বিএনপির জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত
ছবি: সংগৃহীত
বিএনপি জুলাই ঘোষণাপত্রের খসড়া তৈরি করেছে এবং তা সব রাজনৈতিক দলের সাথে আলোচনা ও সম্মতির ভিত্তিতে চূড়ান্ত করা হবে। ঘোষণাপত্রে দেশের জাতীয় সংসদে সাংবিধানিক সংস্কার করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে, যা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত হবে।
খসড়া ঘোষণাপত্রে মহান মুক্তিযুদ্ধ এবং অতীত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের অবদানের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি প্রদান করা হয়েছে।
বিএনপি জানায়, খসড়া ঘোষণাপত্র সমমনা দল ও জোট ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। খুব শিগগিরই এসব দলগুলোর সাথে মতবিনিময় করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তারা আরও উল্লেখ করে যে, ছাত্রদের দাবি অনুযায়ী বাহাত্তরের সংবিধান বাতিলের কথা যুক্তিসঙ্গত নয়, এবং মুক্তিযুদ্ধই বাংলাদেশের ভিত্তি হওয়া উচিত। খসড়ায় ২০২৪ সালের ৫ আগস্ট থেকে কার্যকর হওয়ার সম্ভাবনার কথা বলা হলেও বিএনপি মনে করে, এটি একটি ডিক্লারেশন আকারে দিতে হবে।
তবে খসড়া ঘোষণাপত্রে সামরিক বাহিনীর সমর্থনের বিষয়ে কোনো কিছু বলা হয়নি। ছাত্র-জনতার ৫ আগস্টের অভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের শাসন পতন ঘটেছিল এবং এরপর ১৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলদের সাথে আলোচনা করার সময়সীমা নির্ধারণ করা হয়।