রবিবার, ৬ এপ্রিল ২০২৫ | ২৩ চৈত্র ১৪৩১
Dhaka Prokash

জুরাইনে পুলিশের উপর হামলার নেপথ্যে…

'পুলিশের ত্যাড়ামির কারণে তুচ্ছ বিষয় থেকেই পুলিশের উপর হামলা এবং পুলিশ বক্স ভাঙচুরের মত বড় ঘটনা ঘটেছে রাজধানীর জুরাইনে।' মঙ্গলবারের (৭ জুন) ওই ঘটনার পর বুধবার (৮ জুন) ওই এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে কথা বলে এ সব তথ্য জানা গেছে।

অবশ্য ট্রাফিক পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. সাইদুল ইসলাম বলেছেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ওই নারীর গায়ে কাউকে হাত দিতে দেখা যায়নি।

মঙ্গলবার জুরাইনে মোটরসাইকেল আরোহী এক দম্পতিকে আটকানোর পর কথা কাটাকাটির একপর্যায়ে ট্রাফিক পুলিশের উপর চড়াও হয়েছেন স্থানীয় লোকজন। এতে সার্জেন্ট আলী হোসেনসহ ট্রাফিক কনস্টেবল সিরাজুল ইসলাম ও শ্যামপুর থানার উপপরিদর্শক উৎপল চন্দ্র আহত হন।

বুধবার ওই এলাকায় গিয়ে সাধারণ মানুষ কথা বললে তারা জানান, পুলিশের ত্যাড়ামির কারণে অপ্রিতিকর ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, যারা এ ঘটনার প্রতিবাদ করেছেন তারা বেশিরভাগ পথচলতি মানুষ।

পুলিশের একটি সূত্র জানায়, প্রথমে মো. রনিকে পাঠাও চালক ভেবে গাড়ি চেক করতে চান সার্জেন্ট আলী হোসেন। রনির সঙ্গে তার স্ত্রী ইয়াছিন জাহান (নিশিতা) ছিলেন। এসময় রনি সার্জেন্টকে বলেন, সামান্য একটু পথ যাচ্ছি ভাই ছেড়ে দেন, পেছনে অসুস্থ রোগী। অন্যথায় অনেক ঘুরতে হবে। অতটুকু রাস্তা ছেড়ে দিলে আপনার আহামরি ক্ষতি হবে না। এমন কথায় ক্ষুব্ধ হয়ে সার্জেন্ট মোটরসাইকেলের চাবি নিয়ে নেন। এরপর দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে। তখন রনির স্ত্রী ঠেকাতে গেলে পুলিশ তাকেও মারধর করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে সেখানে জড়ো হওয়া জনতা এর প্রতিবাদ করেন।

স্থানীয়রা জানান, একপর্যায়ে সার্জেন্ট রনি ও তার স্ত্রীকে পুলিশ বক্সের ভেতরে নিয়ে যান এবং রনির গায়ে হাত তোলেন। এসময় রনি ভিডিও করেন। আশেপাশের লোকজন জড়ো হয়ে পুলিশ বক্সের দিকে যান। এরই একপর্যায়ে জনতা, হকার ও ব্যবসায়ীরা পুলিশ বক্স ঘেরাও করে রনিকে ছেড়ে দিতে বলেন। তারা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। রনিকে না ছাড়ায় তারা ক্ষিপ্ত হয়ে পুলিশ বক্সে হামলা করেন এতে গ্লাস ভেঙে আলী হোসেনসহ তিন জন পুলিশ সদস্য আহত হন

নাম প্রকাশ করতে অনিচ্ছুক পুলিশ বক্স বিপরীতে থাকা ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা (নারী) বলেন, আমরা দোতলা থেকে দেখছি পুলিশ প্রথমে ওই ব্যক্তি ও তার স্ত্রীকে আজেবাজে কথা বলা শুরু করে এবং টেনে-হিঁচড়ে ট্রাফিক বক্সের মধ্যে নিয়ে যায়। ঘটনাটি সাধারণ মানুষ দেখে সবাই একত্রিত হয়। তবে এখানে স্থানীয় দোকানদার ও চলাচলরত সাধারণ মানুষ বিক্ষুদ্ধ হয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ বক্সে হামলা করে।

পুলিশ বক্সের বিপরীতের বিক্রমপুর প্লাজার দুজন নিরাপত্তাকর্মী বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এত বড় একটা ঘটনা ঘটে। পুলিশ ইচ্ছা করলে তাদের ছেড়ে দিতে পারত। তারা বারবার বলছিল আমাদের গাড়ির কাগজপত্র সব ঠিক আছে। কিন্তু নাছোড়বান্দা পুলিশ তাদের না ছাড়ায় এই ঘটনাটি ঘটে।

জুরাইন এলাকার বাসিন্দা ব্যবসায়ী পলাশ আহমেদ বলেন, পুলিশের উপর হামলা হয়েছে এটা দুঃখজনক ঘটনা। তবে পুলিশ অন্যায় করেছে। কত মটরসাইকেল রং রোড দিয়ে চলাচল করে পুলিশ তো তাদের কিছু বলে না । তাছাড়া এখানে কাটা রাস্তা নেই, এই জন্য মূলত সমস্যাটা তৈরি হয় সবাই রং রোড দিয়ে চলাচল করে।

পুলিশবক্সের বিপরীতের ডাচ বাংলা ব্যাংকের এক কর্মকর্তা বলেন, সকালে দেখলাম এক ব্যক্তি ও এক মহিলা মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। তাদের মাথায় হেলমেটও ছিল। এ সময় ট্রাফিকের একজন সার্জেন্ট মোটরসাইকেলটি থামান। কথা-কাটাকাটির একপর্যায়ে ট্রাফিক সার্জেন্ট নারীর গায়ে হাত তোলেন এবং তাদের পুলিশ বক্সের দিকে নিয়ে যান। তখনই এলাকার লোকজন উত্তেজিত হয়ে পড়েন। তারা পুলিশ বক্স লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

তিনি বলেন, আজ সকালের খবর শুনলাম এই ঘটনায় পুলিশ মামলা করেছে। এটা শুনে আরও দুঃখ লাগল।

স্থানীয় একটি দোকানের মালিক মো. হৃদয় বলেন, এ ঘটনার সময় আমি ছিলাম না। আমার কর্মচারী ছিলেন। তিনি আমাকে বললেন, এ ঘটনাটি ঘটেছে পুলিশের কারণে। পুলিশ ক্ষমতার অপব্যবহার করেছে।

মায়ের দোয়া এন্টারপ্রাইজের মো. জীবন বলেন, এ ঘটনায় যারা প্রতিবাদ করেছিলেন তারা সবাই ছিলেন এলাকার বহিরাগত। বেশির ভাগ মানুষ পথচলতি। আজ সকালে শুনলাম এলাকাবাসীর নামে মামলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ট্রাফিক পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মো. সাইদুল ইসলাম বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় ট্রাফিক পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছে। আমরা জানতে পেরেছি সকাল সাড়ে ৯টার দিকে এক ব্যক্তি একজন নারীকে নিয়ে উল্টো পথে বাইক চালিয়ে আসছিলেন। ওই নারীর মাথায় হেলমেট ছিল না। এ সময় এক ট্রাফিক কনস্টেবল বাইকসহ চালককে রাস্তার পাশে দাঁড়াতে বলেন। ট্রাফিক সার্জেন্ট তার কাছ থেকে কাগজপত্র দেখতে চান। উল্টো ওই ব্যক্তি পুলিশের কাগজ চেক করতে চেয়েছিল।

তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশকে ‘বডিওর্ন’ ক্যামেরা দেওয়া হয়েছে। এ ঘটনার পরে ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ দেখা হচ্ছে এবং এ বিষয়ে তদন্ত চলছে, বিস্তারিত পরে বলতে পারব।

স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক পুলিশ প্রথমে ওই নারীর গায়ে হাত তোলেন। এর জবাবে ট্রাফিক পুলিশের ডিসি বলেন, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ওই নারীর গায়ে কাউকে হাত দিতে দেখা যায়নি।

জুরাইন এলাকার একাধিক মানুষ ও ভিডিও ফুটেজ দেখে জানা গেছে, পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষের একাধিক ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয় যা ওই ব্যক্তি নিজেই করেন। তাছাড়া ঘটনাস্থলে উপস্থিত লোকজন ও বিভিন্ন ভিডিও করেছে ভিডিওতে বাইকে থাকা ব্যক্তিকে পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা গেছে, জুরাইন ট্রাফিক পুলিশ বক্স এর সদস্যরা অনেক দিন ধরে ফুতপাতের ব্যবসায়ী ও চলাচলরত মানুষদের গাড়ি চেকের নামে অত্যাচার করে আসছে এ সুযোগে মানুষ বিক্ষুব্ধ হয়েছে।

স্থানীয় লোকজন যখন পুলিশের উপর চড়াও হচ্ছিলেন, সে সময় মো. রনি ও তার স্ত্রীকে ঘটনাস্থলের পাশের পুলিশ বক্সে নেওয়া হয়। সেখান থেকে ফেসবুকে লাইভে যান রনি। লাইভে তাকে বলতে শোনা যায়, ‘বাংলাদেশের জনগণ দেখেন, যারা প্রত্যেকদিন জুরাইনে চাঁদাবাজি করে, চাঁদাবাজি করার সময় আমার সঙ্গে কথা হয়। আমার সঙ্গে তারা বাজে আচরণ করেছে এবং একপর্যায়ে আমাকে ও আমার স্ত্রীকে মারধর করেছে। কোন আইনে আছে মারধর করা যাবে? কেন আপনি মারলেন?

এ বিষয়ে জানতে চাইলে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম ঢাকাপ্রকাশ’কে বলেন, এ ঘটনায় মো. রনিসহ তিনজনকে আটক করা হয়েছে। ৪০০ জনের নামে মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে ভালোভাবে বলা যাবে।

সার্জেন্ট ফারুক, আশিক, ইমরুল ও নিতাই বলেন, সামান্য ঘটনা এত বড় হবে কোনোভাবেই এটা কাম্য ছিল না। তাছাড়া যার সঙ্গে ঘটনা ঘটেছে সে খুব ভদ্র মানুষ।

জুরাইন পুলিশ বক্সের ইনচার্জ (টিআই) বিপ্লব ভৌমিক বলেন, আমাদের জয়েন কমিশনার স্যার বিষয়টি নিয়ে তদন্ত করছেন। বিস্তারিত তার সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে জানতে চাইলে এডিশনাল পুলিশ কমিশনার ট্রাফিক (প্রধান) মো. মনিবুর রহমান বলেন, ঘটনাস্থল আমি তদন্ত করেছি। ডিউটিরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় ট্রাফিক পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছে।

এ বিষয়ে কোনো তদন্ত কমিটি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো পর্যন্ত কোনো তদন্ত কমিটি করা হয়নি। বিষয়টি নিয়ে আমাদের কাজ চলছে। তবে পুলিশের কাজে বাধা দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ। সবকিছু বিবেচনা করেই আমরা কাজ করছি।

কেএম/আরএ/

Header Ad
Header Ad

আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা আর নেই

প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান সিঁথির মা এস ইউ এফ মুকরেমা রেজা ইন্তেকাল করেছেন। ছবি: সংগৃহীত

প্রয়াত আরাফাত রহমান কোকোর শাশুড়ি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান সিঁথির মা এস ইউ এফ মুকরেমা রেজা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত ৩টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, শারীরিক নানা জটিলতায় ভুগে এক সপ্তাহ আগে মুকরেমা রেজা হাসপাতালে ভর্তি হন। তাঁর একমাত্র কন্যা শামিলা রহমান গত ৩০ মার্চ লন্ডন থেকে ঢাকায় ফেরেন মায়ের চিকিৎসার জন্য।

আজ রোববার বাদ আসর রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে এবং পরে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মুকরেমা রেজা দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তাঁর স্বামী প্রকৌশলী এইচ এম হাসান রেজা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (সাবেক ডিআইটি) কর্মকর্তা ছিলেন। তিনি ২০১৭ সালের মার্চে ইন্তেকাল করেন।

মুকরেমা রেজার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁরা পৃথক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Header Ad
Header Ad

ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড

ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিন। ছবি: সংগৃহীত

প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এ রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম জানান, আসামিরা পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ইভ্যালি বিভিন্ন মাধ্যমে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন পণ্য বিক্রয় করে। এতে আকৃষ্ট হয়ে মুজাহিদ হাসান ফাহিম তাদের প্রতিষ্ঠান থেকে ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ইয়ামাহা আর ওয়ান ফাইভ বাইক অর্ডার করেন। যার মূল্য পরিশোধ করেন। তবে কর্তৃপক্ষ ৪৫ দিনের মধ্যে বাইকটি সরবরাহ করতে ব্যর্থ হয়। পরে তিনি ধানমন্ডি অফিসে যোগাযোগ করেন। কর্তৃপক্ষ পাঁচ লাখ টাকার চেক প্রদান করে। তবে ব্যাংক হিসেবে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করেন। আসামিদের কথা বিশ্বাস করে তিনি চেকটি ব্যাংকে জমা দেননি। পরবর্তীতে বাদি টাকা আদায়ের জন্য তাগাদা দিতে থাকেন। তবে তারা কোনো টাকা তাকে ফেরত দেননি। এর পর লিগ্যাল নোটিশ পাঠিয়েও কাজ হয়নি।

এ ঘটনায় মুজাহিদ হাসান ফাহিম ২০২৪ সালের জানুয়ারি মাসে আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন।

Header Ad
Header Ad

স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

চিকিৎসা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ এপ্রিল) সকাল ৮টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি তার স্ত্রীসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, “স্যার এবং ভাবী হেলথ চেকআপ করাতে সিঙ্গাপুর গেছেন। সেখানে একটি ক্লিনিকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে দেখা করবেন। ইতোমধ্যে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা হয়েছে।”

তিনি আরও জানান, বিএনপি মহাসচিবের এক সপ্তাহ পর দেশে ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, এর আগে সর্বশেষ ২০২৪ সালের ১ সেপ্টেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন মির্জা ফখরুল ও তার স্ত্রী।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

আরাফাত রহমান কোকোর শাশুড়ি মুকরেমা রেজা আর নেই
ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড
স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
বিশ্বজুড়ে ট্রাম্প-মাস্কবিরোধী বিক্ষোভ, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের রাজপথে উত্তাল জনতা
চীনের গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে যা বললেন প্রধান উপদেষ্টা
ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের প্রভাব বড় নয়, সামাল দেয়া সম্ভব: অর্থ উপদেষ্টা
রাশিয়ার দাবি ইউক্রেনে একদিনে ৪৩০ সেনা হতাহত
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় হেফাজত, বিএনপির সঙ্গে একমত
চীনের পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস, বিশ্ববাজারে বাড়ছে উত্তেজনা
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ
পরকীয়া করলে পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ডের আইন করতেন অপু বিশ্বাস
বিএনপির দল পুনর্গঠনে তরুণ ও শিক্ষিত নেতৃত্বের অগ্রাধিকার
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে: প্রেসসচিব
টাঙ্গাইলে ধান ক্ষেতে মিলল ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ
বগুড়ার সাতটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে প্রাণহানি, আহত অন্তত ২০
গত ২৫ বছর ‘জয় বাংলা’ বলিনি, এখন থেকে বলব: কাদের সিদ্দিকী
বিরামপুরে ভয়াবহ আগুনে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
রাতেই ঢাকাসহ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি হতে পারে