প্রোটিয়াদের হারে পাকিস্তানে চলছে আনন্দ মিছিল
সুপার টুয়েলভের দ্বিতীয় গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল খেলার বড় সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকার সামনে। কিন্তু রবিবার (৬ নভেম্বর) দিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে এখন বিদায়ের শঙ্কায় প্রোটিয়ারা। তাতে ভাগ্য খুলেছে বাংলাদেশ ও পাকিস্তানের। তাই প্রোটিয়াদের হারে বাবর আজমদের দেশে চলছে আনন্দ মিছিল।
ক্রিকইনফোর খবরে জানা গেছে, ডাচ অঘটনের পরই ইসলামাবাদ রাজপথে নেমে আসে ক্রিকেটপ্রেমিরা। ভিড় জমিয়ে শুরু করে মিছিল। একইসঙ্গে বাংলাদেশের বিপক্ষে দলের জয়ের জন্য প্রার্থনা শুরু করেছে পাকিস্তানের ভক্তরা। এমনকি লাহোরে রাস্তায় নেমে সমর্থকরা ‘নেদারল্যান্ডস জিন্দাবাদ’ শ্লোগানে আনন্দ মিছিল করেছে।
অ্যাডিলেডের ওভালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। যে জিতবে সেই যাবে বিশ্বকাপের সেমিফাইনাল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
এসআইএইচ