‘এত টিকিট গেল কই’

উত্তাপ আছে। আছে উন্মাদনাও! মোট কথা বিপিএলে মাতোয়ারা সিলেট। তবে হতাশার সংবাদ হলো টিকিট পাচ্ছেন না ক্রিকেটপ্রেমীরা। নির্ধারিত দামের চেয়ে তিনগুণ মূল্যে কেউ কেউ সংগ্রহ করেছেন টিকিট। সিলেট ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১৮ হাজারের কাছাকাছি। টিকিট না পেয়ে হাজারো ক্রিকেটপ্রেমীর প্রশ্ন, ‘এত টিকিট গেল কই’।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিপিএলের সিলেট পর্ব শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) থেকে সিলেট জেলা স্টেডিয়াম ও আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল ফটকের বুথে শুরু হয় টিকিট বিক্রি। টিকিট বিক্রি কার্যক্রম চালুর নির্ধারিত সময় সাড়ে ৯টা। কিন্তু ভোরে আলো ফোটার সঙ্গে সঙ্গে হাজারো তরুণ-যুবক অবস্থান নেন লাইনে। এসময় কেউ কেউ সফল হলেও অধিকাংশেরই ফিরে যেতে হয় মলিন মুখে। শুরুর এক-দেড় ঘণ্টার মধ্যেই ঘোষণা দেওয়া হয় টিকিট নেই।
টিকিট না পাওয়া অনেকেই অভিযোগ করেন, বিক্রি শুরু হওয়ার এক-দেড় ঘণ্টার মধ্যেই ঘোষণা আসে ২০০ ও ৩০০ টাকার টিকিট নেই, যা খুবই আশ্চর্যের। কেবল আছে ১৫০০ টাকা মূল্যের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। দুই স্টেডিয়ামের ৬টি বুথ থেকেই একই ঘোষণা দেওয়া হয়। অথচ এ সময়ের মধ্যে হাজারের বেশি টিকিট বিক্রি হওয়ার কথা নয়।
সুনামগঞ্জ থেকে টিকিট কিনতে এসেছিলেন রবিউল। তিনি জানান, টিকিটের জন্য সকাল সাড়ে ৭টা থেকে লাইনে দাঁড়িয়েও ৩০০ টাকার টিকিট পাননি। তিনি বলেন, হাতে গোনা কয়েকজন টিকিট পেয়েছেন। টিকিট ছাড়াই ফিরতে হয়েছে রবিউলের মতো আরও অনেককে।
এ ব্যাপারে স্টেডিয়ামে টিকিট বিক্রি বুথের ইনচার্জ কামাল পাশা জানান, দেড় ঘণ্টার মাথায় সর্বনিম্ন মূল্যের টিকিট শেষ হয়ে যায়। আগামীকালও (আজ) একই সময়ে টিকিট বিক্রি হবে। কালোবাজারে কোনো টিকিট বিক্রি হয়নি বলে দাবি করেন তিনি।
ম্যাচের দিন ও এর আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বুথে টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে বিসিবি।
সর্বনিম্ন ২০০ টাকা রাখা হয়েছে ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল এরিয়ার টিকিট। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ১ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা, ক্লাব হাউজের টিকিট মিলবে ৫০০ টাকায়। ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের সিলেট পর্বের খেলা অনুষ্ঠিত হবে।
টিকিটের হাহাকারের মাঝেই রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে বিপিএলের সিলেটে পর্ব। তবে নিজেদের ঘরের মাঠে জিততে পারেনি সিলেট। রংপুরের কাছে হেরেছে তারা।
এসজি
