টানা পঞ্চম জয় পেতে কুমিল্লার সামনে খুলনা

সিলেটে বিপিএলের যে ঢেউ লেগেছে সেই ঢেউয়ে আজ শামিল হবে বর্তমান চ্যাম্পিন কুমিল্লা ও খুলনা টাইগার্স। দুই দল দুই মেরুতে দাঁড়িয়ে। প্রথম তিন ম্যাচে টানা হারের পর চতুর্থ ম্যাচে এসে প্রথম জয় পায় কুমিল্লা। এরপর তারা আছে টানা জয়ের মাঝে। একে একে জয় পেয়েছে চারটি ম্যাচে। আজ খুলনাকে হারিয়ে তারা সেটিকে পাঁচে উন্নীত করতে চাইবে। আজকের ম্যাচ কুমিল্লা জিততে পারলে তাদের শেষ চারে যাওয়ার অবস্থান বেশ পোক্ত হবে। বর্তমানে তারা আছে পয়েন্ট টেবিলের তিনে।
খুলনা আছে জয়-পরাজয়ের মাঝে। তবে তাদের শুরুটা হয়েছিল কুমিল্লার মতোই। প্রথম তিন ম্যচেই টানা হার। এরপর চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়। সেই জয়কে পরের ম্যাচে দুইয়ে উন্নিত করে। কিন্তু কুমিল্লার মতো লম্বা করতে পারেনি। তৃতীয় জয় আর পাওয়া হয়নি। হেরে যায় ঢাকা ডমিনেটরসের কাছে। এই ঢাকার কাছে হেরেই তারা যাত্রা শুরু করেছিল। আবার তাদের কাছে হেরেই জয়ে ছেদ পড়ে। তবে ঢাকার কাছে দ্বিতীয় দফা হার ছিল অপ্রত্যাশিত। ঢাকার করা মাত্র ১০৮ রান খুলনা পাড়ি দিতে পারেনি। ৮৪ রানে অলআউট হয়ে মুখ থুবড়ে পড়েছিল। আজ কুমিল্লাকে হারিয়ে তারা আবার জয়ের স্বাদ পেতে চাইবে। যদি জয়ী হতে পারে, তাহলে শেষ চারের লড়াইয়ে তারা শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে।
দুই দলই আজই প্রথম একে অপরের মোকাবিলা করবে।
এমপি/এসএন
