প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারিং করবেন সৈকত
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি: সংগৃহীত
আর কয়েকদিন পর মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ১ জুন (বাংলাদেশ সময় ২ জুন) যুক্তরাষ্ট্র-কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে ধুম-ধারাক্কার বিশ্ব আসর। প্রথম ম্যাচেই ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রন সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সৈকতের সঙ্গে সেদিন মাঠে নামবেন ইংলিশ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ।
প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন সৈকত। সেটাও আবার উদ্বোধনী ম্যাচেই। এর আগে ২০১৮ সালে তিনি মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। ৪৭ বছর বয়সী সৈকতকে আম্পায়ারের ভূমিকায় দেখা গেছে গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ম্যাচেও। মাঠে তার সিদ্ধান্ত এবং ম্যাচ পরিচালনার দক্ষতা দেখে প্রশংসা করে আইসিসি।
এর আগে নারীদের ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব পালন করে নজরে আসেন তিনি। সব মিলিয়ে পারফরম্যান্স ভালো থাকায় আইসিসি তাকে এলিট প্যানেলে যুক্ত করে। শেষ বিশ্বকাপের মতো এবারও টি-টোয়েন্টি মহাযজ্ঞে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সৈকত।
এছাড়াও এবার আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন- ক্রিস ব্রাউন, কুমার ধর্মাসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, আলাহুদিন পালেকার, রিচার্ড কেটলবরো, জয়রামন মদনাগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাজস্কি, আহসান রাজা, রশিদ রিয়াজ, পল রাইফেল, ল্যাংটন রোজ, শাহ্ রুসরি, রশিদ রিয়াজ, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন এবং আসিফ ইয়াকুব।
ম্যাচ রেফারি হিসেবে আছেন ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাধুগেলে, অ্যান্ডি পাইক্রফ, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ।