শনিবার, ৫ এপ্রিল ২০২৫ | ২২ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

অনিশ্চয়তায় ৫ হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ

বাংলাদেশে একেবারে ব্যতিক্রমী খাত ‘পরচুলা’ তৈরি ও রপ্তানি করে রেকর্ড করেছে এভারগ্রিন প্রোডাক্ট ফ্যাক্টরি (বিডি) লিমিটেড। এভারগ্রিন নামে ২০০৯ সাল থেকে বাংলাদেশে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে গড়ে তুলেছেন ডং জিন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড, মাস্টার পার্পেল লিমিটেডসহ আরও ১৭টি প্রতিষ্ঠান। এ সব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক চ্যাং ই চং ফিলিক্স (Chang Yoe Chong Felix) নামে এক চীনা বিনিয়োগকারী। এ খাতে তিনি পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগেরও রেকর্ড করেছেন। চীন থেকে কাঁচামাল এনে নীলফামারী উত্তরা ইপিজেটে শতভাগ কমপ্লায়েন্স মেনে সুনামের সঙ্গে আমেরিকা, ইউরোপ, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে এই প্রতিষ্ঠানের পণ্য রপ্তানি হচ্ছে।

কিন্তু এই কোম্পানির শিপিং ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক শামিম উদ্দিনের যোগসাজশে কোম্পানির নামে মদের চালান আসে বাংলাদেশে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক চ্যাং ই চং ফিলিক্স কিছু না জানলেও চট্টগ্রাম বন্দর থানায় তাকে আসামি করে একটি মামলা হয়েছে। এতে অনিশ্চয়তায় পড়েছে পাঁচ হাজার কোটি টাকার বিনিয়োগ।

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) সূত্রে জানা গেছে, ২০০৯ সালে এভারগ্রিন প্রোডাক্ট ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন চীনের এক বিনিয়োগকারী। এর ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন মি. চ্যাং ই চং। পরবর্তীতে নীলফামারীতে উত্তরা ইপিজেডে ডং জিন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেডসহ আরও অনেকগুলো কোম্পানি গড়ে তোলেন এই বিদেশি বিনিয়োগকারী।

নীলফামারী জেলার উত্তরা ইপিজেডে চীনের বিনিয়োগকারী ডং জিন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি গড়ে তুলে পরচুলা তৈরি করে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। আশেপাশের কয়েক জেলার প্রায় ৪০ হাজার বেকার নারী-পুরুষ এখানে কাজ করে স্বাবলম্বী হয়েছেন।

উত্তরা ইপিজেডে ডং জিন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি পরচুলা বিদেশে রপ্তানি করে দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। এই পরচুলা আমেরিকা, আফ্রিকা, চীন, কানাডা, জাপান, ইউক্রেনসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। ডং জিন কোম্পানিতে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শ্রমিকরা কাজ করেন।

সরজমিনে গেলে কর্মীরা ঢাকাপ্রকাশ-কে জানান, ডং জিন কোম্পানিতে আমরা পরচুলা তৈরি করে থাকি। ছোট-বড় দুই ধরনের পরচুলা এখানে তৈরি করি আমরা। ছোট ক্যাপটি একদিন থেকে দেড় দিনে আর বড় ক্যাপটি দুই থেকে তিনদিন পর্যন্ত তৈরি করতে সময় লাগে। তারা আরও বলেন, এখানে কাজ করে আমরা সবাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছি। এখানে কাজ করে সংসারের খরচের পাশাপাশি সন্তানদের লেখাপড়া করিয়ে শিক্ষিত করে তুলছি।

উত্তরা ইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক (এইডি) ফেরদৌস রহমান ঢাকাপ্রকাশ-কে বলেন, এভারগ্রিনের একটি প্রতিষ্ঠান হচ্ছে ডং জিন। এখানে শুধুমাত্র পরচুলা উৎপাদিত হয়। সেইসব পরচুলা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে কোম্পানিটি।

সূত্র জানায়, প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় হচ্ছে ঢাকার গুলশান ১ নম্বরে, রোড নম্বর ৮, বাসা নম্বর ১৫। বিদেশ থেকে কাঁচামাল এনে একে একে ১৭টি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে বাংলাদেশে। যা এ খাতে রেকর্ড। এসব প্রতিষ্ঠানে প্রায় ৪০ হাজার লোক কর্মরত। এর প্রায় ৯৫ ভাগ কর্মী বাংলাদেশের।

তবে এ সব প্রতিষ্ঠানের প্রায় কাঁচামাল চীন থেকেই আমদানি করা হয়। পরচুলা তৈরি করে তা রপ্তানি করা হয়। এই আমদানি-রপ্তানি কাজের জন্য শিপিং ডিপার্টমেন্ট এর মহাব্যবস্থাপক হিসেবে মো. শামিম উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়। তিনিই যখন যা দরকার আমদানি-রপ্তানির ব্যবস্থা করে থাকেন। এই কাজের জন্য তিনি ইমপোর্টার রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আইআরসি) ব্যবহার করেন। প্রোফরমা ইনভয়েস (পিআই) অনুযায়ী চাহিদা মোতাবেক আমদানি-রপ্তানির ব্যবস্থাও করেন।

সূত্র মতে জানা যায়, ওই মদের চালানটি ধরা পরে কিছু অরিজিনাল ডকুমেন্টসের অভাবে, যার অন্যতম হলো আইআরসি (IRC)। উক্ত আইআরসি টি সঠিক সময়ে নবায়ন করা যায়নি বলে মদের চালানটি ধরা পরে। মদের চালানটি ধরা পড়ার আগে ব্যবস্থাপক শামীম উদ্দিন আইআরসিটি নবায়ন করার জন্যে অনেক চেষ্টা করেন। তখন কোরবানি ঈদ উপলক্ষে সরকারি অফিস বন্ধ হয়ে যায়— তাই এই ডকুমেন্টসটির অভাবে কাস্টমস কর্তৃপক্ষের সন্দেহ হয়, যার পরিপ্রেক্ষিতে মদের চালানটি ধরা পরে।

যখন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফেলিক্স চীন ভ্রমণে যান ঠিক এই সুযোগ নিয়ে প্রতারক চক্রটি চীনের রপ্তানিকারকের সঙ্গে যোগসাজশ করে ১৮ হাজার ৭০০ কেজি র মেটিরিয়াল পলিস্টার রেসিনের (raw materials polyester resin) স্থলে ১৬ হাজার ৭২৫ লিটার মদ আনার চেষ্টা করে। আইআরসির মেয়াদ না থাকায় চট্টগ্রাম বন্দরে গত ২৪ জুলাই চেক করে কায়িক পরীক্ষায় ধরে পড়ে বলে কাস্টমস কর্মকর্তারা জানান। অসত্য ঘোষণা এবং আইপিও ২০২১-২৪ এ শর্ত ভঙ্গ করে আমদানি করার অভিযোগে চট্টগ্রাম কমিশনার অব কাস্টমস হাউসের পক্ষে সহকারী রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান গত ১ আগস্ট মামলা করেন। এই তথ্য জানার পর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক একবারে হতবাগ হয়ে যান। কারণ ওই সময়ে তিনি বাংলাদেশে ছিলেন না, ছিলেন চীনে। তার নামে মামলা হওয়ায় বর্তমানে বাংলাদেশে আসতে পারছেন না।

সংশ্লিষ্টরা বলছেন, এই কোম্পানির মহাব্যবস্থাপক শামিম উদ্দিন সুযোগ পেয়ে রপ্তানিকারকের সঙ্গে যোগসাজশ করে এই ঘটনা ঘটিয়েছেন। কারণ পিআইতে পণ্যের পরিমাণ, মূল্যসহ সব কিছু উল্লেখ করা থাকে। প্রতিষ্ঠিত কোনো কোম্পানি ঘোষণাকৃত পণ্যের বাইরে কিছু করে না।

কিভাবে এটা সম্ভব তা জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্পোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ঢাকাপ্রকাশ-কে জানান, রপ্তানিকারকের সঙ্গে আলোচনা করে সব ডকুমেন্ট দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান ব্যাংকে এলসি ওপেন করেন। পিআইতে তা উল্লেখ থাকে। তার বাইরে কিছু আনার সুযোগ নেই। রপ্তানিকারকের (যে প্রতিষ্ঠান পণ্য পাঠিয়েছে) যোগসাজশ ছাড়া কোনো কোম্পানির নামে পিআই‘র পণ্য না দিয়ে অন্য কোনো পণ্য দেওয়া সম্ভব না। কাস্টমস অফিস থেকে চেক করলে তা ধরাও পড়ে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সংশ্লিষ্ট কর্মকর্তারাও জানান, কোনো বিদেশি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চাইলে তাকে যথাযথভাবে নিয়ম-কানুন মেনেই করতে হয়। চীনের এই কোম্পানিও তার বাইরে নয়। রেজিস্ট্রেশনের পর বিডা থেকে আইআরসির জন্য সুপারিশ করা হয় কি পরিমাণ অর্থ বিনিয়োগ করবে তা উল্লেখ করে। পরে বিনিয়োগের পরিমাণ কমানো বা বাড়ানো হলেও তা সংশোধন করা হয়। আইআরসির নির্দিষ্ট মেয়াদ শেষ হলে তা নবায়ন করা হয়। কাজেই কোনো প্রতিষ্ঠান এক পণ্যের নামে অন্য পণ্য আনলে সংশ্লিষ্ট কর্মকর্তার যোগসাজসেই তা হয়ে থাকে।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. হাবিবুর রহমান ঢাকাপ্রকাশ-কে বলেন, ‘রপ্তানিকারক প্রতিষ্ঠান ছাড়া এভাবে পিআই’র বাইরে কোনো পণ্য দেশে আসার সুযোগ নেই। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পক্ষে দেখার কোনো সুযোগ নেই। কারণ এ দেশের ব্যাংক সব ডকুমেন্ট নিয়েই এলসির স্বীকৃতি দেয়। ওই (রপ্তানিকারক) দেশের ব্যাংক মার্জিন অনুযায়ী তা গ্রহণ করে এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান আমদানিকারকের কাছে পৌঁছার ব্যবস্থা করে। তবে অনেক সময় তিনি অন্য কোনো পণ্যও দিয়ে থাকেন। কাস্টমস অফিস থেকে চেক করলে তা ধরা পড়ে। না পড়লে তা পৌঁছে যায় দেশে।’

অভিযোগ অস্বীকার করে কোম্পানিটির মহাব্যবস্থাপক শামিম উদ্দিন জানান, মামলাটি কেন হয়েছে তা আমার কাছে বোধগম্য না। আমার অজান্তে যেখানে যা সই স্বাক্ষর লাগে তা জাল করা হয়েছে। কারণ কাস্টমস অথরাইজেশনে আমি যেভাবে ইনভয়েস সংক্রান্ত কাজ করে থাকি এখানে সেভাবে হয়নি। ব্যাপারটি খতিয়ে দেখার জন্য এনবিআর চেয়ারম্যানের কাছে আবেদন করা হয়েছে। 

জেডএ/আরএ/

Header Ad
Header Ad

মার্কিন শুল্ক নিয়ে সন্ধ্যায় জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।ছবি: সংগৃহীত

মার্কিন শুল্ক ইস্যু নিয়ে আলোচনা করতে একটি জরুরি বৈঠক আহ্বান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সভা আয়োজিত হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সভায় অংশ নেবেন শীর্ষ বিশেষজ্ঞ, উপদেষ্টা ও কর্মকর্তারা।

উল্লেখ্য, গত বুধবার বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এত দিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর ১৫ দশমিক ৫ শতাংশ শুল্ক দিতে হতো।

মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৩৭ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ৪০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি শিল্পে বড় ধরনের আঘাত আসতে পারে। এই ধাক্কা সামলাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে চাইছে বাংলাদেশ। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর পথ খোঁজা হচ্ছে।

Header Ad
Header Ad

গৃহকর্মীকে মারধরের অভিযোগ: পরীমনি বললেন ‘আমার হাতে সব প্রমাণ আছে’

অভিনেত্রী পরীমনি। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি এখন একটি বিতর্কিত অভিযোগের শিকার। তার গৃহকর্মী পিংকি আক্তার পরীমনির বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে রাজধানীর ভাটারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেছেন, পরীমনি তার ওপর শারীরিক নির্যাতন করেছেন, বিশেষত এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোর ঘটনায়।

অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে বিষয়টি দ্রুত আলোচনায় আসে এবং সোশ্যাল মিডিয়া সহ গণমাধ্যমে শিরোনাম হয়ে ওঠে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে পরীমনি ফেসবুক লাইভে আসেন। তিনি জানান, তার কাছে সব প্রমাণ রয়েছে, তবে তিনি সেগুলো প্রকাশ করতে চান না কারণ তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল।

অভিনেত্রী পরীমনি। ছবি: সংগৃহীত

লাইভে পরীমনি বলেন, “যদি আমার বিগত জীবনযাপন দেখেন, বুঝবেন যে আমি আমার স্টাফদের সঙ্গেই সময় কাটাই, তারা আমার পরিবার। এক গৃহকর্মী যার সাথে এক মাসও হয়নি, সে নিজের বিরুদ্ধে এমন দাবি করতেই পারে, তবে আমি বলব সে আমার গৃহকর্মী নয়।”

এছাড়া পরীমনি আরো জানান, অভিযোগের প্রেক্ষিতে মিডিয়া তাকে 'মিডিয়া ট্রায়াল' করেছে এবং তা একেবারেই সঠিক নয়। তিনি বলেন, “যে কেউ যে কারও বিরুদ্ধে জিডি করলেই সেটা কি সত্যি হয়ে যাবে? প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে দোষী সাব্যস্ত করা উচিত নয়।”

লাইভে আবেগপ্রবণ হয়ে পরীমনি আরও বলেন, “এত মিডিয়া ট্রায়াল বন্ধ করুন, জনগণ আসলে পুরো একটা মিডিয়া।"

বৃহস্পতিবার (৩ এপ্রিল) পিংকি আক্তার অভিযোগ করেন, পরীমনি তার মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোর সময় তাকে মারধর করেন, ফলে তিনি অজ্ঞান হয়ে যান এবং পরে ৯৯৯-এ কল করে পুলিশকে ডেকে আনেন। পুলিশ এসে তাকে উদ্ধার করে।

এদিকে, পরীমনি জানিয়েছেন, তিনি আইনি ব্যবস্থা নেবেন এবং সমস্ত প্রমাণ আদালতের মাধ্যমে উন্মোচন করবেন।

Header Ad
Header Ad

যমুনা সেতু মহাসড়কে র‍্যাবের টহল জোরদার (ভিডিও)

যমুনা সেতু মহাসড়কে র‍্যাবের টহল জোরদার করা হয়েছে। ছবি: ঢাকাপ্রকাশ

ঈদ-উল-ফিতরের ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছে ঘরমানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। নির্বিঘ্নে কর্মস্থলে ফেরা ও সড়কে ডাকাতিরোধে র‍্যাবের টহল টিম জোরদার করা হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) রাতে মহাসড়কের এলেঙ্গা ও মির্জাপুরসহ গুরত্বপূর্ণ এলাকায় চেক পোস্ট বসিয়ে যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মহাড়কে চলাচলের সার্বিক খোঁজখবর নিচ্ছে র‍্যাব সদস্যরা।

এছাড়াও ডাকাতিরোধসহ জরুরি প্রয়োজনে যাতে র‍্যাবের যোগাযোগ করতে জরুরি মোবাইল নম্বরও সরবরাহ করা হয়েছে।

এ ব্যাপারে র‍্যাব- ১৪ এর ৩ নং কোম্পানী কমান্ডার মেজর কাওছার বাঁধন বলেন, ঈদের আনন্দ শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে তাদের একাধিক টহল টিম দায়িত্ব পালন করছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মার্কিন শুল্ক নিয়ে সন্ধ্যায় জরুরি মিটিং ডেকেছেন প্রধান উপদেষ্টা
গৃহকর্মীকে মারধরের অভিযোগ: পরীমনি বললেন ‘আমার হাতে সব প্রমাণ আছে’
যমুনা সেতু মহাসড়কে র‍্যাবের টহল জোরদার (ভিডিও)
শরীয়তপুরে দু’পক্ষের তুমুল সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ
গরমে তৃষ্ণা মেটানোর বদলে ডিহাইড্রেটেড করবে যেসব পানীয়
পরকীয়া থেকে ফেরাতে না পেরে স্বামীকে হত্যা করলেন স্ত্রী
গাজায় প্রতিদিন ১০০ শিশু হতাহতের শিকার: জাতিসংঘ
আয়ারল্যান্ডের পাসপোর্ট বিশ্বসেরা, বাংলাদেশের অবস্থান ১৮১তম
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, নেই যানজট ও ভোগান্তি
আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ
অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে ২৮ জনের ৩ কোটি আত্মসাৎ, ফেরত দেওয়ার দাবি
প্রশাসনে রেকর্ড সংখ্যক কর্মকর্তা ওএসডি, চুক্তিভিত্তিক নিয়োগে নতুন রেকর্ড
ড. ইউনূস-মোদির বৈঠক আশার আলো তৈরি করেছে: মির্জা ফখরুল
সাভারে আবারও চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুটপাট
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
এক দিনেই পাঁচ রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন ড. ইউনূস
যুক্তরাষ্ট্র চলতি বছর ৬৮২ ভারতীয়কে ফেরত পাঠিয়েছে
কাকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেতা শামীম?
ঢাকার পথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস
মানিকগঞ্জে বাঁশঝাড়ে কার্টনে মিললো তরুণীর লাশ