মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

সাকিব কাণ্ডে বিসিবি পরিচালকদের চাপা ক্ষোভ

বিশ্বব্যাপী জুয়া খেলার স্বীকৃত প্রতিষ্ঠান বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে সাকিব আল হাসানের চুক্তির ঘটনা এবং পরে বিসিবি তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ না দিয়ে ছাড় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক করা নিয়ে বিসিবির একাধিক পরিচালকের মাঝে চাপা ক্ষোভ আর অসন্তোষ দেখা গেছে।

দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার নীতি নির্ধারক হওয়ায় সামাজিকভাবে তাদের এ নিয়ে অনেক বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়। যার কোনো জবাব বা সদুত্তর তাদের কাছে ছিল না বা থাকে না। কেন বিসিবির পরিচালক হওয়ার পরও সাকিবের বিরুদ্ধে কোনো পদক্ষেপ তারা নিতে পারেন না- এরকম প্রশ্নের মুখেও তাদের পড়তে হয়।

ঢাকাপ্রকাশ-এর সঙ্গে আলাপকালে নাম প্রকাশ না করার শর্তে বিসিবির একাধিক পরিচালক জানান, সাকিব একটার পর একটা বিতর্কিত কর্মকাণ্ড করেই চলেছেন। প্রতিবারই পার পেয়ে যাচ্ছেন। আর এতে করে তিনি বেপরোয়া হয়ে উঠছেন। জাতীয় দলে যখন ইচ্ছে খেলা, তার ইচ্ছেকেই প্রাধান্য দেওয়া দেখে তাদের কাছে মনে হয়েছে সাকিব বিসিবিকে পাত্তাই দেন না। এখানে কেউ কেউ আবার জানিয়েছেন, সাকিবের বিপক্ষে সিদ্ধান্ত নেওয়ার সময় তারা জানেনই না। তাদের ডাকাও হয় না। সংবাদমাধ্যমে প্রচার হওয়ার পর তারা জানতে পারেন! এ নিয়েও তাদের মাঝে অসন্তুষ আছে।

নাম প্রকাশ না করে এক পরিচালক বলেন, ‘এটা ঠিক সাকিবের বিকল্প আমাদের নেই। কিন্তু এর মানে এই না যে সাকিব খেললেই আমরা জিতি, না খেললে হেরে যাই। সাকিবকে ছাড়া আমরা নিউ জিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে টেস্টে জিতেছি। আবার সাকিব খেলার পরও উইন্ডিজে টেস্ট ও টি-টোয়েন্টি হেরেছি। আবার না খেলার পরও ওয়ানডে সিরিজ জিতেছি। এরকম একটি জুয়া খেলার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার পর আমরা সাকিবকে দলে না রেখে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারতাম। তাকে একটা ম্যাসেজ দিতে পারতাম, যত বড় খেলোয়াড়ই হও, কেউই আইনের ঊর্ধ্বে নয়।’

আরেক পরিচালক বলেন, ‘ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার জন্য আইসিসি যদি সাকিবকে এক বছরের জন্য নিষিদ্ধ করতে পারে, তাহলে জুয়াড়ি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করার জন্য আমাদেরও উচিত ছিল তার বিরুদ্ধে এরকম ব্যবস্থা নেওয়া। কিন্তু তা না করে তাকে আমরা দলে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক করে যেন তাকে পুরস্কৃত করলাম।’

সাকিবের এই ঘটনা ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার চেয়েও ভয়াবহ ও ভয়ংকর বলে মন্তব্য করেন অন্য এক পরিচালক। তিনি বলেন, ‘গভীরভাবে চিন্তা করে দেখেন, সাকিব জুয়া খেলার এই প্রতিষ্ঠানকে দেশের সব মানুষের সামনে পরিচয় করিয়ে দিয়েছে। সে হয়তো আমাদের চাপে পড়ে চুক্তি বাতিল করেছে। এটা হয়তো একটা সমাধান। কিন্তু দেশের মানুষের মুখে মুখে যে এই প্রতিষ্ঠানের নাম উঠে গেছে, তার কী হবে? এই প্রজন্মের যেরকম মর্ডান টেকনোলজি সম্পর্কে অনেক বেশি ধারণা, তারা যে জুয়া খেলায় জড়িয়ে পড়বে না, তার নিশ্চয়তা দেবে কে? সাকিব কি এই দায়িত্ব নেবে?’

বারবার বিতর্কিত কর্মকাণ্ড করে পার পেয়ে যাওয়া নিয়ে এক পরিচালক বলেন, ‘ও (সাকিব) আর জীবনেও ঠিক হবে না।’

বেটউইনার নিউজের সঙ্গে সাকিব আসলেই চুক্তি করেছিলেন কি না এ সন্দেহ প্রকাশ করেন জাতীয় দলের সাবেক এক অধিনায়ক। তিনি বলেন, ‘একটি চুক্তি করলাম। আবার ১৫ দিন না যেতেই বাতিল করে দিলাম। এটা কি আদৌ সম্ভব? সে আসলেই চুক্তি করেছিল কি না তা খতিয়ে দেখা উচিত।’

এমপি/এসজি/

Header Ad

গাজায় একদিনে ২৪ জন নিহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে রোববার ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ২৪ জন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৭১ জন।

রোববারের হামলার পর গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৪ হাজার ২৩৫ জনে এবং আহত হয়েছেন মোট ১ লাখ ৪ হাজার ৬৩৮ জন। সোমবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

“তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।”

২০২৩ সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত অভিযান চলবে গাজায়।

Header Ad

৯ বছর পর খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে সৌদি রাষ্ট্রদূতকে বহনকারী গাড়ি বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রবেশ করে।

সাক্ষাতে খালেদা জিয়ার সঙ্গে আরও রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং বেগম জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ড. এনামুল হক চৌধুরী।

২০১৮ সালে কারাবরণ এবং পরিবর্তিত পরিস্থিতিতে গত ৬ আগস্ট স্থায়ী মুক্তির পর খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের এটি প্রথম সাক্ষাৎ। এর আগে ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর বেগম জিয়ার সঙ্গে ঢাকাস্থ তৎকালীন রাজকীয় সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরি সাক্ষাৎ করেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে গত ৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ ক্যাথেরিন কুক। ফিরোজায় অনুষ্ঠিত ওই সাক্ষাতে খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সারাহ কুক।

Header Ad

ইসকন নেতা চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে যা বললেন প্রেস সচিব

প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (৩৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

সোমবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে চিন্ময় দাসকে গ্রেপ্তারের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, চিন্ময় দাস আটক হয়েছেন বলে আমরা জানি। উনার নামে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। এ বিষয়ে ডিএমপি কমিশনার আপনাদের (সাংবাদিক) জানাবেন।

এদিকে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের সময়ে পুলিশের ভূমিকার বিষয়ে তিনি বলেন, আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো অ্যালার্ট ছিল। কিন্তু পাবলিক এক্সপেকটেশনের কারণে আমরা আগের অবস্থান থেকে সরে এসেছি। পুলিশ লাঠিচার্জ করুক, এটাও সরকার দেখতে চায় না।

Header Ad

সর্বশেষ সংবাদ

গাজায় একদিনে ২৪ জন নিহত
৯ বছর পর খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ইসকন নেতা চিন্ময়কে গ্রেপ্তার নিয়ে যা বললেন প্রেস সচিব
বেনাপোলে টানা ৪ দিন বন্ধ রয়েছে দূরপাল্লার সকল পরিবহন
৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা
ঋণ দেওয়ার নামে শাহবাগে লোক জড়ো করা মোস্তফা আমীন আটক
সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি
আইপিএলে দল পেলেন না মুস্তাফিজুর রহমান
টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আজাহার গ্রেফতার
চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ নওগাঁয়
নির্লজ্জ দলাদলির পরিণতি দেশবাসী দেখেছে: তারেক রহমান
মোল্লা কলেজের সার্টিফিকেট-ল্যাপটপ লুট, ক্ষতি ৭০ কোটি টাকা: অধ্যক্ষ
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার
সাত কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত
সংঘর্ষের ঘটনায় যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
পার্থ টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে রেকর্ড জয় ভারতের
বদলগাছীতে বাসের ধাক্কায় ৭ মাসের অন্তঃসত্ত্বা নারী নিহত, আহত ২
মামলা না নিলে ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেবো: ডিএমপি কমিশনার
মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের মামলায় যুবকের যাবজ্জীবন
বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ