প্রস্ততি ম্যাচে সোমবার বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের চরম দুরাবস্থা চলছে। নিউজিল্যান্ডে তিন জাতির আসরে সেই দুরাবস্থা কাটিয়ে উঠার কিছুটা ইংগিত ছিল। কিন্তু আসলেই কি তা কাটিয়ে উঠতে পেরেছে-এই প্রশ্নের একটা জবাব পাওয়া যাবে আগামীকাল সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাক প্রস্তুতি ম্যাচে। যেখানে বাংলাদেশ লড়বে আফগানিস্তানের বিপক্ষে। ব্রিসবেনে খেলা শুরু হবে বেলা ২টায়।
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের যে দুরাবস্থা, তার জন্য অনেকাংশে রয়েছে এই আফগানিস্তান। অন্তত টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ এই আফগানিস্তানের বিপক্ষে যেন পেরেই উঠে না। এই না পারার শুরু আফগানিস্তান যখন পূর্ণ সদস্যও হতে পারেনি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আফগানিস্তান ক্রমেই শক্তিশালী হয়েছে, বাংলাদেশ তলানির দিকে গিয়েছে।
সর্বশেষ আগস্টের ৩০ তারিখ এশিয়া কাপ টি-টোয়েন্টি আসরেও বাংলাদেশ হেরেছিল ৭ উইকেটে। আগে ব্যাট করে বাংলাদেষ ৭ উইকেটে মাত্র ১২৭ রান করেছিল। আফগানিস্তান সেই রান তাড়া করেছিল ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে। দুই দল এখন পর্যন্ত ৯ বার মুখোমুখি হয়ে আফগানস্তান জিতেছে ৬টিতে। বাংলাদেশের জয়ের সংখ্যা ৩টি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ আফগানিস্তান খেলতে এসেছে নিজেদের পুর্ন প্রস্তুতি নিয়েই। সেখানে বাংলাদেশ নিজেদের রেখেছে পরীক্ষা-নিরীক্ষার মাঝে।
আফগানিস্তান টি-টোয়েন্টি এশিয়া কাপের পর আর কোনো ম্যাচ খেলেনি। শেষ তিনটি ম্যাচেই তারা হেরেছে। বাংলাদেশের বিপক্ষে তারা খেলতে নামবে হারের নোনা স্বাদ নিয়ে। সেখানে বাংলাদেশ নিউজিল্যান্ডে খেলেছে পাকিস্তানের অংশগ্রহণে তিনজাতির আসরে ৪টি ম্যাচ।
চারটি ম্যাচ হারলেও ক্রমান্বয়ে বাংলাদেশ নিজেদের উপরের দিকে নিয়ে গেছে। প্রতিটি ম্যাচেই বাংলাদেশ ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। সেখানে উদ্বোধনী জুটিতে সমস্যা থেকে গেলেও অন্য সব জায়গাতে কম-বেশি উন্নতি করতে পেরেছে।
এমপি/এমএমএ/