিনতে পারা যাবে তা সম্পর্কে নির্দিষ্ট কিছু জানায়নি স্যামসাং বাংলাদেশ।
/এএস