দর্শক জাগাতে সিলেটের প্রয়োজন জয়

সিলেট স্ট্রাইকার্সকে ঘিরে বিপিএলে সিলেটে যে ঢেউ উঠেছিল, সেই ঢেউ অনেকটা প্রশমিত হয়ে এসেছে প্রথম ম্যাচে স্বাগতিকদের বাজেভাবে হার। জয়-পরাজয় খেলারই অংশ। কিন্তু চলতি বিপিএলে উড়তে থাকা সিলেট যেভাবে রংপুর রাইডাসের কাছে মাত্র ৯২ রানে অলআউট হয়ে ৬ উইকেটে হেরেছে, তা সমর্থকরা কোনোভাবেই মেলাতে পারছেন না।
এমন নয় যে সিলেট গতকালই (শুক্রবার) প্রথম হেরেছে। এর আগে তারা কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছেও হেরেছিল ৫ উইকেটে। সেবারও ব্যাটিং ব্যর্থতার মাঝে পড়ে ৭ উইকেটে ১৩৩ রান করেছিল। কিন্তু সেখানে মড়ক লাগেনি। যেমনটি লেগেছিল রংপুরের বিপক্ষে। ৮.৪ ওভারে মাত্র ১৮ রানে নেই ৭ উইকেট। সে সময় মনে হয়েছিল সিলেট শুধু নিজেদের সর্বনিম্ন রানেই নয়, বিপিএলের ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হতে যাচ্ছে। কিন্তু অষ্টম উইকেট জুটিতে তানজিম হাসান সাকিব ও মাশরাফি ৭ ওভারে ৪৮ রান করলে অলআউট না হয়ে সিলেটের রান ৯ উইকেটে ৯২ পর্যন্ত গিয়েছিল। এমনই ব্যাটিং ব্যর্থতাই দলটিকে নিয়ে নানা শঙ্কা সমর্থকদের মনে বিরাজ করছে। যদিও ফরচুন বরিশালের বিপক্ষেও ইনিংসের দ্বিতীয় ওভারেই ৩ উইকেট হারিয়ে বিপদশঙ্কুল পথে পড়েছিল সিলেট। সেখান থেকে তাদের উদ্ধার করে ম্যাচ জিততে ভূমিকা রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত অপরাজিত ৮৯ ও টম মুরিস ৪০ রান করে।
ঢাকায় সিলেট যে চারটি ম্যাচে জিতেছিল, সেখানেও প্রয়োজন কেউ না কেউ দাঁড়িয়ে গিয়েছিলেন। কিন্তু রংপুরের বিপক্ষে সেখানে কেউ ত্রাণকর্তা হতে পারেননি। তাদের কাছে হারের পর দলের ব্যাটিং কোচ তুষার ইমরান জানিয়েছেন গত তিনটি ম্যাচেই তাদের টপ অর্ডার ভালো করতে পারছে না। আগামীতে তা কাটিয়ে উঠার কথা জানিয়েছেন।
তুষার ইমরানের এই আগামীর পথচলা শুরু হতে পারে চট্টগ্রামের বিপক্ষেই জয় দিয়ে। সিলেটের মতো চট্টগ্রামও সিলেটে হার দিয়ে শুরু করেছে। তারা জিততে জিততেও হেরে গেছে ফরচুন বরিশালের কাছে ৩ উইকেটে। দুই দলই হারের নোনা স্বাদ নিয়ে পরস্পরকে হারাতে মাঠে নামবে। সিলেট জিতলে শেষ চারের পথে তারা এক পা দিয়ে রাখবে। অপরদিকে চট্টগ্রাম আছে খাদের কিনারায়। আজকের ম্যাচসহ বাকি তিন ম্যাচ জিতলেও তাদের শেষ চারে যাওয়া অনিশ্চিত। যদি সব ম্যাচ জিততে পারে, সে ক্ষেত্রে পয়েন্ট টেবিলে অন্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে।
দুই দলের এটি পরস্পরের বিপক্ষে দ্বিতীয় খেলা। এবারের আসর দুই দলই শুরু করেছিল পরস্পরের বিপক্ষে ম্যাচ দিয়ে। যেখানে সিলেট জয়ী হয়েছিল ৬ উইকেটে।
এমপি/আরএ/
