‘কোয়ার্টার ফাইনালে’ টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা হেরে গেলে বাংলাদেশ-পাকিস্তানের যে দল জিতবে তারাই সেমিফাইনালে খেলবে। সেই সুখবর দিয়েছে নেদারল্যান্ডস। তারা দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়ে দিয়েছে। এতে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ হয়ে উঠেছে অলিখিত কোয়ার্টার ফাইনাল। এখন আর কোনো সমীকরণের প্রয়োজন নেই। যে দল জিতবে তারাই খেলবে সেমিফাইনালে। এ কারণেই হঠাৎ করে প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ। ম্যাচ শুরুর আগেই উত্তেজনার ছায়া। এমন টুইটুম্বর উত্তেজনাকে সামনে রেখে টস জিতে ব্যাটিং করতে নামবে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার হারে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের জন্য ভারতকে আর অপেক্ষা করতে হচ্ছে না। তারা উঠে গেছে সেমিফাইনালে।
পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ। তাদের পরিবর্তে দলে নেওয়া হয়েছে সৌম্য সরকার, এবাদত হোসেন এবং নাসুম আহমেদকে।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, নাসুম আহমেদ।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ।
আরএ/