হেলমেটের অসম্মান করায় শান্তর শাস্তি
নিজের প্রতি ক্ষোভ হেলমেটের উপর ঝাড়েন নাজমুল হোসেন শান্ত। জোরে ছুড়ে মারেন খেলার সরঞ্জাম। হেলমেটের অসম্মান করায় শাস্তি পেয়েছেন শান্ত। তার ঝুলিতে জমা পড়েছে একটি ডিমেরিট পয়েন্ট। পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে এই বাঁহাতি ওপেনারকে।
শনিবার (২৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট সিক্সার্স। স্বাগতিকদের জয়ের ম্যাচে ব্যাট হাতে বড় অবদান রাখেন শান্ত। ৪৪ বলে ৬ চার এবং ২ ছক্কায় খেলেন ৬০ রানের ইনিংস। তবুও আউট হওয়ার পর মেজাজ হারান তিনি।
ব্যাটিংয়ের এক পর্যায়ে চট্টগ্রামের বাঁহাতি স্পিনার নিহাদুজ্জামানের দুই বলে পর পর চার-ছক্কা মারেন শান্ত। এরপর ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে পড়েন স্টাম্পিংয়ের ফাঁদে। আউট হয়ে মাঠ ছাড়ার সময় ডাগআউটের সামনে হেলমেট ছুড়ে মারেন তিনি।
তার হেলমেটের কিছু অংশ এদিক-ওদিক ছড়িয়ে যায় এবং হাত ফসকে পড়ে যায় ব্যাটও। শান্তর এমন আচরণ মোটেও ভালো ভালোভাবে নেয়নি কর্তৃপক্ষ। তাই সতর্ক করার পাশাপাশি দেওয়া হয় একটি ডিমেরিট পয়েন্ট। খেলা শেষে তার বিরুদ্ধে আনা হয় আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের অভিযোগ।
ওই ধারায় বলা হয়েছে, ক্রিকেট উপকরণের প্রতি অসম্মান কিংবা অব্যবহার। আম্পায়ারদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ম্যাচ রেফারি দেবব্রত পাল সাজার রায় দেন। যেহেতু শাস্তি মেনে নিয়েছেন শান্ত, তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।
এসএন