শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

ডীপসিক কী? যার অভিষেকে কাঁপছে প্রযুক্তি দুনিয়া

ডীপসিক। ছবি: সংগৃহীত

চীনা এআই চ্যাটবট ডিপসিক আর ১ উন্মোচনের পর রীতিমতো টালমাটাল প্রযুক্তি দুনিয়া। সম্প্রতি বাজারে নতুন সংস্করণ ছেড়ে প্রযুক্তি জগৎ কাঁপিয়ে দিয়েছে চীনা এআই ডিপসিক (DeepSeek)। ‘মেড ইন চায়না’র সবচেয়ে বড় বৈশিষ্ট্য দামে কম। ‘মানে ভালো’ সব ক্ষেত্রে বলা যায় না।

তবে ডিপসিক এই কদিনেই কাজেকর্মে প্রমাণ করেছে, এটি ভালোভাবেই পাল্লা দিতে এসেছে। গ্রাহককে তা-ই ভালো জিনিসই দিতে চাচ্ছে তারা। ওপেনএআইয়ের চেয়ে কাজে-কর্মে যে কোনোভাবেই কম যায় না, তা এটি দেখিয়েছে। গুগল এবং ওপেনএআইয়ের যোগ্য প্রতিদ্বন্ধী হিসেবেই এসেছে এটি।

ডীপসিক। ছবি: সংগৃহীত

কারা বানাল এই ডিপসিক এআই? এটি চীনের হ্যাংঝুনির্ভর একটি প্রযুক্তি প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং। ২০২৩ সালের শেষদিকে যাত্রা করে প্রতিষ্ঠানটি। ওয়েনফেংকে এতদিন চীনের বাইরে কেউ তেমন চিনত না বটে, তবে আগেও তিনি প্রযুক্তি এবং বিনিয়োগ মিলিয়ে ভালো কারিশমা দেখিয়েছেন। হাই-ফ্লায়ার নামে একটি হেজফান্ডও সফলভাবে চালাচ্ছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে শুধু “কৌতূহল”-এর বশে পা রেখেছেন তিনি।’

‘বড় পরিসরে ভাবলে, আমরা শুধু একটা হাইপোথিসিস নিশ্চিত করতে চাই। যেমন ধরুন, আমাদের একটা হাইপোথিসিস হলো মানব বুদ্ধিমত্তার মূল সার তার ভাষা এবং মানুষের চিন্তাধারা একটি ভাষাগত প্রক্রিয়া বা লিঙ্গুইস্টিক প্রসেস,’ বলেছেন ওয়েনফেং। তাঁর মতে, আমরা যাকে ‘চিন্তা’ বলি, তা আসলে মস্তিষ্কের ভাষা বুনে চলা। তাঁর ধারণা, এজিআই তথা যে কৃত্রিম বুদ্ধিমত্তা পুরোপুরি মানুষের মতো চিন্তা করতে পারে, তার শিকড় রয়েছে এর ভেতরে। তিনি বলছেন, ‘এর ফলে হয়তো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল থেকে এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের সূচনা হতে পারে।’

ডীপসিক এআই। ছবি: সংগৃহীত

ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলছেন, ডিপসিক ‘ইম্প্রেসিভ’; তবে এ নিয়ে তাঁরা এখনো চিন্তিত নন। ভালো মডেলের পাশাপাশি উন্নত কম্পিউটিং সক্ষমতা নিয়ে কাজ করে যাচ্ছেন তাঁরা। শিগগিরই তাঁরা আরও উন্নত মডেল বাজারে আনবেন। তিনি বলছেন, ‘এরকম ভালো প্রতিদ্বন্ধী থাকা তো বেশ!’

তাহলে বিষয়টা কী দাঁড়াল? বিষয়টা হলো, ডিপসিক নতুন এসে সাড়া ফেলেছে বটে, তবে এখনি তারা যুদ্ধটা জিতে যায়নি। এটা কেবল শুরু। আরও কিছুদিন পর বোঝা যাবে, ডিপসেক দীর্ঘযাত্রায় কত দূর যাবে। তবে অল্প সময়ে ডিপসেকের কাজ কিছুক্ষেত্রে যে চ্যাটজিপিটিকে ছাড়িয়ে যাচ্ছে, তা; এর সঙ্গে অর্থনীতি, এনভিডিয়ার শেয়ারে ধস নামা বোঝাচ্ছে, প্রযুক্তির বাজারের শেষ কথা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা।

ডীপসিক এআই। ছবি: সংগৃহীত

বিশ্লেষকরা বলছেন, ডিপসিকের উন্মোচনে যুক্তরাষ্ট্রের এআই শিল্পের উল্লম্ফন নিয়ে বিনিয়োগ আস্থা নড়ে গেছে। বিনিয়োগকারীরা চীনের এ আবিষ্কারের সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করতে শুরু করেছেন। এরই প্রভাব পড়েছে শেয়ারবাজারে। মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর সূচক নাসডাক কম্পোজিট সোমবার ৩ দশমিক ১ শতাংশ কমে গেছে। গত সপ্তাহে এ সূচকের বাজারমূল্য ছিল ৩২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার, সোমবার যা প্রায় ১ ট্রিলিয়ন ডলার কমে যায়।

এতে মার্কিন শেয়ারবাজারের ইতিহাসে সর্বোচ্চ পতনের মুখে পড়ে বিশ্বের শীর্ষ এআই চিপ নির্মাতা এনভিডিয়া। শেয়ারদর ১৭ শতাংশ কমায় কোম্পানিটি বাজারমূল্য হারিয়েছে প্রায় ৬০ হাজার কোটি ডলার। একই সময়ে গুগলের প্যারেন্ট প্রতিষ্ঠান অ্যালফাবেটের বাজারমূল্য ১০ হাজার কোটি ডলার ও মাইক্রোসফটের বাজারমূল্য ৭০০ কোটি ডলার কমে গেছে।

ডীপসিক এআই। ছবি: সংগৃহীত

গত সপ্তাহে প্রকাশিত এক গবেষণাপত্রে এই মডেলের পেছনের গবেষক দল জানিয়েছে, ৬০ লাখ ডলারের কম খরচ করেছে তারা এই এআইকে প্রশিক্ষণ দিতে। ওপেনএআই, মেটা এবং আলফাবেট (গুগল)-এর বিপুল অর্থের বিপরীতে এত অল্প খরচে ভালো কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করে চীন বুঝিয়ে দিল, তারা কোনোভাবেই কম যায় না।

বিষয়টার ভয়াবহতা বোঝা যায় দ্য কোবেইসি লেটারের প্রতিষ্ঠাতা ও বাজার বিশেষজ্ঞ অ্যাডাম কোবেইসির এক্স-এ লেখা এক স্ট্যাটাস থেকে। ‘ওপেনএআই যাত্রা শুরু করেছিল প্রায় ১০ বছর আগে। সে সময় তাদের সাড়ে ৪ হাজার কর্মী ছিল। ফান্ডিং তুলেছিল তারা প্রায় ৬৬০ কোটি টাকার। আর ডিপসেক যাত্রা করেছে মাত্র ২ বছর আগে। তাদের কর্মী দুই শরও কম।’

ডীপসিক এআই। ছবি: সংগৃহীত

সিলিকন ভ্যালির অন্যতম প্রভাবশালী ভেঞ্চার ক্যাপিটালিস্ট মার্ক অ্যান্ড্রিসেন। তাঁর একটি উক্তি জানা যাচ্ছে আল জাজিরার সূত্রে, ‘এটি এআইয়ের স্পুৎনিক কাল।’ মহাকাশ জয়ের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে গিয়েছিল রাশিয়া। সবার আগে মহাকাশে কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে তারা দেখিয়ে দিয়েছিল, যুক্তরাষ্ট্রই শেষ কথা নয়। ডিপসিক সবার আগে আসেনি বটে, কিন্তু গত কদিনেই চ্যাটজিপিটিকে পেছনে অ্যাপলের অ্যাপস্টোরে শীর্ষে উঠে গেছে এই এআই। বুঝতেই পারছেন, কী ঝড় বইয়ে দিয়েছে এই এআই।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহেই ঘোষণা দিয়েছেন, ওপেনএআই, একই দেশের ওরাকল এবং জাপানের সফটব্যাঙ্কের নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তায় ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে দেশটি। সেই সঙ্গে এও বলেছেন, ‘এই যুদ্ধে জয়ের প্রতি তীক্ষ্ম নজর রাখতে হবে তাদের।’

এ যেন নতুন এক শীতল যুদ্ধ। এই যুদ্ধে যে-ই জিতুক, গোটা বিশ্ব এবং মানুষের অগ্রগতি হবে, এমনটাই আশা প্রযুক্তিবিদদের।

 

 

Header Ad
Header Ad

‘সংস্কার না নির্বাচন’ এই খেলা বাদ দিয়ে বিচার করুন: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

"সংস্কার না নির্বাচন—এই খেলা বাদ দিয়ে আগে বিচার নিশ্চিত করুন," বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

ইনকিলাব মঞ্চের ব্যানারে আয়োজিত এই সমাবেশে বক্তারা দাবি করেন—জুলাই, পিলখানা ও শাপলা চত্বরের ঘটনাগুলো গণহত্যা, যার বিচার না হলে দেশে কোনো ধরনের নির্বাচন বা সংস্কার অর্থহীন হয়ে পড়ে।

সারজিস আলম বলেন, "বর্তমান সরকারের বৈধতা শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে। জুলাই অভ্যুত্থানের শহীদদের হত্যাকাণ্ডের বিচার না হলে অন্য কোনো বিষয় প্রাসঙ্গিক নয়।" তিনি দাবি করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ২০২৪ সালের আগস্টে পূরণ হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি।

আন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সারজিস। তিনি বলেন, “আমরা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করি, তারা পশ্চিমাদের অবস্থানের কথা বলে। কিন্তু শাপলা, পিলখানা বা জুলাইয়ের ঘটনায় যখন রক্ত ঝরল, তখন পশ্চিমারা কোথায় ছিল?”

তিনি আরও হুঁশিয়ার করে বলেন, “এই প্রজন্মের আবেগ নিয়ে খেলবেন না। এই প্রজন্ম ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়ে কাউকে ক্ষমতা থেকে টেনে নামাতে পিছপা হবে না।”

সমাবেশে আরও বক্তব্য দেন—আপ বাংলাদেশের সংগঠক আলী আহসান জুনায়েদ, ইসলামি ছাত্র আন্দোলনের সেক্রেটারি শেখ মাহবুবুর রহমান ও শহীদ পরিবারের সদস্যরা।

সমাবেশ থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। এগুলো হলো-

১. আগামী ১০০ দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে এবং আওয়ামী লীগকে নির্বাহী আদেশ, আদালতের রায় ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

২. শাপলা চত্বরের ঘটনার রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তায় একটি তদন্ত কমিশন গঠন করে শহীদদের তালিকা প্রকাশ ও বিচার প্রক্রিয়া শুরু করতে হবে;

৩. পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে সুপারিশমালা বাস্তবায়ন করতে হবে

৪. দেশের সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের গণহত্যার বিচারের বিষয়ে স্পষ্ট ধারা অন্তর্ভুক্ত করতে হবে।

Header Ad
Header Ad

যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই মস্কোয় গাড়িবোমা হামলায় রুশ জেনারেল নিহত

ছবি: সংগৃহীত

ইউক্রেইন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার সময়েই ভয়াবহ গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন রাশিয়ার একজন শীর্ষ সামরিক জেনারেল। এই হামলার ঘটনায় রাশিয়াজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ইউক্রেইন সংকট সমাধানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য বর্তমানে মস্কোতে অবস্থান করছেন। ঠিক তার সফরের দিনেই মস্কোর বালাশিখা শহরে ঘটে এই প্রাণঘাতী বিস্ফোরণ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হন সশস্ত্র বাহিনীর প্রধান অভিযান পরিচালনা অধিদপ্তরের উপ-প্রধান জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক। বিস্ফোরণের সময় তিনি নিজের বাড়ির কাছে গাড়ির দিকে এগোচ্ছিলেন বলে জানা গেছে।

রাশিয়ার সরকারি ও স্বতন্ত্র মিডিয়াগুলো জানাচ্ছে, এই হামলার পেছনে ইউক্রেইনপন্থি কোনো গোষ্ঠীর হাত থাকতে পারে। নিহত জেনারেল ক্রেমলিনপন্থি হিসেবে পরিচিত ছিলেন, যার কারণে তিনি হামলার টার্গেট হয়েছেন বলে ধারণা।

এ ঘটনার মাত্র একদিন আগেই রাশিয়া ইউক্রেইনের রাজধানী কিইভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই হামলার প্রতিক্রিয়াতেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে।

এদিকে, স্টিভ উইটকফের এই সফরকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পুতিনের সঙ্গে তার বৈঠক নির্ধারিত রয়েছে, যা চলতি বছরে তাদের মধ্যে চতুর্থ সাক্ষাৎ হতে যাচ্ছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, ইউক্রেইন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শান্তি চুক্তির ব্যাপারে রাশিয়া ইতিবাচক মনোভাব পোষণ করছে, যদিও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও মতপার্থক্য রয়েছে।

ট্রাম্প নিজেও আশাবাদী। তিনি বলেছেন, শান্তি আলোচনা ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে এবং আগামী কয়েকটি দিন হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Header Ad
Header Ad

পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানাতে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। ছবি: সংগৃহীত

পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রোম শহরে পা রাখেন শান্তিতে নোবেলজয়ী এই বিশ্ববরেণ্য ব্যক্তি।

এর আগে, একই দিন দুপুর ১২টা ২৫ মিনিটে কাতার ত্যাগ করেন তিনি। দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান কাতারের প্রটোকল বিভাগের প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আবদুল্লাহ ফখরু।

রোমে পৌঁছানোর পর বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত।

পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সেন্ট পিটার্স স্কয়ারে যান ড. ইউনূস। এ সময় ভ্যাটিকান সিটির ভিকার জেনারেল এবং কার্ডিনাল মাউরো গাম্বেত্তি তাকে ও বাংলাদেশের প্রতিনিধিদলকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানান।

শনিবার সকালে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন তিনি। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে ঐতিহাসিক সেন্ট পিটার্স স্কয়ারে।

সব আনুষ্ঠানিকতা শেষে রোববার সকালে রোম ত্যাগ করবেন প্রধান উপদেষ্টা। তিনি বাংলাদেশ সময় সোমবার ভোরে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

‘সংস্কার না নির্বাচন’ এই খেলা বাদ দিয়ে বিচার করুন: সারজিস আলম
যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই মস্কোয় গাড়িবোমা হামলায় রুশ জেনারেল নিহত
পোপ ফ্রান্সিসকে শেষ বিদায় জানাতে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর ৪ সদস্য নিহত
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১
শিগগিরই স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার: প্রেস সচিব
টাঙ্গাইলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী খুন
সৌদিতে মক্কার কাছেই জেনিফার লোপেজের নাচ-গান, ক্ষুব্ধ মুসল্লিরা
ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে, যা বলল জাতিসংঘ
হবিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ময়ূখ রঞ্জনকে ‘গাধা’ বললেন অভিনেতা ঋত্বিক!
পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ৫ দিনের রিমান্ডে
ভারতীয় সেনার গুলিতে লস্করের শীর্ষ কমান্ডার আলতাফ লালি নিহত
ভারতের সঙ্গে উত্তেজনা ‘সর্বাত্মক যুদ্ধে’ রূপ নিতে পারে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ
বাইক দুর্ঘটনায় প্রেমিক-প্রেমিকা নিহত
ঝিনাইদহে ট্রেন থেকে কোটি টাকার হেরোইন জব্দ
জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত হলো বাংলাদেশ