১০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হারল ভারত
ছবিঃ সংগৃহীত
দীর্ঘ ১০ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হেরে গেল ভারত। গৌতম গম্ভীর হেড কোচ হওয়ার পর ভারত টানা দুটি টেস্ট সিরিজে পরাস্ত। সেই সঙ্গে চুরমার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার হ্য়াটট্রিকের যাবতীয় আশা। জুনে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার ক্ষীণ আশা জিইয়ে রাখতে ভারতকে জিততেই হতো সিডনিতে। কিন্তু সেটা হলো না। অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ভারত। জসপ্রীত বুমরাহ ব্যাক স্প্যাজমের কারণে বল করতে না পারায় এই পুঁজি নিয়ে লড়াই ভারতের পক্ষে কঠিন হয়ে যায়।
অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসেবে প্যাট কামিন্স ভারতকে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন সেই সাথে ওয়ানডে বিশ্বকাপও। এবার ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেলেন, সেই সঙ্গে নিশ্চিত করলেন বর্ডার-গাভাসকর ট্রফি জয়।
সিডনি টেস্টে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের পুরোটাও লাগল না অস্ট্রেলিয়ার ৩-১ ব্যবধানে সিরিজ জয় সুনিশ্চিত করতে। স্যাম কনস্টাস ১৭ বলে ২২, উসমান খোয়াজা ৪৫ বলে ৪১, মার্নাস লাবুশেন ২০ বলে ৬ ও স্টিভ স্মিথ ৯ বলে ৪ রান করেন। স্মিথ আটকে থাকলেন টেস্টে ৯৯৯৯ রানে।
২৭ ওভারেই অস্ট্রেলিয়াকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিলেন ট্রাভিস হেড ও বিউ ওয়েবস্টার। হেড চারটি চারের সাহায্যে ৩৮ বলে ৩৪ ও ওয়েবস্টার ৬টি চারের সাহায্যে ৩৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। ওয়াশিংটন সুন্দরের বলে চার মেরে দলকে সিরিজ জেতান এই টেস্টে অভিষেক হওয়া ওয়েবস্টার। প্রসিদ্ধ কৃষ্ণ তিনটি ও মহম্মদ সিরাজ ১ উইকেট নেন। সিরাজ এদিন খোয়াজাকে আউট করে টেস্টে শততম শিকার ঝুলিতে পুরলেন।
এদিকে জসপ্রীত বুমরাহর পর দ্বিতীয় ভারতীয় পেসার তথা ভারতের চতুর্থ বোলার হিসেবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের ক্লাবে যোগ দিলেন সিরাজ। রবিচন্দ্রন অশ্বিন ১৯৫টি, জসপ্রীত বুমরাহ ১৫৬টি, রবীন্দ্র জাদেজা ১৩১টি ও মহম্মদ সিরাজ ১০০টি উইকেট নিয়েছেন।