বিএনপির সঙ্গে কখনো মিত্রতা নয়: মুজিবুল হক চুন্নু
জাতীয় পার্টি ধ্বংস করতে যা যা করার বিএনপি তাই করেছে। তাদের সঙ্গে কখনো মিত্রতা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্ন।
জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ছয় বার জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী এই সংসদ সদস্য নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে সোমবার (১ আগস্ট) বিকালে ঢাকাপ্রকাশ-কে মোবাইল ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।
এ ছাড়া গত রবিবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে ‘কাজ কিন্তু রাতেও হয় আমরাও করিয়েছি’ বলে যে বক্তব্য দিয়েছে তার ব্যাখ্যা দিয়েছেন। ঢাকাপ্রকাশ-এর পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো।
ঢাকাপ্রকাশ: আগামী নির্বাচন কি আলাদাভাবে করবেন? নাকি জোট আকারে করবেন।
মুজিবুল হক চুন্নু: না, আমরা তো কোনো জোট-মহাজোটে নাই। আমরা আছি নিজস্ব স্বকীয়তা নিয়ে, আমরা চলছি নিজের রাজনীতি নিয়ে। আমরা আগামী নির্বাচনে ৩০০ আসনে নমিনেশন দেওয়া যায় কি না, দিতে পারি কি-না সেই চিন্তাভাবনা করছি। সংগঠন গোঁজগাজ করছি। আমাদের টার্গেট ৩০০ আসনে প্রার্থী দেওয়া। তবে বাস্তবতা হচ্ছে ইউরোপসহ বিভিন্ন দেশে জোট কিন্তু বড় ফ্যাক্টর। জোট হওয়া দোষের কিছু না। আমরা কোনো জোটে যাব, এ রকম কোনো চিন্তাভাবনা এখন নাই। এটা অবস্থার প্রেক্ষিতে বোঝা যাবে। জোট হলেও বিএনপির সঙ্গে হবে না। আমাদের এখন টার্গেট ৩০০ আসনে নির্বাচন করা।
ঢাকাপ্রকাশ: একটা আলোচনা আছে আপনাদের পার্টির চেয়ারম্যান দেশের বাইরে গিয়েছিলেন। সেখানে একটা মিটিং করেছেন। বিএনপি জোটের সঙ্গে বা তারেক রহমানের সঙ্গে আলাপ করেছেন? এ বিষয়ে আপনার বক্তব্য কি
মুজিবুল হক চুন্নু: প্রশ্নই আসে না। ডাজ নট এটঅল। তারেক রহমান বা বিএনপির সঙ্গে আমার চেয়ারম্যানের কোনো রকম যোগাযোগের প্রশ্নই ওঠে না। আমি চ্যালেঞ্জ করছি। আমার সঙ্গেও কোন যোগাযোগের প্রশ্নই ওঠে না। সেই ধরনের কোনো যোগাযোগ করতেও রাজী না। কারণ, বিএনপি আমাদের অনেক অত্যাচার করেছে। বিএনপি এরশাদ সাহেবকে অনেক নির্যাতন করেছে। জাতীয় পার্টিকে ধ্বংস করার জন্য যা যা করার বিএনপি করেছে। সেগুলো আমরা ভুলি নাই। তাদের সঙ্গে আমাদের কোনো মিত্রতা হতে পারে না। বিএনপির সঙ্গে কোনো ধরনের মিত্রতা হবে না।
ঢাকাপ্রকাশ: আপনি ৩১ জুলাই নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে রাতের ভোটের বিষয়টি নিয়ে যে কথা বলেছেন এটা একটু পরিষ্কার করবেন?
মুজিবুল হক চুন্নু: ‘গত কয়েকটি নির্বাচনে দেখা গেছে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ বলে ফেয়ার হয় নাই। আবার ২০০৮ সালে তখনো বলে ফেয়ার হয় নাই। তার মানে তিনটা ইলেকশন হলো কোনটাই ফেয়ার হয় নাই। তাহলে ফেয়ার হওয়ার সুযোগ নাই। আসলে গত ১১টি সংসদ নির্বাচন দেখা গেছে বিশেষ করে প্রিসাইডিং অফিসাররা আগের দিন রাতে ব্যালট পেপার নিয়ে আসে। ব্যলট পেপারসহ বিভিন্ন ভোট কেন্দ্র বা ভোট কেন্দ্রের কাছে বাড়ি ঘরে থাকে। থাকলে ওই সময় পুলিশকে বা প্রিসাইডিং অফিসারকে টাকা পয়সা দিয়ে রাতের বেলায় অনেকে চেয়ারম্যান মেম্বার, এমপিরা অনেকে সিল মারায়। আমরাও তো এই কাম করছি। আমি ওইটা বলেছি। শুধু গত নির্বাচন না। জাতীয় সংসদের সব নির্বাচনের কথা বলছি।’
ঢাকাপ্রকাশ: অনেকে বলছে আপনার এই বক্তব্যের পর জাতীয় পার্টির এমপিদের পদত্যাগ করা উচিত। আপনি কী মনে করেন?
মুজিবুল হক চুন্নু: যারা বলছেন তাদের উদ্দেশে বলি আমি কিন্তু একটা নির্দিষ্ট ইলেকশন নিয়ে বলি নাই। আমি বলেছি গত ১১টা নির্বাচনেই এই ধরনের কাজ হয়েছে। এই কাজগুলি আমরা যারা পলিটিশিয়ান, আমাদের মতো পলিটিশিয়ানরাই করেছে। শুধু ২০১৮ সালের নির্বাচন নয়। পূর্বের ১১টি ইলেকশনেই এই ধরনের অনিয়ম হয়েছে। এই কাজটি আমাদের মতো যারা তারা করেছে।
ঢাকাপ্রকাশ: এই অনিয়ম থেকে বের হওয়ার রাস্তা কী?
মুজিবুল হক চুন্নু: বের হওয়ার একমাত্র রাস্তা নির্বাচন পদ্ধতি পরিবর্তন। বিদ্যমান পদ্ধতিতে প্রধান নির্বাচন কমিশনার যদি ভালো মানুষও হোন, তিনি মন থেকেও যদি চান তবুও তিনি করতে পারবেন না। তাকে তো সরকারের হেল্প লাগবে। সেই হেল্প করার মতো মানসিকতা কোনো সরকারেরই নাই। কারণ, যখন সরকার মনে করবে হেরে যাবে তখন নির্বাচন কমিশনকে সেভাবে সাহায্য করবে বলে আমরা মনে করি না। তাই বলছি আনুপাতিক হারে প্রতিনিধিত্বকারী নির্বাচন করলে ফেয়ার করা সম্ভব।
আনুপাতিক হারে নির্বাচনের পদ্ধতিটা হল, ৩০০ আসনেই প্রত্যেক দল প্রার্থী ঠিক করে নির্বাচন কমিশনকে জমা দেবে। কেউ জানবে না কে প্রার্থী। ভোট হবে মার্কার উপরে। ভোট হওয়ার পর যে দল যত শতাংশ কাস্টিং ভোট পাবে সেই দল তত শতাংশ এমপি পাবে। সেই দল যাদের নাম দিয়েছে সেখান থেকে সিরিয়াল অনুযায়ী এমপি হিসেবে পাবে। এটা ইউরোপের অনেকগুলো দেশে চালু হয়েছে। এটা চালু করলে আর সমস্যা হবে না।
ঢাকাপ্রকাশ: এই সরকারের অধীনেই তো নির্বাচন হচ্ছে?
মুজিবুল হক চুন্নু: সংবিধানে তো তাই আছে। সংবিধান পরিবর্তন করতে হলে আওয়ামী লীগ লাগবে। আওয়ামী লীগ কি পরিবর্তন করবে? হাইকোর্ট বলছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দরকার নাই। আসলে জাতীয় পার্টি মূলত তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টই বিশ্বাস করে না। জাতীয় পার্টি শুরু থেকেই কেয়ারটেকার কনসেপ্টই বিশ্বাস করে না। জাতীয় পার্টি কখনই এই পদ্ধতি ওন করে না।
ঢাকাপ্রকাশ: ভোট চুরি ঠেকাতে আপনার পরামর্শ কী?
মুজিবুল হক চুন্নু: ব্যালট পেপার আগের দিন না নিয়ে…এখন তো যোগাযোগ ব্যবস্থা ভালো নির্বাচনের দিন খুব সকালে বের হয়ে ৮ টার মধ্যে পৌছে দিতে হবে। আমরা চাচ্ছি যদি বিদ্যমান পরিস্থিতিতে নির্বাচন হয় তাহলে ব্যালট পেপারটা আগের দিন রাতে নিয়ে যায় তাতে কোন নিরাপত্তা নাই। বরং এটা ইচ্ছা করলে ভোট ঘুরাতে পারে, অনেক কিছু করতে পারে। এজন্য ব্যালট পেপার না দিয়ে সরকারি লোক দিয়ে সকাল ৮টার মধ্যে সেন্টারে সেন্টারে পৌঁছে দিতে হবে। এটা সম্ভব। রিমোর্ট এলাকায় শুধু হাওর বা পাবর্ত্য এলাকা সেখানে সরকার চিন্তা করতে পারে কিভাবে রিজার্ভে রাখতে পারে। আমাদের মতো এলাকায়… উপজেলা থেকে এখন সমস্ত ইউনিয়ন এলাকায় গাড়ি যায়। এটা কোনো কঠিন কাজ হবে না। ৮টার আগে পৌঁছে দেবে। রিমোর্ট এলাকায় পর্যাপ্ত পুলিশ দিতে পারে।
ঢাকাপ্রকাশ: বিএনপি যদি নির্বাচনে না আসে আপনারা যাবেন কি?
মুজিবুল হক চুন্নু: কে নির্বাচনে আসবে এবং আসবে না এটা আমাদের কোন বিষয় না। কোন দল এলো কি এলো না সেটা সেই দলের বিষয়। আমরা জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমরা ৯১ সাল থেকে প্রতিটি নির্বাচনে আছি। সাহাবুদ্দিন সাহেব আমাদের উপরে অনেক অন্যায় অত্যাচার করেছেন। আমাদের নেতাকে সেদিন নির্বাচনের নিয়ম অনুযায়ী টেলিভিশন পত্রিকায় বক্তব্য রাখতে দেননি। আমাদের নেতারা জেলে ছিলেন, তারপরও আমরা নির্বাচন করেছি। সমস্ত নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। আমরা নির্বাচনমুখী দল নির্বাচনে আমরা যাবো। কিন্তু নির্বাচনটা সুষ্ঠু…। সরকারকে বলব জনগণের জন্য যদি হয়ে থাকেন তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করেন। সুষ্ঠু করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার নেন এটা আমাদের দাবি।
ঢাকাপ্রকাশ: মহাসচিব হিসাবে মাঠ পর্যায় থেকে কী রকম সাড়া পাচ্ছেন?
মুজিবুল হক চুন্নু: আমি মহাসচিব হওয়ার পর সারা দেশের নেতা-কর্মীদের কাছ থেকে স্বস্তস্ফূর্ত সমর্থন পাচ্ছি। এখনকার রাজনীতি আমাদের চেয়ারম্যান এবং আমি পরিষ্কার করছি। আমরা আওয়ামী লীগের ‘বি টিম’ না, আমরা বিএনপিরও ‘বি টিম’ গিরি করতে চাই না। আমাদের নিজস্ব রাজনীতি আছে, আমাদের এরশাদ সাহেবের রাজনীতি, জাতীয় পার্টির রাজনীতি। সেই রাজনীতি নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা জনগণের পক্ষে কথা বলছি, জনগণের পক্ষে থাকব। জনগণকে নিয়ে আমরা আছি। রাজনীতিতে ক্লিয়ার করার কারণে আমাদের যে কর্মীরা ঘুমিয়ে ছিল তারা জেগে উঠেছে। সংগঠন করার জন্য আমরা টিম করব। জাতীয় পার্টিতে নবজাগরণ সৃষ্টি হয়েছে। বিএনপি এবং আওয়ামী লীগের ৩২ বছরের শাসনে মানুষ অতিষ্ঠ। মানুষ চাচ্ছে তৃতীয় একটা দল। মানুষ পছন্দ করছে। সেই দল জাতীয় পার্টি ছাড়া আর কেউ নয়।
ঢাকাপ্রকাশ: জাতীয় পার্টির কি ৬৪ জেলায় কমিটি আছে?
মুজিবুল হক চুন্নু: সব জেলাতেই আছে। পূর্ণাঙ্গ কমিটি কিছু জেলায় আছে। অনেক জেলায় কমিটির মেয়াদ নাই। সে সমস্ত জেলায় আল্টিমেটাম দিয়েছি আগামী ২০ অক্টোবরের মধ্যে সমস্ত জেলার উপজেলা ও ইউনিয়ন শেষ করে ৩০ অক্টোবরের মধ্যে সমস্ত জেলায় সম্মেলনের ব্যবস্থা করবেন। ইতিমধ্যে সে সমস্ত জেলায় সফর পার্টির চেয়ারম্যান ও আমি আরম্ভ করেছি। ব্যাপক সাড়া পাচ্ছি।
ঢাকাপ্রকাশ: বিদিশা এরশাদ আর একটা জাতীয় পার্টির নেতৃত্ব দিচ্ছেন। এটা নিয়ে কী ভাবছেন?
মুজিবুল হক চুন্নু: যেকোনো নাগরিক বলতে পারে সেও পলিটিক্স করে। এই ধরণের কেউ আছে, কিছু করছে এটা আমাদের নলেজে নাই। আমাদের চোখে পড়ছে না। এটা আমাদের কোনো হিসাবের মধ্যে নাই।
ঢাকাপ্রকাশ: দীর্ঘ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
মুজিবুল হক চুন্নু: আপনার মাধ্যমে ঢাকাপ্রকাশ-এর সবাইকে ধন্যবাদ।
এসএম/এনএইচবি/এমএমএ/