কুমিল্লার সংগ্রহ ১৬৫

লিটন কুমার দাস ও মোহাম্মদ রিজওয়ানের উদ্বোধনী জুটিতে রান এসেছে ৬৬। কিন্তু তারপরও কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিজেদের সংগ্রহকে বিশাল আকারে পরিণত করতে পারেনি। সংগ্রহ করেছে ২ েউইকেটে ১৬৫ রান। কারণ রিজওয়ান ও লিটন রান সংগ্রহ করলেও ওভার খেলেছিলেন ৯.৫টি।
রিজওয়ান সবসময় একটু ধীরে খেলে থাকেন। কিন্তু লিটন দাসের খেলার ধরনই মারমুখী। আজ সেখানে তার ব্যাটিং ছিল অনেকটা ধীরগতি। ৫০ রান করে আউট হলেও বল খেলেছেন ৪২টি। অথচ সেখানে বাউন্ডারি ছিল ৯টি। তার মানে ৩৬ রানই এসেছে না দৌড়ে। জুটি ভাঙে নাহিদুলের শিকার হয়ে লিটন আউট হলে।
দেখা যাচ্ছে জুটির ৬৫ রানের ৫০ রানই ছিল লিটনের।
কুমিল্লা এমন শুরুর পরও শেষ ১০.১ ওভারে ভালো রান করে। এর পেছনে ভূমিকা ছিল জনসন চার্লসের। তিনি মাত্র ২২ বলে ৫ ছক্কায় ৩৯ রান করে ওয়াব রিয়াজের বলে মাহমুদুল হাসানের হাতে ধরা পড়েন। রিজওয়ানের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৬.২ বলে ৬০ রান। রিজওয়ান নিজের স্বভাব মত খেলে ৪২ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪৭ বলে ১ ছক্কায় ৪ চারে ৫৪ রান করে। খুশদিল শাহর সঙ্গে তিনি তৃতীয় উইকেট জুটিতে ৩.৫ ওভারে ৪০ রান যোগ করেন। খুশদিল ১১ বলে ১৩ রানে অপরাজিত থাকেন।
নাহিদুল ৩৬ ও ওয়াব ৩৪ রানে নেন ১টি করে উইকেট।
এমপি/আরএ/
