বাংলাদেশের মাইলফলকের ১৫০তম ম্যাচে ছুটে গেল জিম্বাবুয়ে!
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ আজ নিজেদের ১৫০তম ম্যাচ খেলতে নামবে। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আবার হোয়াইটওয়াশ করার ম্যাচও। ফলাফল পক্ষে এলে বাংলাদেশ এক ঢিলে দুই পাখি মারবে। আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশও করা হবে আবার মাইলফলকের ম্যাচে জয়ও থাকবে।
বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাসে জিম্বাবুয়ে নামটি বেশ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্রথম ম্যাচ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে, ৫০তম ম্যাচও খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে, এমন কী শততম ম্যাচও। প্রথম জয়ও এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। ৫০তম ম্যাচে জয় না পেলেও শততম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। আবার সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। সবচেয়ে বেশি জয়ও এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই জিম্বাবুয়ে নেই আজকের দেড়শতম ম্যাচে!
বাংলাদেশ এখন পর্যন্ত যে ১৪৯টি ম্যাচ খেলেছে, সেখানে জয় এসেছে এক তৃতীয়াংশের কাছাকাছি ৫৪টি। যেখানে সর্বশেষে ৫ ম্যাচে আছে জয়। হার মেনেছে ৯২ ম্যাচে। ৩টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
বাংলাদেশ সবচেয়ে বেশি ২০টি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। জয় আছে ১৩টি, পরাজয় ৭টি। দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছে পাকিস্তানের বিপক্ষে ১৮টি। ২টি মাত্র ম্যাচ জিতে বাকি ১৬টিতেই হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ ১৭টি ম্যাচ খেলে ৩টিতে জিতে হেরেছে ১৪টিতে। উইন্ডিজের বিপক্ষে ১৬ ম্যাচ খেলে ৫টিতে জিতে হেরেছে ৯টিতে। ২টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলার সংখ্যা ১৩টি। ৪টি জয়ের বিপরীতে হার ৯টিতে। ভারতের বিপক্ষে অবস্থা খুবই নাজুক। ১২ ম্যাচ খেলে জয় মাত্র ১টিতে। বাকি ১১টিতেই হার। ১০টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এখানে জয় আছে ৪টিতে। হেরেছে ৬ ম্যাচে।
আফগানিস্তানের বিপক্ষে ৯ ম্যাচ খেলে বাংলাদেশের জয়ের সংখ্যা ৩টি। হার ৬টি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ ম্যাচ খেলে নেই কোনো জয়। সবগুলোতেই হার। ১৫০তম ম্যাচ খেলার প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার সংখ্যা ৭টি। ২০০৯ সালে প্রথম মোকাবেলাতে হেরেছিল বাংলাদেশ। এরপর আর কোনো হার নেই। আছে শুধুই জয়। সেই সংখ্যা ৫টি। ১টি ম্যাচ আছে পরিত্যক্ত হওয়ার তালিকায়।
টেস্ট খেলুড়ে দেশগুলোর মাঝে বাংলাদেশের অবস্থান সবচেয়ে ভালো বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। ৪ ম্যাচ খেলে জয় ৩টিতে। এর ৩টিই ছিল কিছুদিন আগে শেষে হওয়া বাংলাওয়াশ করা সিরিজে। একমাত্র হার ছিল ২০২১ সালের বিশ্বকাপে প্রথম দেখাতে। ৪টি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষেও। ৩টি ম্যাচ জিতলেও ১টি ম্যাচে হার আছে বাংলাদেশের।
আইসিসির সহযোগী সদস্য সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩ ম্যাচ খেলে সব কটিতে জয় পেলেও আরকে সহযোগী সদস্য স্কটল্যান্ডের কাছে ২ ম্যাচ খেলে আবার ২টিতেই হেরেছে বাংলাদেশ। তবে ওমানের বিপক্ষে ২ ম্যাচ খেলে আর এই পরিণতি বরণ করতে হয়নি বাংলাদেশকে। এখানে ২টিতেই আছে জয়। এভাবে সহযোগী দেশ হংকংয়ের কাছেও ১ ম্যাচ খেলে হার আছে বাংলাদেশের। আবার ১টি করে ম্যাচ খেলে নেপাল,পাপুয়া নিউগিনি ও কেনিয়ার বিপক্ষে আছে জয়।
এমপি