বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

জুনেই শেষ হচ্ছে পদ্মা সেতুর কাজ

পদ্মা সেতুর কাজ আগামী জুন মাসের মধ্যেই শেষ হচ্ছে। চলতি অর্থবছরের শেষেই পদ্মা সেতু খুলে দেওয়ার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে পদ্মা সেতু সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।

বুধবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের ১৭তম অধিবেশনের শেষ দিনে লিখিত প্রশ্নত্তোর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, ‘২০২২ সালের শেষ নাগাদ পদ্মা সেতু চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।’

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর সাধারণ মানুষের মধ্যে পদ্মা সেতু নিয়ে নানামুখি আলোচনা শুরু হয়েছে।

একই দিনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘পদ্মা সেতুর সিডিউল টাইম হচ্ছে ডিসেম্বর ২২ পর্যন্ত। আমরা চেষ্টা করছি যদি সম্ভব হয়…দেখা যাক, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলব, দেখি তিনি কি বলেন।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী যেটা বলছেন তার একটা লজিক হল রিসেন্টলি কিছু মালামাল আসতে অসুবিধা হচ্ছে ইউক্রেন যুদ্ধের জন্য। যেগুলো মার্চ মাসে আসার কথা ছিল সেগুলো আনসার্টেনিটি চলে আসছে। সে জন্য আমাদের একটা সেফটি মেজারমেন্ট...আমদের টাইম আছে ডিসেম্বর ২২ পর্যন্ত। পদ্মা সেতুর কিছু মালামাল ইউরোপের বিভিন্ন দেশ থেকে আনতে হচ্ছে। আর কিছু কিছু মাল আছে একটি বা দু’টি দেশই বানায়। পদ্মাতে এমন সব জিনিষ ইউজ করা হয়েছে যেগুলো পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না। একটা বা দুইটা দেশে আছে। এমনিতেই কোভিডের জন্য এসব মালামাল আসতে দেরি হচ্ছিল তার মধ্যে এই যুদ্ধের কারণে আরও দেরি হচ্ছে। এটা আমরা কথা বলে নেব।’

অন্যদিকে সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বার বার বলে আসছিলেন জুনেই পদ্মা সেতু খুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন এ বছরের শেষের দিকে পদ্মা সেতু চালু হবে। প্রত্যাশা করে আছি, এ বছরের শেষ নাগাদ এটি চালু করতে পারব। আমাদের অর্থবছর শেষ হবে জুন মাসে। আমরা বিশ্বাস করি, এর মধ্যে এটি চালু করতে পারব।’

বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরেই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। মানুষ প্রতীক্ষায় আছে জুনেই পদ্মা সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল করবে। পদ্মার দুই পাড় একই সুতোয় বুনবে নতুন স্বপ্ন। ঠিক সেই সময়ে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে মানুষের মধ্যে আবারও কৌতুহল তৈরি হয়েছে। অনেকের মনেই সন্দেহ দানা বাঁধছে আগামী জুনে পদ্মা সেতু খুলবে কি না।

বৃহস্পতিবার পদ্মা সেতু সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, পদ্মা সেতুর নির্মাণ কাজ জুনের মধ্যেই শেষ হবে। সেই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন।

নাম প্রকাশ না করার শর্তে পদ্মা সেতু প্রকল্পের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকাপ্রকাশ-কে বলেন, জুনের মধ্যেই সব কাজ শেষ হবে। ইতিমধ্যে মূল সেতুর কাজ শেষ হয়েছে মোট ৯৭ শতাংশ। বাকি তিন শতাংশ শেষ করতে দ্রুত গতিতে কাজ চলছে স্বপ্নের পদ্মা সেতুর। সেতুর কাজে যুক্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, সেতুর সড়ক অংশ খুলে দেওয়ার জন্য ৩০ জুনের মধ্যেই তারা বাকি কাজ শেষ করে ফেলবেন।

পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প সূত্রে জানা গেছে, এখন মূল সেতুর উপরি অংশে চলছে দুই লেয়ার বা স্তরের পিচ ঢালাইয়ের কাজ। একই সঙ্গে ভায়াডাক্ট কার্পেটিং-এর কাজও চলছে দ্রুত গতিতে। ইতিমধ্যে ৭০ শতাংশের বেশি পিচ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। বাকি কাজও দ্রুততম সময়ের মধ্যে শেষ হয়ে যাবে।

এ ছাড়া সেতুর ল্যাম্পপোস্ট লাগানো, অ্যালুমিনিয়াম রেলিং নির্মাণ, সিগন্যাল সিস্টেম ও অন্যান্য কাজও চলছে সমানতালে। এসব কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে।

এর বাইরে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে গ্যাস পাইপলাইন স্থাপন এবং ৪০০ কেভি বিদ্যুৎ লাইন টানার কাজ শেষ পর্যায়ে।

পদ্মা সেতু প্রকল্পের ওই কর্মকর্তা আরও জানান, বছরের শেষেই পদ্মা সেতু খুলে দেওয়া হবে। আমরা বছরের শেষ বলতে অর্থবছর বুঝি। জুলাই থেকে জুন হচ্ছে অর্থবছর। অর্থাৎ ৩০ জুন বছর শেষ হচ্ছে। ১ জুলাই নতুন অর্থবছর শুরু হবে।

সে হিসেবে জুন মাসেই সেতু খুলে দেওয়া হবে। জুনকে টার্গেট করেই সব কাজ শেষ করা হচ্ছে।

অপর একজন কর্মকর্তা জানান, কিছু জিনিষপত্র ইউরোপ থেকে আসবে, এটা সত্য। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সেগুলো আসতে বিলম্ব হচ্ছে। এ জন্য অবশ্য সেতুর কাজ বন্ধ নেই।

তিনি জানান, নির্ধারিত সময়ের আগেই এসব মালামল চলে আসবে। এ নিয়েও কোনোরকম উৎকণ্ঠা নেই।

এদিকে চলতি অর্থবছরের শেষ দিকে স্বপ্নের পদ্মা সেতু খুলে দেওয়ার পর সেতুর রেল পথের কাজ করার জন্য রেলওয়ে মন্ত্রণালয়কে বুঝিয়ে দেওয়া হবে। ওই সময় সেতুর নিচ তলায় রেলপথের কাজ করতে গিয়ে কোন রকম সমস্যা দেখা দিলে প্রয়োজনে সেতুর উপর অংশে চলাচলকারি যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হবে। যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর সেতুতে যান চলাচল বন্ধ করা হবে না।

এনএইচবি/এমএমএ/

 

Header Ad
Header Ad

হিলিতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু

ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলিতে রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবক মারা গেছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় উপজেলার ঢেলুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেললাইনের পাশে অজ্ঞাত এক যুবকের ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। এরপর রেলওয়ে হিলি জিআরপি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে হিলি জিআরপি ফাঁড়ির ইনচার্জ তানজিলুর রহমান বলেন, "ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।"

Header Ad
Header Ad

চুয়াডাঙ্গার দর্শনায় সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৫

ছবি : ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে পাঁচজন গ্রেফতার হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ১টার দিকে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ছোট শলুয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. রবিউল, মো. সাজিদুল, বাপ্পি, মো. বাবুল হোসেন এবং মো. ইসলামকে গ্রেফতার করা হয়।

তল্লাশি করে তাদের কাছ থেকে ২টি চাইনিজ কুড়াল, ১টি .২২ মি.মি. রাইফেল, ১টি হইসু দা এবং ২টি লম্বা ছুরি উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় আইনি কার্যক্রমের জন্য দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা চুয়াডাঙ্গায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির জন্য কুখ্যাত। তাদের গ্রেফতারের পর স্থানীয় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের অ্যাডজুটেন্ট মেজর জাহাঙ্গীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Header Ad
Header Ad

রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০

ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে স্থানীয় উদ্ধারকর্মী এবং আরাকান আর্মি নামের একটি জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী। জান্তা বাহিনীর এই হামলায় ৫০০-এরও বেশি বাড়িঘর পুড়ে গেছে বলে জানা গেছে।

রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে আরাকান আর্মি। গত বছর এই সশস্ত্র গোষ্ঠী রাজ্যের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং রাজধানী সিত্তে থেকে অন্যান্য অঞ্চলের সংযোগ বিচ্ছিন্ন করে। বুধবার দুপুরে রামরি দ্বীপের কিয়াউক নি মাউ শহরে এই বিমান হামলা চালানো হয়।

হামলার পর ধ্বংসাবশেষে পুড়ে যাওয়া বাড়িঘরের মাঝে স্থানীয় বাসিন্দাদের হতভম্ব অবস্থায় হাঁটতে দেখা গেছে। স্থানীয় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আহতদের জন্য চিকিৎসা সহায়তা পাঠানো কঠিন হয়ে পড়েছে কারণ পরিবহন ব্যবস্থা নাজুক এবং চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে।

রামরি দ্বীপে চীনের অর্থায়নে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প রয়েছে। তবে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে প্রকল্পটির কাজ দীর্ঘদিন ধরে স্থগিত। এদিকে, জান্তা বাহিনী দেশটির বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে একাধিক ফ্রন্টে সংঘাতে লিপ্ত।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, মিয়ানমারের চলমান সংঘাতে ৩৫ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা গত বছরের তুলনায় ১৫ লাখ বেশি। ২০২৫ সালে দেশের এক তৃতীয়াংশ জনসংখ্যারও বেশি মানুষের সহায়তার প্রয়োজন হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

সূত্র: এএফপি

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

হিলিতে ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত যুবকের মৃত্যু
চুয়াডাঙ্গার দর্শনায় সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার ৫
রাখাইনে জান্তাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৪০
প্রেমিকার সাথে ঝগড়া করে বিমান থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা
হাসিনার দুই পাসপোর্ট বাতিল, কীভাবে ভিসার মেয়াদ বাড়ায় ভারত: রিজভী
মার্চের আগেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন: নাদেল
কিছুদিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন: মির্জা ফখরুল
খলিস্তানি নেতা নিজ্জর হত্যার ঘটনায় অভিযুক্ত চার ভারতীয়কে জামিন দিল কানাডা
রংপুরের কাছে হেরে মেজাজ হারালো তামিম  
শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির উত্তর না এলে ‘তাগিদপত্র’ পাঠাবে ঢাকা
৪ দিনের গ্যাস সংকটে পড়তে যাচ্ছে সারাদেশ
দুর্নীতির কারণে টিসিবির ৩৭ লাখ কার্ড বাতিল : বাণিজ্য উপদেষ্টা
একাই ৫৭ হাজার কোটি টাকা লুট করেছেন সালমান এফ রহমান  
সোহানের তাণ্ডবে বরিশালকে হারিয়ে রংপুরের টানা ছয় জয়
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হককে দেশত্যাগে নিষেধাজ্ঞা  
দাবি আদায়ে রাজপথ দখল কোনো সমাধান নয়: ডিএমপি কমিশনার  
বিএনপি নেতাকর্মীদের সতর্কবার্তা: ভুঁইফোড় সংগঠন ও প্রতারণামূলক কর্মকাণ্ড নিয়ে নির্দেশনা
পাচার হওয়া টাকা ফেরাতে দুদকের ১০টি দল গঠন
নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন, দুদকের ২ মামলা
নির্বাচনে কারও পক্ষে কাজ করলে অসুবিধা হবে: সিইসি