সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

সরকার পতনে বৃহত্তর ঐক্যের চেষ্টা বিএনপির

বিএনপির লোগো

নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে মরিয়া বিএনপি। চেষ্টা করছে বৃহত্তর ঐক্যের। সে লক্ষ্যে সমমনা এবং সরকার বিরোধী ছোট-বড় রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে বৃহত্তর ঐক্য গড়ে তুলে একসঙ্গে সরকার পতনের আন্দোলন করতে চায় বিএনপি। ইতোমধ্যে বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছে। সাংগঠনিকভাবে কোণঠাসা বিএনপির তৃণমূল পর্যায় থেকে জোরালো চাপ থাকলেও দাবি আদায়ে ‘একলা চলো’ নীতিতে যেতে পারছে না দলটি।

এই অবস্থায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার সরকার পতন আন্দোলনে একটি প্ল্যাটফর্ম তৈরিতে সরকারবিরোধী সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপে নেতৃত্ব দিচ্ছেন।

অথচ বর্তমান নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সংলাপকে ‘অর্থহীন’ আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব তখন বলেছিলেন, সংলাপে গিয়ে কোনো লাভ হবে না।

গত ২৪ মে বিএনপির হাইকমান্ডের নির্দেশে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজনৈতিক সংলাপ শুরু করেছে দলটি। যা চলতি মাসেই শেষ হওয়ার সম্ভাবনা থাকছে। সেই বিবেচনায় সংলাপ শেষে জাতীয় ঐক্য প্রক্রিয়া চূড়ান্ত পথে রুপ নেবে বলে আশাবাদী হয়ে উঠছে বিএনপির নেতৃত্ব। সংলাপ ইস্যুতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বললে এমনটাই জানা গেছে।

সংলাপের অগ্রগতি বিষয়ে জানতে চাইলে বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ঢাকাপ্রকাশ’কে বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে আরও সুসংগঠিত ও বৃহত্তর ঐক্যে নিয়ে যাওয়ার জন্য বিএনপির চলমান সংলাপ। এই সংলাপ সবেমাত্র শুরু, স্বাভাবিক কারণেই এর কার্যকারিতা ও ভবিষ্যৎ নিয়ে এখনো কিছুটা সময় লাগবে। তবে আমরা আশাবাদী সংলাপ সফল হবে।

২০১৮ সালে জাতীয় ঐক্য গঠনের সঙ্গে এখন আবার নতুন করে বৃহত্তর ঐক্য গঠন চেষ্টায় কোনো পার্থক্য আছে কী—এমন প্রশ্নের তিনি বলেন, তখন ২০ দলীয় জোট ছিল। পাশাপাশি গঠিত হয়েছিল একটি জাতীয় ঐক্যফ্রন্ট। তাই এখানে কিছুটা ফারাক ছিল। যদিও সেই বিষয়টিকে আমরা গুরুত্ব দেই না। তবে এবার জোট গঠনের চেয়ে যুগপৎ আন্দোলনে যেতে সরকার বিরোধী সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ঢাকাপ্রকাশ’কে বলেন, বিএনপির চলমান বৃহত্তর ঐক্য গঠনের চেষ্টায় সংলাপে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। যারাই এই অনির্বাচিত সরকারকে সমর্থন করে না, বিরোধীতা করে, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক সেই সব দলমত নির্বিশেষ ব্যক্তিদের মধ্যে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে বিএনপি। আমরা আশাবাদী যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বৃহত্তর ঐক্য গঠনে একটি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারব। বিএনপির চলমান সংলাপ নিয়ে জনগণের মধ্যেও বেশ সাড়া পাচ্ছি।

বিএনপির একটি দায়িত্বশীল সূত্র মতে, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন নেই। আলাদা অস্তিত্বে তারা নির্বাচন করতে পারবে না। বিএনপির নীতি নির্ধারকদের ভাবনা- এখনও যেহেতু জামায়াতের ইসলামীর বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে, সাংগঠনিক শক্তিও আছে। এই কারণে দলের ভেতর-বাহির এবং আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেও জামায়াতে ইসলামীকে যেভাবে জোটে ধরে রাখা হয়েছে, একইভাবে ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামেও পাশে থাকবে জামায়াতে ইসলামী। তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংলাপ করা সম্ভব না হলেও অভ্যন্তরীণভাবে আলোচনা অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমান সরকারের বিরুদ্ধে যেসব বিরোধী দল কথা বলছে, বিশেষ করে আগামী নির্বাচন দলীয় সরকারের অধীনে না করার বিষয়ে সংলাপে একসুরে কথা বলছে, এই বিষয়টিকে বিএনপির পক্ষ থেকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ বিশেষ কোনো রাজনৈতিক কৌশল নির্ধারণের চেয়ে কৌশলগত কারণে ভিন্ন-ভিন্ন পদ্ধতিতে সংলাপ প্রক্রিয়া নিয়ে এগোতে চাইছে বিএনপি হাইকমান্ড। এ কারণেই আগে-ভাগে দাবিনামা উত্থাপন না করে মাঠপর্যায়ে মতামত তৈরির প্রক্রিয়ায় সংলাপকে সামনে আনা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা জনগণের পক্ষে দাঁড়াতে চাই। তাই এমন কিছু করা চলবে না যেন, আমাদের মধ্যে বিভক্তি তৈরি হয়। আমাদের একটাই শর্ত, এই সরকারের পতন এবং জাতীয় সংসদ বাতিল করতে হবে। সরকারের পতনের পর যদি কোনো দরকষাকষি থাকে সেটা দেখা যাবে। কিন্তু সরকার পতনের আন্দোলনে এক থাকতে হবে।

তিনি বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না বলে দেশের গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী রাজনৈতিক দল ও শক্তিগুলো অঙ্গীকার করেছে। দেশ ও জনগণের কথা মাথায় রেখে আস্থা, বিশ্বাস এবং মনোবল ঠিক রাখা গেলে সরকারের বিরুদ্ধে বিনাযুদ্ধে আমরা জয়লাভ করতে পারব।

২০ দলীয় জোট শরিক বাংলাদেশ লেবার পার্টি-বাংলাদেশ কল্যাণ পার্টি এবং জোটের বাইরে থাকা রাজনৈতিক দল নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে সংলাপ করেছে বিএনপি। সেই সংলাপে বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রাথমিকভাবে ঐক্যমত তৈরি হয়েছে বলে সংলাপে অংশগ্রহণকারী দলগুলোর পক্ষ থেকে পৃথক পৃথকভাবে বলা হচ্ছে।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম জানান, বিএনপি মতবিনিময় শুরু করেছে। তবে যারা বিএনপির সঙ্গে জোটে ছিলেন না, তাদের সঙ্গে মতবিনিময় আর জোটে ছিলেন তাদের সঙ্গে মত বিনিময়ের ক্ষেত্রে কাঠামোগত কিছুটা পার্থক্য হবেই। আমরা দশটি বছর একসঙ্গে চলছি। আপ্রাণ চেষ্টা করেছি বিএনপির অনুকূলে আন্দোলনে ও বুদ্ধিবৃত্তিক জায়গায় থাকতে।

তিনি বলেন, কল্যাণ পার্টির পক্ষ থেকে বিএনপিকে প্রস্তাব করা হয়েছে, ভবিষ্যতে যেকোনো কারণে যদি ২০ দলীয় জোটকে সক্রিয় করা সম্ভব না হয়, তাহলেও আমরা যুগপৎ আন্দোলন করতে প্রস্তুত। এটাও বলেছি, জোটকে সক্রিয় করার কাজে অথবা জোটের মধ্যে আরও দলকে একত্রিত করতে আমরা সহযোগিতা করতে প্রস্তুত।

উল্লেখ্য, দাবি আদায়ে ২০১২ সালেও বিএনপি নেতৃত্বে ২০ দলীয় জোট গঠন হয়েছিল। এর ধারাবহিকতায় ২০১৮ সালে একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি, যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্যপ্রক্রিয়া জোটবদ্ধ হয়েছিল। কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে ড. বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট সেই জোট ছেড়ে চলে যায়। পরবর্তীতে ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে যুক্ত থেকে নির্বাচনের অংশ নেয় বিএনপি। আর যুক্তফ্রন্ট ক্ষমতাসীন আওয়ামী লীগের দ্বারস্থ হয়ে একাদশ নির্বাচনে অংশ নেয়। পক্ষান্তরে আওয়ামী লীগ যখনই দাবি আদায়ে জোট গঠন করে রাজপথে আন্দোলনে যায়, তখনই সফলতা ঘরে তুলতে সক্ষম হয়েছে।

কিন্তু রাজপথের আন্দোলনের জন্য রাজনৈতিক জোট করে কিংবা নির্বাচনী জোট তৈরি করেও আওয়ামী লীগের কাছে রাজনৈতিক কৌশলে বিএনপি নেতৃত্বাধীন জোটকে বার বার হোঁচট খেতে হয়েছে।

এমএইচ/এনএইচবি/আরএ/

Header Ad
Header Ad

পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশের পাঁচটি জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। রোববার ও সোমবার (২৭ ও ২৮ এপ্রিল) দেশের বিভিন্ন স্থানে এসব মর্মান্তিক ঘটনা ঘটে। কুমিল্লার মুরাদনগর ও বরুড়া উপজেলায় চারজন, কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনে তিনজন, নেত্রকোনার কলমাকান্দা ও মদনে দুজন, সুনামগঞ্জের শাল্লায় একজন এবং চাঁদপুরের কচুয়ায় একজন প্রাণ হারিয়েছেন।

কুমিল্লার মুরাদনগর উপজেলার পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পূর্বপাড়া এলাকায় ধান কাটতে গিয়ে সকাল সাড়ে ১০টার দিকে বজ্রপাতে দুজন কৃষক নিহত হন। নিহতরা হলেন নিখিল দেবনাথ (৫৮) ও জুয়েল ভূঁইয়া (৩০)।

একই জেলার বরুড়া উপজেলার খোসবাস উত্তর ইউনিয়নের পয়েলগচ্ছ গ্রামে দুপুর ১২টার দিকে ঘুড়ি ওড়ানোর সময় বজ্রপাতে মারা যায় দুই কিশোর—মোহাম্মদ জিহাদ (১৪) ও মো. ফাহাদ (১৩)। এ সময় আবু সুফিয়ান (সাড়ে ৭) নামের একটি শিশু আহত হয় এবং তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়নের হাওরে ধান কাটার সময় সকালে বজ্রপাতে প্রাণ হারান দুই কৃষক—ইন্দ্রজিৎ দাস (৩০) ও স্বাধীন মিয়া (১৫)। একই সময়ে মিঠামইন উপজেলার শান্তিগঞ্জ হাওরে ধানের খড় শুকাতে গিয়ে বজ্রপাতে নিহত হন ফুলেছা বেগম (৬৫) নামের এক নারী।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধনুন্দ গ্রামে রবিবার রাত ১০টার দিকে বজ্রপাতে আহত হয়ে পরে হাসপাতালে মারা যান দিদারুল ইসলাম (২৮)। তিনি একটি ইফতেদায়ি মাদ্রাসার শিক্ষক ছিলেন।
আজ সকাল ৭টার দিকে মদন উপজেলার তিয়োশ্রী গ্রামে মাদ্রাসাগামী শিশু মো. আরাফাত (১০) বজ্রপাতে মারা যায়।

সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের বুড়িগাঙ্গাল হাওরে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মারা যান রিমন তালুকদার। তিনি শাল্লা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

চাঁদপুরের কচুয়া উপজেলার নাহারা গ্রামে সকালে বজ্রপাতের বিকট শব্দে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বিশাখা রানী (৩৫)। তিনি কৃষক হরিপদ সরকারের স্ত্রী। চিকিৎসক জানান, বজ্রপাতের সরাসরি আঘাতের কোনো চিহ্ন ছিল না, শব্দের প্রভাবে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

 

Header Ad
Header Ad

জামিন পেলেন মডেল মেঘনা আলম

মডেল মেঘনা আলম। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম।

সোমবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ শুনানি শেষে তার জামিন মঞ্জুরের আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার অভিযোগপত্র পর্যালোচনা এবং মেঘনা আলমের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত দেওয়া হয়।

এর আগে গত ১০ এপ্রিল মডেল মেঘনা আলমকে ডিটেনশন আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিল আদালত। সেদিন রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর আদালতে তাকে আটক রাখার আবেদন করলে সেটি মঞ্জুর হয়।

মামলার এজাহারে বলা হয়, মেঘনা আলম ও দেওয়ান সমিরসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন মিলে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। এই চক্রটি বিভিন্ন সুন্দরী মেয়েদের ব্যবহার করে বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিক ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপনে উৎসাহিত করত। এরপর এসব সম্পর্কের দুর্বলতা কাজে লাগিয়ে ভিকটিমদের সম্মানহানির ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হতো।

 

মডেল মেঘনা আলম। ছবি: সংগৃহীত

এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামি দেওয়ান সমির 'কাওয়ালি গ্রুপ' নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিইও এবং 'সানজানা ইন্টারন্যাশনাল' নামে একটি ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের মালিক। এর আগে তার 'মিরআই ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড' নামের একটি প্রতিষ্ঠান ছিল।

চক্রটি 'ব্র্যান্ড অ্যাম্বাসেডর' নিয়োগের নামে সুন্দরী ও আকর্ষণীয় মেয়েদের ব্যবহার করে সহজে বিদেশি কূটনীতিক ও ধনাঢ্য ব্যবসায়ীদের কাছে যাতায়াতের সুযোগ তৈরি করত। উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেইলের মাধ্যমে বড় অঙ্কের চাঁদা আদায় এবং দেওয়ান সমিরের ব্যক্তিগত ব্যবসাকে লাভজনক করা।

Header Ad
Header Ad

জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করলো সরকার

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং এই গণ-অভ্যুত্থানের আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে 'জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর' গঠন করেছে বাংলাদেশ সরকার।

সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সরকারের পক্ষ থেকে গেজেট আকারে এ সংক্রান্ত ঘোষণা প্রকাশ করা হয়েছে। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই অধিদপ্তর গঠনের জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত বছরের ১২ ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ নেওয়া হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনেই এই নতুন অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে।

এর পাশাপাশি, অধিদপ্তর গঠনের প্রক্রিয়ায় গত ২৮ ডিসেম্বর ২০২৪ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠনের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। পরে উপদেষ্টা পরিষদে বিষয়টি উপস্থাপিত হলে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিদপ্তর শুধু ইতিহাস সংরক্ষণের কাজই করবে না, বরং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও আদর্শকে রাষ্ট্রীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য বিভিন্ন গবেষণা, প্রকাশনা এবং সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে। একইসঙ্গে, নিহত এবং আহতদের পরিবারদের যথাযথ পুনর্বাসন ও সহায়তার ব্যবস্থাও করা হবে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

পাঁচ জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু
জামিন পেলেন মডেল মেঘনা আলম
জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন করলো সরকার
নিরীহ কাউকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি
পাকিস্তানে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত: নিউইয়র্ক টাইমস
ঢাকায় অটোরিকশা ও চার্জিং স্টেশন বন্ধে ডিএনসিসির অভিযান শুরু হতে যাচ্ছে
চাঁদা না দিলে রেলের কমান্ড্যান্টকে বদলির হুমকির অভিযোগ দুই ছাত্র প্রতিনিধির বিরুদ্ধে (ভিডিও)
বলিউডে সেনারা হিরো, বাস্তবে কেন জিরো ভারতীয় বাহিনী!
কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৪
মে মাসে শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে
সবাই মিলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করাই লক্ষ্য: আলী রীয়াজ
ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের ফের গোলাগুলি
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
টটেনহামকে উড়িয়ে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না মোদি
রেফারির কাছে ক্ষমা চাইলেন মাদ্রিদের ডিফেন্ডার আন্তনিও রুদিগার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহার দিলেন ছাত্রদল নেতা