‘বিশ্বকাপ জিতে আমার প্রতি অন্যায্য কথা বন্ধ করেছি’

রাশিয়া বিশ্বকাপের পর অবসরের ভাবনায় ডুবেছিলেন লিওনেল মেসি। সেখান থেকে তাকে ফিরিয়ে আনে লিওনেল স্কালোনি। গুরু-শিষ্য মিলে অসাধ্যকে সাধন করেছেন। আর্জেন্টিনাকে জিতিয়েছেন বিশ্বকাপ, যা অনেক কষ্টের ফসল মেসির কাছে।
যে মেসি বার্সেলোনাকে ভিজিয়েছেন শিরোপার বৃষ্টিতে, আন্তর্জাতিক অঙ্গনে সেই মেসির ব্যক্তিগত অর্জনের ঝুলিতে সাফল্য হাতে গোনা কয়েকটি। এ নিয়ে কম কটূক্তি শুনতে হয়নি তাকে। সেই সমালোচনা কতটা আঘাত করত মেসি ও তার পরিবারকে, সেটা অবশেষে জানালেন এই আর্জেন্টাইন খুদেরাজ। তিনি বলেছেন, ‘এমনও সময় ছিল যখন আমি অনেক কষ্ট পেয়েছি। অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। আমি জানি যে আমার পরিবার আমার মতোই বা তার চেয়েও বেশি আঘাত পেয়েছিল।’
অবশেষে গত দুই বছরে জাতীয় দলকে তিন শিরোপা (কোপা আমেরিকা, ফাইনালিসিমা, বিশ্বকাপ) জিতিয়েছেন মেসি। । তিনি বলেন, ‘আমার প্রতি অন্যায্য কথা বলা হয়েছিল, যা সত্যিই আমাকে বিরক্ত করেছিল। অবশেষে কোপা আমেরিকা জিতেছি, বিশ্বকাপ জিতেছি এবং এটা বন্ধ করেছি।’
এসআইএইচ
