ধবলধোলাইয়ের লজ্জা এড়িয়ে যা বললেন শাদাব
সংযুক্ত আরব আমিরাতে দুঃস্বপ্নের এক সিরিজ শেষ করল পাকিস্তান। বড় জয়ে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের লজ্জা এড়িয়েছে তারা।
হতাশাজনক পারফরম্যান্সের পরও আশাহত হচ্ছেন না শাদাব খান। পাকিস্তান অধিনায়কের বিশ্বাস, এগিয়ে যাবেন তারা।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে চার দিনে তিন টি-টোয়েন্টি খেলেছে দুই দল। ২৪ মার্চ প্রথম ম্যাচে মাত্র ৯২ রানে থামে পাকিস্তান। হারে ৬ উইকেটের ব্যবধানে। ২৬ মার্চ দ্বিতীয় ম্যাচ আফগানরা জিতে নেয় ৭ উইকেটে। তবে শেষটায় জয়ে রাঙাতে পারেনি তারা।
গতকাল রাতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৮২ রানের বড় পুঁজি পায় পাকিস্তান, যা তাড়ায় মাত্র ১১৬ রানে থামে আফগানিস্তান। দলের জয়ে অবদান রেখে ম্যাচসেরা হয়েছেন শাদাব। ব্যাটিংয়ে ২৮ রান করার পর বোলিংয়ে ৩ উইকেট শিকার করেন তিনি।
দলের জেতানোর দিনে ইতিহাসও গড়েছেন শাদাব। টি-টোয়েন্টিতে প্রথম পাকিস্তানি বোলার হিসেবে ১০০ উইকেট শিকারের কোটা অতিক্রম করেছেন তিনি। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে তার নামের পাশে রয়েছেন ১০১টি উইকেট।
ইতিহাস গড়ার রাতে শাদাব বলেন, ‘আমরা সেরা উপায়ে সিরিজটি শেষ করতে চেয়েছিলাম, যা করতে পেরেছি। আমাদের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার দরকার ছিল এবং আজ (সোমবার) রাতে ব্যাটাররা এটা করতে পেরেছে। পাকিস্তানের গর্বের জন্য আমাদের খেলার প্রয়োজন ছিল, আমরা তা করেছি।’
পাকিস্তানি অধিনায়ক আরও বলেন, ‘এই সিরিজের মূল উদ্দেশ্যে ছিল তরুণদের সুযোগ দেওয়া। আশা করি, তারা এই ম্যাচগুলো থেকে আত্মবিশ্বাস পাবে এবং এটি তাদের দীর্ঘ পথচলায় সহায়ক হবে।’
আরএ/