পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী হলেন ওয়াহাব রিয়াজ

এখনো খেলোয়াড়ি জীবনের ইতি টানেননি ওয়াহাব রিয়াজ। এরই মধ্যে দেশের ক্রীড়াঙ্গনে গুরু দায়িত্ব পেয়ে গেলেন পাকিস্তানি পেসার। পাঞ্জাবের ক্রীড়ামন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেছেন প্রদেশের মুখ্যমন্ত্রী মহসিন নকভি।
শুক্রবার (২৭ জানুয়ারি) লাহোরের গভর্নর হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসিন নকভি ১১ জনের তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার নাম ঘোষণা করেন। সেই তালিকায় ক্রীড়ামন্ত্রী হিসেবে ছিল ওয়াহাবের নাম। এদিন গভর্নর বালিগ উর রহমান সদ্য নির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।
পাকিস্তানি পেসার ক্রিকেটীয় ব্যস্ততা শেষে শপথ পাঠ করবেন। এই মুহূর্তে ওয়াহাব রিয়াজ ব্যস্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগে খুলনা টাইগার্সের প্রতিনিধিত্ব করছেন তিনি।
পাকিস্তানের জার্সিতে সব ফরম্যাট মিলিয়ে ১৫৬ ম্যাচে ২৩৭ উইকেট শিকার করেছেন ওয়াহাব। ২০১৯ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৩৭ বছর বয়সী এই বাঁহাতি পেসার।
এসজি
