শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫ | ১৮ মাঘ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

প্লে-অফে খুলনা টাইগার্স কপাল পুড়ল রাজশাহীর

ছবি: সংগৃহীত

খুলনা টাইগার্স অবশেষে তাদের বহু প্রতীক্ষিত জয় তুলে নিয়ে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে, আর সেই সঙ্গে রাজশাহীকে কাঁদিয়ে বিদায় জানিয়েছে। আগের কয়েকটি ম্যাচে জয়ের কাছে গিয়েও হেরে যাওয়া খুলনার জন্য এটি ছিল বাঁচা-মরার লড়াই। শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল মেহেদি হাসান মিরাজের দল।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ঢাকার ব্যাটিং লাইনআপ পুরোপুরি ব্যর্থ হয়। ওপেনার তানজিদ হাসান তামিম ছাড়া কেউই বলার মতো ইনিংস খেলতে পারেননি। ৩৭ বলে ৫৮ রানের দুর্দান্ত ইনিংস খেললেও বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। লিটন কুমার দাস মাত্র ১০ রান করে ফেরেন। শেষ দিকে সাব্বির রহমান (২০) ও মেহেদি হাসান রানার (১৩) ব্যাটে ভর করে কোনোভাবে ১২৩ রান পর্যন্ত পৌঁছায় ঢাকা।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতেই চাপে পড়ে খুলনা টাইগার্স। প্রথম ওভারের শেষ বলে দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ নাইম শেখ আউট হয়ে ফেরেন সাজঘরে। এরপর ১৪ রানে দ্বিতীয় উইকেট হারালে ম্যাচ জমে ওঠে। তবে এখান থেকেই সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক মিরাজ। ৫৫ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।

ঢাকার এই হারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজশাহী। ১২ ম্যাচে খুলনা ও রাজশাহীর পয়েন্ট সমান ১২ হলেও নেট রান রেটে এগিয়ে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে মিরাজের দল। বিপিএলের শীর্ষ চারে এখন রয়েছে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, চিটাগং কিংস ও খুলনা টাইগার্স।

Header Ad
Header Ad

ইজতেমায় গেলেন হাসনাত আবদুল্লাহ, কুশল বিনিময় করলেন মামুনুল হক সাথে  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বিশ্ব ইজতেমার ময়দানে এসেছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৪০ মিনিটে ইজতেমা ময়দানের বিদেশি মেহমানদের গেট-২ দিয়ে ভেতরে প্রবেশ করেন তারা। সেখানে দুজনে কুশল বিনিময় করেছেন। ময়দানে তাদের অভ্যর্থনা জানান ইজতেমার প্রথম পর্বের শুরায়ে নেজামের আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান।

তিনি বলেন, ‘হাসনাত আবদুল্লাহ এবং মামুনুল হক ইজতেমার ময়দানে মুসল্লিদের সঙ্গে খাওয়া-দাওয়া করেন। এরপর ময়দান ঘুরে দেখেন। মূলত সবকিছু ঠিকমতো হচ্ছে কিনা, তা দেখতে এসেছেন তারা।’

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব মো. রায়হান আহমেদ, যুগ্ম সংগঠক মাহমুদুর রহমান রিফাত, যুগ্ম সংগঠক শেখ সাব্বিরসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শুরু হয়েছে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি)। রবিবার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হবে প্রথম পর্বের ইজতেমা।

Header Ad
Header Ad

ট্রাম্পের প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ফখরুল-খসরু  

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগামীকাল রবিবার (২ ফেব্রুয়ারি) দেশটির উদ্দেশে রওনা দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে যাবেন দলের স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

দলের একটি সূত্র জানায়, তারা লন্ডন হয়ে আমেরিকায় যাবেন।

জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, ‘আগামী ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকা থেকে রওনা করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

ওয়াশিংটনে অনুষ্ঠেয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে গত ১০ জানুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দলকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতরা হলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী।

দলীয় একাধিক সূত্র জানায়, অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাও যেতে পারেন। তার পক্ষ থেকে একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান যেতে পারেন প্রেয়ার ব্রেকফাস্টে।

ধারণা করা হচ্ছে, বিএনপির মহাসচিব রওনা করার আগে জাইমা রহমানের যুক্তরাষ্ট্র যাওয়ার বিষয়টি উঠে আসতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লন্ডন থেকে তিনি (জাইমা রহমান) যাচ্ছেন কিনা আমি নিশ্চিত না হয়ে বলতে পারছি না।’

ইউএস কংগ্রেসনাল কংগ্রেসের নেতৃত্বে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে প্রেয়ার ব্রেকফাস্ট হবে। প্রার্থনা এবং আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একত্র করার প্ল্যাটফর্ম এটি।

Header Ad
Header Ad

সাবিনা ইয়াসমীন আইসিইউতে    

ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিন পর শুক্রবার রাতে মঞ্চে ফিরেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমীন। সোয়া এক ঘণ্টা গান গেয়েছিলেনও। এমন সময় হঠাৎ মঞ্চে অসুস্থ হয়ে পড়েন তিনি। পড়ে দ্রুত তাকে নেওয়া হয় গুলশানের একটি হাসপাতালে। এরপর শোনা যায় তিনি বেশ ভালো আছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) একটি শোতে গাইতেও চেয়েছিলেন তিনি। কিন্তু বর্তমানে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে। এজন্য দ্রুত তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন প্রয়াত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের কন্যা সঙ্গীতশিল্পী দীঠি আনোয়ার।

শুক্রবার সঙ্গীতশিল্পী জাহাঙ্গীর সাইদ বলেছিলেন, “সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি। পড়ে যান। তারপর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক সব চিকিৎসা করেন। রাত সাড়ে ১০টার সময় আমরা আপাকে নিয়ে বাসার দিকে রওনা করেছি। এখন আপা পুরোপুরি ঠিক আছেন।”

এর আগে, এইচএসবিসি আয়োজিত “আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকবো” অনুষ্ঠানে গান গাওয়ার সময় রাত ৮টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন।

জানা গেছে, ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ইজতেমায় গেলেন হাসনাত আবদুল্লাহ, কুশল বিনিময় করলেন মামুনুল হক সাথে  
ট্রাম্পের প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিতে কাল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ফখরুল-খসরু  
সাবিনা ইয়াসমীন আইসিইউতে    
ডাস্টবিনে শেখ হাসিনার ‘ঘৃণা স্তম্ভে’র ছবি, ময়লা ফেললেন প্রেসসচিব  
দেশের পুনর্গঠনে একমাত্র বিএনপি সক্ষম: তারেক রহমান  
কুমিল্লায় যুবদল নেতার মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ সরকারের
যমুনার দুর্গম চরে সুবিধাবঞ্চিতদের ফ্রী স্বাস্থ্যসেবা দিচ্ছে হিউম্যান কনসার্ন
প্লে-অফে খুলনা টাইগার্স কপাল পুড়ল রাজশাহীর
অমর একুশে বইমেলার পর্দা উঠল  
সরকারকে উদ্দেশ্য করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বললেন ‘রাষ্ট্র চলছে না’
ফরিদপুরে মন্দিরে সরস্বতীপ্রতিমা ভাঙার অভিযোগে গ্রেপ্তার যুবক
সেন্টমার্টিন দ্বীপকে বাঁচাতে ভ্রমণ বন্ধ রাখা হয়েছে: পরিবেশ উপদেষ্টা
যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার মৃত্যু, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া
লাইভ শোতে নারী ভক্তকে জাপটে ধরে চুমু, বিতর্কে ভারতীয় গায়ক
১২ জন নিয়ে খেলেছে ভারত, ম্যাচ রেফারির ব্যাখ্যা চান বাটলার
বিশ্ববিদ্যালয়ের দাবিতে চতুর্থদিনের অনশন, বিকালে তিতুমীর শিক্ষার্থীদের অবরোধের হুমকি
আলাউদ্দিন নাসিমের গুলশানের বাড়ি গোপন, দুদকের তদন্ত শুরু
আ.লীগ সমর্থকদের কাছে ‘আলোচিত মাফলারটি’ বিক্রির ঘোষণা দিলেন প্রেসসচিব
পবিত্র রমজানের সেহরি-ইফতারের সময়সূচি প্রকাশ
বিএনপির জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত