মালানের তান্ডবে খুলনাকে হারিয়ে কোয়ালিফায়ারে বরিশাল
মালানের তান্ডবে খুলনাকে হারিয়ে কোয়ালিফায়ারে বরিশাল। ছবি: সংগৃহীত
সেরা চারে যেতে জয়ের কোনো বিকল্প ছিল না খুলনা টাইগার্সের। কিন্তু ফরচুন বরিশালের কাছে হেরে প্লে অফের স্বপ্ন অনেকটা শেষ হয়ে গেল খুলনা টাইগার্সের। অন্যদিকে দুই ম্যাচ হাতে রেখেই কোয়ালিফায়ার (সেরা দুইয়ে থেকে গ্রুপ পর্ব শেষ করা) নিশ্চিত হয়ে গেছে বরিশালের।
বরিশালের জয়ে বড় ভূমিকা ডেভিড মালানের। ৩৭ বলে ৬৩ রানের (৮ চার ৩ ছক্কা) ঝড়ো ইনিংস খেলেন ইংলিশ ব্যাটার। এই ম্যাচে বরিশালের দ্বিতীয় রান সংগ্রাহক তামিম ইকবাল। ২৫ বলে ২৭ রান করেন বরিশাল অধিনায়ক।
২৪ রান করে নেন দুই অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। শেষ দিকে বরিশালের জয়ে অবদান ফাহিম আশরাফের। ৬ বলে পাকিস্তানি ব্যাটার তোলেন অপরাজিত ১৮ রান। অপর প্রান্তে থাকা আফগান ব্যাটার মোহাম্মদ নবি অপরাজিত থাকেন ১০ বলে ১৫ রানে।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনার হয়ে উদ্বোধনী জুটিতে ৩৩ বলে ৪৭ রান করেন দুই ওপেনার মোহাম্মদ নাইম ও মেহেদী হাসান মিরাজ। ১৮ বলে ২৯ রান করেন মিরাজ।
দ্বিতীয় উইকেটে অ্যালেক্স রসকে নিয়ে ২০ বলে ৫২ রানের জুটি করেন নাইম। এরপর বাঁহাতি টাইগার ব্যাটার হাঁকান ফিফটি (২৭ বলে ৫ চার ৩ ছক্কায় ৫১ রান)।
আলেক্স রস ১৫ বলে ২০, আফিফ হোসেন ২৭ বলে ৩২, উইলিয়াম বসিস্টো ১৬ বলে ২০ রান করেন। শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করেন মাহিদুল হাসান অংকন। অপরাজিত ১২ বলে ২৭ রান করেন তিনি। বল হাতে বরিশালের হয়ে ২ উইকেট শিকার করেন ফাহিম আশরাফ। খুলনার হয়ে ২ উইকেট নেন আবু হায়দার রনি।