প্রথম বিভাগ হ্যান্ডবল লিগ শুরু ২৯ জানুয়ারি

কিউট প্রথম বিভাগ হ্যান্ডবল লিগ শুরু হবে আগামী ২৯ জানুয়ারি। পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল লিগের উদ্বোধন করবেন।
প্রথম বিভাগ হ্যান্ডবল লিগকে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, লিগ কমিটির চেয়ারম্যান মো. মজিবুল হক, ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক ও লিগ কমিটির সম্পাদক এস এম খালেকুজ্জামান স্বপনসহ আরও অনেকে।
লিগে অংশ নেবে ৬টি ক্লাব। ক্লাবগুলো হলো- ওল্ড আইডিয়ালস, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, স্টার স্পোর্টস, মনসুর স্পোর্টিং ক্লাব, পূর্বাচল পরিষদ ও সতীর্থ ক্লাব।
এমপি/এসজি
