ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পেল ডিএনসিসি
জাতীয় পর্যায়ে (সাধারণ) সরকারি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার-২০২১’ পেল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আজ রবিবার (১২ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ডিএনসিসিকে পুরস্কারটি দেওয়া হয়। প্রতিষ্ঠানটির মেয়র তুরস্কে অবস্থান করায় পুরষ্কারটি গ্রহণ করেন ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা।
ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, সিটিজেন এনগেইজমেন্ট ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম (সবার ঢাকা অ্যাপস) উদ্যোগের জন্য প্রতিষ্ঠানটিকে এই পুরস্কার দেওয়া হয়েছে।
আরও জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার নাগরিক রেজিস্ট্রেশন করে সবার ঢাকা অ্যাপের মাধ্যমে মোট ১১ হাজার ৩৬টি সমস্যা ডিএনসিসিকে জানিয়েছেন। এর মধ্যে নয় দশমিক ৮৭৬টি সমস্যার সমাধান করেছে ডিএনসিসি। অর্থাৎ সমাধানের হার শতকরা ৯০ শতাংশ।
আরইউ/এসআইএইচ/