শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

ভোরে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

ছবি: সংগৃহীত

আগামীকাল বুধবার ভোর সাড়ে ছয়টায় মারাকানায় স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সেলেসাওদের মুখোমুখি হচ্ছে আলবিসেলেস্তেরা। দুই চিরপ্রতিদ্বন্দ্বি এবার একে অন্যের মুখোমুখি। ম্যাচের ভেন্যু ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম। এই স্টেডিয়ামে মিশে আছে আলবিসেলেস্তেদের সুখস্মৃতি। এই মাঠেই ২০২১ কোপা আমেরিকার ফাইনাল জয় করে নিজেদের ২৮ বছরের শিরোপাখরা কাটিয়েছিল আর্জেন্টিনা।

আর্জেন্টিনার স্বপ্নযাত্রার শুরুটাও হয়েছিল সেখান থেকেই। মারাকানার মাঠে তাই আরও একবার ফিরতে পেরে খুশিই হবেন মেসি এন্ড কোং। দুই দলই অবশ্য নিজেদের খেলা শেষ ম্যাচটায় হেরেছে। সে হিসেবে চাপ থাকবে দুজনের উপরেই।

ব্রাজিলের উপর চাপটা অবশ্য বেশিই থাকবে। অন্তর্বর্তীকালীন কোচ লুইস দিনিজের ট্যাকটিক্স প্রতিনিয়ত সমালোচনার মুখে পড়ছে। ফ্লুমিনেন্সের কোচ দিনিজ যতটা উজ্জ্বল, ব্রাজিলের কোচ দিনিজ যেন ততটাই নিষ্প্রভ। বাছাই পর্বের ৫ ম্যাচ থেকে সেলেসাওদের অর্জন মোটে ৭ পয়েন্ট। শেষ দুই ম্যাচে আবার জুটেছে হার। এর মাঝে দলের বড় দুই তারকা নেইমার জুনিয়র এবং ভিনিসিয়ুস জুনিয়রকে পাওয়া হচ্ছেনা তাদের। মারাকানার পূর্ণ স্টেডিয়ামের সামনে তাই কপালের ভাঁজ একটু চওড়া হওয়ার কথা দিনিজের।

পক্ষান্তরে আর্জেন্টিনার বাঁধা নেই কিছুই। লিসান্দ্রো মার্টিনেজ ছাড়া পুরো স্কোয়াডই ফিট। শেষ ম্যাচের হারটাই হয়ত খানিক দুশ্চিন্তার কারণ স্কালোনির জন্য। তবে পরিপূর্ণ ছন্দে থাকা মেসি ব্যবধান গড়ে দেওয়ার কারিগর হতে পারেন, এটাই বড় স্বস্তির খবর। মেসি অবশ্য এখন পর্যন্ত প্রতিযোগিতামূলক ম্যাচে ব্রাজিলের বিপক্ষে কোন গোল বা অ্যাসিস্ট পাননি সেটাও আছে আলোচনায়।

 

দুই দলের মুখোমুখি লড়াইটা অবশ্য সঙ্গ দিচ্ছে ব্রাজিলকে। মুখোমুখি ১০৯ ম্যাচে আর্জেন্টিনার ৪০ জয়ের বিপরীতে তাদের জয় ৪৩ ম্যাচে। ২৬ ম্যাচ হয়েছে ড্র। ফিফা বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার জয় ২ ম্যাচে। আর ব্রাজিলের জয় ৪ ম্যাচে। অবশ্য প্রতিযোগিতামূলক ৫১ ম্যাচে ব্রাজিলের ১৮ জয়ের বিপরীতে ২ ম্যাচ বেশি জিতেছে আর্জেন্টিনা।

Header Ad
Header Ad

মাহফিলে আজহারী উঠবেন রাতে, দুপুরেই ভরে গেছে ময়দান

ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় মাওলানা ড.মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানের ঢল নেমেছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে মানুষের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে মাহফিলের মাঠ।

সকাল ৯টা থেকে দেশের খ্যাতনামা ইসলামী স্কলারগণ বয়ান করছেন। সকাল থেকে বয়ান করেছেন দেশের খ্যাতনামা ইসলামী স্কলার শায়খ মুফতি কাজী ইব্রাহীম, শায়খ মুহাম্মদ জামাল উদ্দিন, এবং জুমার নামাজের খুতবা দিচ্ছেন মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।

জুমার পরে দেশের খ্যাতনামা আরো দেশবরেণ্য ইসলামী স্কলারগণ বয়ান করবেন। ইতিমধ্যেই মাহফিলের উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে মাওলানা মিজানুর রহমান আজহারী ঢাকা থেকে রওনা দিয়েছেন। দুপুর ১টা ৫০ মিনিটে তাকে বরণকারী হেলিকপ্টার পেকুয়ায় অবতরণ করবে। তিনি রাত ৮টার দিকে তাফসীর করবেন বলে জানা গেছে।

মাহফিলের দেশের বিভিন্নস্থান থেকে মানুষ ছুটে আসছে। আগতরা বলছেন দীর্ঘদিন পর মাওলানা মিজানুর রহমানের আসার খবরে তারা ছুটে এসেছেন। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে মানুষ এখনো আসছে। পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের উপদেষ্টা ও মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক নেয়ামত উল্লাহ নিজামী বলেছেন মানুষের ঢল নেমেছে এই মাহফিলের ১০ লক্ষ মানুষের সমাগম হবে।।

Header Ad
Header Ad

ইসরায়েলি হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন ডব্লিউএইচও প্রধান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরস আধানম গেব্রেয়াসুস। ছবি: সংগৃহীত

ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। এই হামলায় দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাক্রমে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরস আধানম গেব্রেয়াসুস। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তার দলের একজন ক্রু সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সানা বিমানবন্দরে এই হামলা চালানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, হামলার সময় ডব্লিউএইচও প্রধান উড়োজাহাজে ওঠার অপেক্ষায় ছিলেন। হামলার ফলে বিমানবন্দরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তেদরস আধানম গেব্রেয়াসুস নিজেই জানান, “ইসরায়েলের এই হামলায় আমাদের দলের একজন ক্রু সদস্য আহত হয়েছেন। বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরা নিরাপদে রয়েছেন। তবে এই হামলার কারণে আমাদের যাত্রায় বিলম্ব হয়েছে। বিমানবন্দরে অন্তত দুজন নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।”

ঘটনার বিস্তারিত উল্লেখ করে তিনি আরও বলেন, “আমরা সানায় আমাদের কাজ শেষ করে উড়োজাহাজে ওঠার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক তখনই বিমানবন্দরে হামলা হয়। এতে উড়োজাহাজ নিয়ন্ত্রণ টাওয়ার, রানওয়ে এবং বিমানবন্দরের অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।”

ইয়েমেনের রাজধানী সানা বর্তমানে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। একদিন আগে হুতিদের পক্ষ থেকে ইসরায়েলে হামলা চালানো হয়। তার জবাবেই ইসরায়েল পাল্টা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং নতুন করে উত্তেজনার শঙ্কা তৈরি হয়েছে।

Header Ad
Header Ad

থাইল্যান্ডে নিখোঁজ হওয়া বাংলাদেশিকে পাওয়া গেল থাই নারীর সঙ্গে হোটেলে  

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে নিখোঁজ হওয়া এক বাংলাদেশির সন্ধান মিলেছে। তার নাম আবু আল-কাসিম। ৩০ বছর বয়সী এই বাংলাদেশি যুবক দেশটিতে যাওয়ার পর ছয় মাস ধরে তার পরিবারের কাছ থেকে নিখোঁজ ছিলেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তাকে ব্যাংককের একটি হোটেলে তাকে খুঁজে পায় পুলিশ। দক্ষিণ-পূর্ব ব্যাংককের ওই হোটেলটিতে থাই এক নারীর সঙ্গে ছিলেন তিনি এবং তাকে মাদক সংক্রান্ত অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।

শুক্রবার (২৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নেশন থাইল্যান্ড।

সংবাদমাধ্যমটি বলছে, থাইল্যান্ডে যাওয়ার পর ছয় মাস ধরে নিজের পরিবারের কাছে নিখোঁজ থাকা এক বাংলাদেশিকে অবশেষে বৃহস্পতিবার থাই অভিবাসন পুলিশ খুঁজে পেয়েছে এবং শুধুমাত্র মাদক সংক্রান্ত অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

নেশন থাইল্যান্ড বলছে, থাইল্যান্ডের অভিবাসন কর্মকর্তারা ৩০ বছর বয়সী আবু আল-কাসিমকে দক্ষিণ-পূর্ব ব্যাংককের ব্যাং না-তে একটি হোটেলের নবম তলার একটি কক্ষে একজন থাই নারীর সাথে থাকা অবস্থায় খুঁজে পান। পরে ওই কক্ষে তল্লাশি চালিয়ে স্ন্যাক বাক্সে লুকিয়ে রাখা প্রায় ২ গ্রাম ক্রিস্টাল মেথামফেটামিন (“বরফ”) পাওয়া যায়।

ইমিগ্রেশন ডিভিশন ১-এর কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আল-কাসিম ছয় মাসেরও বেশি আগে থাইল্যান্ডে আসেন কিন্তু তারপর বাংলাদেশে তার আত্মীয়দের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তার পাসপোর্টে থাকা তথ্য অনুযায়ী, তিনি এই বছরের মে মাসে থাইল্যান্ডে প্রবেশ করেছিলেন এবং ইতোমধ্যেই তার ট্যুরিস্ট ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে।

পুলিশ বলেছে, বাংলাদেশি এই যুবক মাদকদ্রব্য রাখার কথা স্বীকার করেছে এবং বলেছে, থাইল্যান্ডে বিদ্যমান স্বাধীনতায় তিনি মুগ্ধ হয়ে গিয়েছিলেন, যার কারণে তিনি মাদকের দিকে ঝুঁকে যান।

সংবাদমাধ্যম বলছে, হোটেলে খুঁজে পাওয়ার পর আবু আল-কাসিমকে বাং না থানায় নিয়ে যাওয়া হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য রাখার ও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও থাইল্যাণ্ডে অবস্থানের অভিযোগ আনা হয়েছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মাহফিলে আজহারী উঠবেন রাতে, দুপুরেই ভরে গেছে ময়দান
ইসরায়েলি হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন ডব্লিউএইচও প্রধান
থাইল্যান্ডে নিখোঁজ হওয়া বাংলাদেশিকে পাওয়া গেল থাই নারীর সঙ্গে হোটেলে  
হাসিনার দোসররা সচিবালয়ে পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ড করেছে: শাকিল উজ্জামান
ভারতে ইসকন মন্দিরে চিন্ময়ের আইনজীবীর বৈঠক
ভোটার হওয়ার বয়স ১৭ বছর নির্ধারিত হওয়া উচিত: ড. মুহাম্মদ ইউনূস  
নির্বাচনে অংশ নিতে খালেদা জিয়ার আইনগত কোনো বাধা নাই
বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, নিহত ৫  
পাঁচ সাংবাদিক বরখাস্তের জন্য সরকার দায়ী নয়: প্রেস সচিব শফিকুল আলম
জাহাজে ছেলে খুন, পুত্রশোকে বাবার মৃত্যু
ক্রীড়া উপদেষ্টা আপাতত ক্রীড়া পরিষদে অস্থায়ী অফিস করবেন
সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়: ড. মুহাম্মদ ইউনূস
পানির ট্যাংকে লুকিয়েও রক্ষা পেলেন না আ’লীগ নেত্রী  
গাজার কামাল আদওয়ান হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় নিহত ৫০
ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে জাতীয় সংলাপ শুরু আজ থেকে
দাঁড়িয়ে থাকা করমিনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৩ জনের
জাহাজে ৭ খুন: অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নৌযান শ্রমিকেরা  
জেসিও আমিনুল ইসলামের বক্তব্য তার একান্ত ব্যক্তিগত: আইএসপিআর
৯৯৯ থেকে কল এলে সাবধান!
আগেই সতর্ক করেছিলেন গোয়েন্দারা, ব্যবস্থা নেয়নি বিমানের কর্তারা