ম্যারাডোনার কারণেই আর্জেন্টিনার সাপোর্টার মাশরাফি

ফুটবল বিশ্বকাপ নিয়ে দেশের মানুষের মাঝে কৌতূহলের শেষ নেই। ফুটবল বিশ্বকাপকে ঘিরে সব বয়সী মানুষের মাঝে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। সেই কাতার থেকে বাদ পড়েননি বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোত্তর্জা।
রবিবার (২০ নভেম্বর) নড়াইল সদর উপজেলা চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে ফুটবল বিশ্বকাপ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ম্যাশ জানান, তিনি আর্জেন্টিনার সাপোর্টার।
মাশরাফি বলেন, ডিয়াগো ম্যারাডোনার কারণেই তিনি আর্জেন্টিনার সাপোর্টার। ২০১৪ সালে ফাইনালে হেরে যাওয়ার পর থেকে আর্জেন্টিনাকে নিয়ে খুব বেশি আশা করেন না তিনি। তবে আর্জেন্টিনাকে সাপোর্ট করেন। অন্যান্য দলের যারা ভালো খেলোয়াড় আছেন তাদের খেলাও উপভোগ করেন তিনি।
এসময় ম্যাশ আরও বলেন, বাংলাদেশে ক্রিকেট প্রধান খেলা হলেও ফুটবলের জায়গাটা আলাদা। ফুটবল এখনো মানুষ পছন্দ করে। মানুষ কাজকর্ম ফেলে ফুটবল বিশ্বকাপ দেখে। এসময় আর্জেন্টিনা, ব্রাজিলসহ অন্যান্য দলের জন্য শুভকামনা জানান তিনি।
এসজি
