মাহমুদুল জয়ের অভিষেক
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচেই বাংলাদেশ টস জেতার পর দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টেও টস জিতেছিল। প্রতিবারই বাংলাদেশ দল আগে ব্যাটিং করেছিল। এবার ঢাকা টেস্টে আর টস জিতে হয়নি। টস জিতেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পাকিস্তান দল চট্টগ্রাম টেস্টের সেরা একাদশ নিয়েই খেলতে নেমেছে। স্বাগতিক বাংলাদেশ দলে এসেছে তিনটি পরিবর্তন নিয়ে। বাংলাদেশের নিরানব্বইতম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে উদ্বোধনী ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়ের। ২০১৯ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন এই ওপেনার।
ইনজুরি কাটিয়ে সাকিব আল হাসান দলে ফেরায় বাদ পড়েছেন ইয়াসির আলী। চট্টগ্রাম টেস্টে আটানব্বইতম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল ইয়াসির আলীর। দলের অপর পরিবর্তন এসেছে বোলিং আক্রমণে। পেসার আবু জায়েদের জায়গায় সুযোগ পেয়েছেন খালেদ হোসেন।
দুই টেস্টের সিরিজের চট্টগ্রাম টেস্টে পাকিস্তান জিতেছিল ৮ উইকেটে।
বাংলাদেশ : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ হোসেন।
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান ( উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।
এমপি/এসআইএইচ/