প্লে-অফে খুলনা টাইগার্স কপাল পুড়ল রাজশাহীর
ছবি: সংগৃহীত
খুলনা টাইগার্স অবশেষে তাদের বহু প্রতীক্ষিত জয় তুলে নিয়ে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে, আর সেই সঙ্গে রাজশাহীকে কাঁদিয়ে বিদায় জানিয়েছে। আগের কয়েকটি ম্যাচে জয়ের কাছে গিয়েও হেরে যাওয়া খুলনার জন্য এটি ছিল বাঁচা-মরার লড়াই। শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল মেহেদি হাসান মিরাজের দল।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ঢাকার ব্যাটিং লাইনআপ পুরোপুরি ব্যর্থ হয়। ওপেনার তানজিদ হাসান তামিম ছাড়া কেউই বলার মতো ইনিংস খেলতে পারেননি। ৩৭ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেললেও বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। লিটন কুমার দাস মাত্র ১০ রান করে ফেরেন। শেষ দিকে সাব্বির রহমান (২০) ও মেহেদি হাসান রানার (১৩) ব্যাটে ভর করে কোনোভাবে ১২৩ রান পর্যন্ত পৌঁছায় ঢাকা।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতেই চাপে পড়ে খুলনা টাইগার্স। প্রথম ওভারের শেষ বলে দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ নাইম শেখ আউট হয়ে ফেরেন সাজঘরে। এরপর ১৪ রানে দ্বিতীয় উইকেট হারালে ম্যাচ জমে ওঠে। তবে এখান থেকেই সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক মিরাজ। ৫৫ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
ঢাকার এই হারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজশাহী। ১২ ম্যাচে খুলনা ও রাজশাহীর পয়েন্ট সমান ১২ হলেও নেট রান রেটে এগিয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে মিরাজের দল। বিপিএলের শীর্ষ চারে এখন রয়েছে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, চিটাগং কিংস ও খুলনা টাইগার্স।