আর্চারি বিশ্বকাপ খেলতে গিয়ে দেশি রেকর্ড!
বিদেশে বাংলাদেশ দল খেলতে চায় ভালো করার জন্য। পদক জেতার জন্য। সেখানে বাংলাদেশ আর্চারি দল তুরস্ক গিয়ে করেছে দেশি রেকর্ড। তুরস্কে ওয়ার্ল্ড কাপ স্টেজ-১ খেলতে গিয়ে জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশের দুই আর্চার মোহাম্মদ আশিকুজ্জামান ও পুষ্পিতা জামান। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টের কোয়িলিফিকেশন রাউন্ডে বাংলাদেশ ১৩৮৪ স্কোর করে ২১তম হয়। এই ইভেন্টে অংশ নেয় ২৬টি দেশ।
কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে ২০১৯ সালে জাতীয় আর্চারিতে ১৩৮২ স্কোর করে জাতীয় রেকর্ড গড়েছিলেন মিঠু রহমান ও সুস্মিতা বনিক। এবার আনতালিয়ায় সেই রেকর্ড ভেঙেছেন মোহাম্মদ আশিকুজ্জামান ও পুস্পিতা জামান। তারা ১৩৮৪ স্কোর করে নতুন রেকর্ড গড়েছেন।
বাংলাদেশ দল এখন ২১ এপ্রিল খেলবে মিশ্র দলগত ইভেন্টের ইলিমিনেশন রাউন্ডের সেরা বারোতে উঠার লড়াইয়ে। মোহাম্মদ আশিকুজ্জামান ও পুস্পিতা জামানের প্রতিপক্ষ চাইনিজ তাইপের প্রতিদ্বন্দ্বী।
কম্পাউন্ড পুরুষ এককের কোয়ালিফিকেশন রাউন্ডে আশিকুজ্জামান ৮৬ জন আরচারের মধ্যে ৪৬তম হন। বাছাইয়ে তিনি ৭২টি তীর ছুড়ে ৭২০ এর মধ্যে ৭০১ স্কোর করেন। অপরদিকে মেয়েদের একক ইভেন্টে পুস্পিতা জামান ৬৮৩ স্কোর করে ৪৮তম হন।
কম্পাউন্ড পুরুষ একক ইলিমিনেশন রাউন্ডের শীর্ষ ৩২ এর খেলায় মোহাম্মদ আশিকুজ্জামান খেলবেন গুয়েতেমালার বারিলাস জুলিওর বিপক্ষে। মেয়েদের শীর্ষ ৩২ এর খেলায় পুস্পিতা জামানের প্রতিপক্ষ মেক্সিকোর হার্নান্দেজ জিওন আনা সোফিয়া।
এমপি/এসজি