সিলেটকে ১৭৪ রানের চ্যালেঞ্জ দিল চট্টগ্রাম

সিলেটকে ১৭৪ রানের চ্যালেঞ্জ দিল চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক
অধিনায়ক শুভাগত হোমের মারমুখী তিনটি করে চার ও ছক্কায় ২৯ অপরাজিত ৫৪ রানের সঙ্গে ওপেনার মেহেদী মারুফর দুই ছক্কা ও ৭ চারে ৪০ বলে ৫২ রানের ইনিংসে ভর করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৬ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সকে।
চট্টগ্রাম টস জিতে ব্যাট করতে নামার পর প্রথম বলেই উইকেট হারায়। মাশরাফির বলে ওসমান খান ফিরে যান শূন্য রানে। এরপর ইনিংস মেরামত করেন মেহেদি মারুফ ও আফিফ হোসেন।
দুই জনে জুটিতে ৮৮ রান যোগ করেন ১০.৫ ওভারে। আফিফ ২৭ বলে ৫ বাউন্ডারিতে ৩৪ রান করে মোহাম্মদ আমিরের বলে এলবিডব্লিউর শিকার হন।পরের ওভারে ইমাদ ওয়াসিম মেহেদি মারুফ ও ম্যক্সওয়েল প্যাটট্রিকে ফিরিয়ে দিলে আবার চাপে পড়ে যায় চট্টগ্রাম।
মেহেদি মারুফ ৩৬ বলে ৫০ রান করার পর আউট হন ৫২ রানে। ম্যাক্সওয়েল ১ রান করে বোল্ড হন। কিন্তু অধিনায়ক শুভাগত হোম এসে ২৯ বলে ৩টি করে চার ও ছয় মেরে অপরাজিত ৫৪ রান করলে চট্টগ্রামের ভীত মজবুত হয়ে উঠে। তিনি হাফ সেঞ্চুরি করেন ২৬ বলে ৫০ রান করেন।শেষ ৫ ওভারে সংগ্রহ করেন ৫৩ রান ইমাদ ওয়াসিম ২৩ রানে নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন মাশরাফি ও মোহাম্মদ আমির।
এমপি/এমএমএ/
