১২ জন নিয়ে খেলেছে ভারত, ম্যাচ রেফারির ব্যাখ্যা চান বাটলার
ছবি: সংগৃহীত
পুনেতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ভারতের ‘কনকাশন’ বদলি নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ড। ম্যাচে ভারতের হয়ে শিবম দুবে ব্যাট হাতে ৩৪ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলার পর হঠাৎ করেই কনকাশন বদলি হিসেবে মাঠে নামানো হয় হর্ষিত রানাকে।
যেখানে দুবে ছিলেন ব্যাটিং অলরাউন্ডার, সেখানে হর্ষিত মূলত একজন ফাস্ট বোলার। তবে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম অনুযায়ী, কনকাশন বদলিতে একজন খেলোয়াড়ের পরিবর্তে সমমানের আরেকজন খেলোয়াড়কেই নামানো যেতে পারে। অর্থাৎ, ব্যাটসম্যানের জায়গায় ব্যাটসম্যান এবং বোলারের জায়গায় বোলার।
এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ইংলিশ অধিনায়ক জস বাটলার। ম্যাচ শেষে তিনি কটাক্ষ করে বলেন, "হয়তো দুবে তার বোলিং গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার বাড়িয়ে ফেলেছে, নয়তো হর্ষিত ব্যাটিংয়ে অনেক উন্নতি করেছে!"
হর্ষিত রানার বদলি হয়ে মাঠে নামার পর তিনি ৪ ওভার বল করে ৩৩ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ইংল্যান্ডের দাবি, এটি কার্যত ভারতের ১২ জন খেলোয়াড় নিয়ে খেলার সমান। ম্যাচ শেষে বাটলার স্পষ্ট জানিয়ে দেন, তারা ম্যাচ রেফারির কাছে এই সিদ্ধান্তের ব্যাখ্যা চাইবেন।
বাটলার বলেন, "আমাদের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। ব্যাটিংয়ে নামার সময় আমি ভাবছিলাম, হর্ষিত আসলে কার জায়গায় খেলছে? তখন আমাকে জানানো হলো, এটি কনকাশন বদলি। তবে আমি একমত নই। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বলা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে তার কাছ থেকে ব্যাখ্যা চাইব।"
ইংল্যান্ড হারের জন্য এই বিতর্কিত সিদ্ধান্তকে সরাসরি দায়ী না করলেও তারা মনে করছে, এটি ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছে। বাটলার ঠাট্টার ছলে বলেন, "হয়তো পরের ম্যাচে টসের সময় আমি বলব, আমরা ১২ জন খেলোয়াড় নিয়ে খেলছি!"
এই ম্যাচে ১৫ রানের পরাজয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। তবে মাঠের খেলায় হারার পাশাপাশি মাঠের বাইরে কনকাশন বদলি বিতর্ক নিয়েও বেশ আলোচনায় চলে এসেছে সিরিজটি। এখন দেখার বিষয়, ইংল্যান্ডের এই অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেন কি না।