১০০ রানের আক্ষেপে পুড়লেন মুমিনুল
বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক
১০০ রান বেশি করতে পারলে খেলাটি ভিন্ন হতে পারত বলে জানিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
মঙ্গলবার (৩০ নভেম্বর) ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে এ কথা জানান তিনি।
মুমিনুল বলেন, ‘আমাদের শক্তির জায়গা ব্যাটিং। এ জায়গায় উন্নতি করতে হবে। বিশেষ করে নতুন বলের বিপক্ষে।’
টেস্ট অধিনায়ক বলেন, ‘আমার মতে, দুই ইনিংসেই প্রথম ঘণ্টায় আমরা ম্যাচটি হেরে গেছি। প্রথম ইনিংসে মুশফিক ও লিটন খুব ভালো খেলেছে। তারা দারুণ জুটি গড়েছে। দ্বিতীয় ইনিংসে আমার মতে প্রথম চার ব্যাটারকে এগিয়ে আসতে হবে।’
তিনি আরও বলেন, ‘দ্বিতীয় ইনিংসেও উইকেট ছিল ব্যাটিং সহায়ক। তবে হাসান আলি ও শাহিন আফ্রিদি ভালো বোলিং করেছে।’
ব্যাটারদের ভয়াবহ ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টেই ৮ উইকেটের বড় ব্যবধানে হারল বাংলাদেশ। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে টেস্ট সিরিজ শুরু করল স্বাগতিকরা।
এসআইএইচ/এসএন