চোটের কবলে সাদিও মানে
বিশ্বকাপ শুরু হতে দুই সপ্তাহও বাকি নেই। অথচ এখনো চলমান ইউরোপের লিগগুলো। বিশ্বকাপের আগে চলছে শেষ রাউন্ডের খেলা। সেটাই কাল হয়ে দাঁড়াল সাদিও মানের জন্য। চোটের কবলে পড়েছেন সেনেগালের তারকা ফুটবলার।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ওয়েদার ব্রিমেনকে আতিথেয়তায় দেয় বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগার ম্যাচটিকে শুরু থেকেই ছিলেন মানে। চতুর্দশ মিনিটে পায়ে চোট পান তিনি। টিবিয়ায় আঘাত খুঁড়াতে থাকেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ড। তাই বিংশ মিনিটের মাথায় তাকে মাঠ থেকে তুলে নেন কোচ জুলিয়ান ন্যাগেলসম্যান।
ম্যাচের শুরুতেই মানে মাঠ ছাড়লেও অতিথিদের নিয়ে ছেলেখেলা করেছে বায়ার্ন। সার্জি জিনাব্রির হ্যাটট্রিকে জিতেছে ৬-১ গোলে। দলের সহজ জয়ের পর মানের চোটের প্রসঙ্গে বায়ার্ন কোচ বলেছেন, ‘সে টিবিয়ার ওপরের অংশে আঘাত পেয়েছে যা আপনাকে সবসময় অস্বস্তি বোধ করায়।’
ন্যাগেলসম্যান যোগ করেন, ‘খারাপ কিছু আছে কি না তা দেখার জন্য তাকে এক্সরে করাতে হবে কারণ এই অংশটি সহজেই স্পিন্ট হয়ে যায়। আমরা আশা করছি এটি তেমন গুরুতর কিছু না।’ বায়ার্ন কোচের ভবিষ্যদ্বাণী সত্য হলেই স্বস্তি ফিরবে সেনেগাল শিবিরে। অন্যথায় বিশ্বকাপের আগে বড় ধাক্কা খাবে দলটি।
এমএমএ/